Advertisement

India vs England Rishabh Pant: চোট পেয়ে মাঠের বাইরে পন্ত, ব্যাট করতে পারবেন?

আঙুলে চোট পেয়ে লর্ডস টেস্টের (Lord's Test) প্রথম দিনেই মাঠ ছাড়তে হল ঋষভ পন্তকে (Rishabh Pant)। ভারতীয় দলের (Team India) সহ অধিনায়কের জায়গায় এখন কিপিং করছেন ধ্রব জুরেল। তবে তাঁর আঘাত কতটা গুরুতর তা জানা যায়নি। 

লন্ডনের লর্ডসে তৃতীয় রোথেসে পুরুষদের টেস্টের প্রথম দিনে আঙুলে চোট পেয়ে মাঠ ছাড়লেন ভারতের ঋষভ পন্তলন্ডনের লর্ডসে তৃতীয় রোথেসে পুরুষদের টেস্টের প্রথম দিনে আঙুলে চোট পেয়ে মাঠ ছাড়লেন ভারতের ঋষভ পন্ত
Aajtak Bangla
  • কলকাতা,
  • 10 Jul 2025,
  • अपडेटेड 10:02 PM IST

আঙুলে চোট পেয়ে লর্ডস টেস্টের (Lord's Test) প্রথম দিনেই মাঠ ছাড়তে হল ঋষভ পন্তকে (Rishabh Pant)। ভারতীয় দলের (Team India) সহ অধিনায়কের জায়গায় এখন কিপিং করছেন ধ্রব জুরেল। তবে তাঁর আঘাত কতটা গুরুতর তা জানা যায়নি। 

জসপ্রীত বুমরার (Jasprit Bumrah) করা ৩৪তম ওভারে পন্ত একটি বল আটকাতে ডাইভ দেন, কিন্তু বলটি পরিষ্কারভাবে ধরতে পারেননি তিনি। ফলে ইংল্যান্ড ২ রান বাই হিসেবে তুলে নেয়। এরপরই পন্তকে ব্যথায় কষ্ট পেতে দেখা যায় এবং তিনি চিকিৎসার জন্য মাঠ ছাড়েন, সূত্র মারফৎ এই তথ্যটি জানা গেছে।

পন্তের চোট ভারতের জন্য বড় চিন্তার কারণ হয়ে উঠতে পারে। কারণ, তিনি এই সিরিজে দারুণ ছন্দে আছেন। চারটে ইনিংস খেলে তিনি করেছেন ৩৪২ রান। গড় ৮৫.৫০, যার মধ্যে রয়েছে দুটি শতরান ও একটি অর্ধশতরান। লিডসে করা জোড়া শতরানের মধ্যে তাঁর সেরা ইনিংস ছিল ১৩৪। টেস্টে ভারতের হয়ে উইকেটকিপার-ব্যাটার হিসেবে সবচেয়ে বেশি শতরান এবং SENA (দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া) দেশগুলিতে কোনো এশিয়ান কিপার হিসেবে সর্বোচ্চ রান তাঁরই ঝুলিতে।

ধ্রুব জুরেল এখন পর্যন্ত চারটি টেস্ট খেলেছেন, ছয় ইনিংসে করেছেন ২০২ রান, গড় ৪০.৪০, সর্বোচ্চ ৯০ রান, যা ছিল ইংল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে তাঁর অভিষেক সিরিজে। যদিও এই সফরে এখনও তিনি মূল একাদশে সুযোগ পাননি, তবে India A দলের হয়ে ঘরোয়া ও বিদেশের মাটিতে (অস্ট্রেলিয়া, ইংল্যান্ড) ভালো পারফরম্যান্স করেছেন।

ভারতীয় দলের প্লেয়িং ১১: যশস্বী জয়সওয়াল, কেএল রাহুল, করুণ নায়ার, শুভমান গিল (অধিনায়ক), ঋষভ পন্ত (সহ-অধিনায়ক/উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, নীতীশ কুমার রেডিড, ওয়াশিংটন সুন্দর, জাসপ্রীত বুমরা, আকাশদীপ, মহম্মদ সিরাজ।

ইংল্যান্ডের একাদশ: জ্যাক ক্রাউলি, বেন ডাকেট, অলি পোপ, জোরুট, হ্যারি ব্রুক, বেন স্টোকস (অধিনায়ক), জেমি স্মিথ (উইকেটরক্ষক), ক্রিস ওকস, ব্রাইডন কার্স, জোফরা আর্চার, শোয়েব বশির।

Advertisement
Read more!
Advertisement
Advertisement