Advertisement

India vs New Zealand Score: বরুণের ৫ উইকেটে দুরমুশ নিউজিল্য়ান্ড, সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলবে ভারত

Ind vs NZ Live Score, Champions Trophy: প্রথম ম্যাচে খেলতে নেমেই ৫ উইকেট তুলে ভারতকে জিতিয়ে দিলেন বরুণ চক্রবর্তী। ৪৪ রানে হেরে সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার সামনে নিউজিল্যান্ড। ভারতের ম্যাচ এবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে।  

বরুণ চক্রবর্তীবরুণ চক্রবর্তী
Aajtak Bangla
  • দুবাই,
  • 02 Mar 2025,
  • अपडेटेड 10:25 PM IST

প্রথম ম্যাচে খেলতে নেমেই ৫ উইকেট তুলে ভারতকে জিতিয়ে দিলেন বরুণ চক্রবর্তী। ৪৪ রানে হেরে সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার সামনে নিউজিল্যান্ড। ভারতের ম্যাচ এবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে।  

উইকেট বরুণের

আউট হলেন ফিলিপস, ১৫১ রানে ৫ উইকেট হারাল নিউজিল্যান্ড।

চার উইকেট হারিয়ে চাপে পড়ে গেল নিউজিল্যান্ড

জাদেজা তুলে নিলেন গুরুত্বপূর্ণ উইকেট। আউট টম ল্যাথাম। ১৩৩ রানে ৪ উইকেট হারাল নিউজিল্যান্ড। লড়াই চালাচ্ছেন উইলিয়ামসন। 

আবার উইকেট হারাল নিউজিল্যান্ড

উইকেট তুলে নিলেন কুলদীপ যাদব। রিভিউ নিয়েও উইকেট বাঁচাতে পারলেন না ড্যারেক মিশেল। ৯৩ রানে ৩ উইকেট হারাল নিউজিল্যান্ড। 

আউট ইয়ং

২ উইকেট হারাল নিউজিল্যান্ড। বরুণের বলে বোল্ড উইল ইয়ং। 

প্রথম ধাক্কা খেল নিউজিল্যান্ড

দারুণ ক্যাচ অক্ষর প্যাটেলের। ১৭ রানে প্রথম উইকেট হারাল নিউজিল্যান্ড। দারুণ বোলিং হার্দিকের।  

২৫০ রানের লক্ষ্য পেল নিউজিল্যান্ড

পাঁচ উইকেট পেলেন ম্যাট হেনরি। ২৫০ রানের টার্গেট পেল নিউজিল্যান্ড।  

সাত উইকেট হারাল ভারত

দারুণ ক্যাচ উইলিয়ামসনের। সাত উইকেট হারাল ভারত। আউট জাদেজা। 

আবার ধাক্কা ভারতের

ভারতীয় দলের চতুর্থ ধাক্কা, ৪২ রান করে আউট অক্সার প্যাটেল, শ্রেয়স আইয়ার লড়ে যাচ্ছেন।

হাফ সেঞ্চুরি শ্রেয়সের

প্রাথমিক ধাক্কা সামলে হাফ সেঞ্চুরি শ্রেয়স আইয়ারের। ১৮৮ রান করে ফেলল ভারত।  

অবশেষে ১০০ পেরল ভারত

২৫ ওভারে ১০০ রান করে ফেলল ভারতীয় দল। পাল্টা আক্রমণের পথে শ্রেয়স ও অক্ষর। 

শেষ দুই ওভারে এল ২৪ রান

দারুণ ব্যাটিং শ্রেয়স আইয়ারের। ৩ উইকেট হারিয়ে ৭০ রান ভারতের। 

অবশেষে ৫০ পেরল ভারত

১৫ ওভার শেষে ৫০ রান করল ভারত। ৩ উইকেট হারিয়ে বিরাট চাপে টিম ইন্ডিয়া। উইকেটে শ্রেয়স ও অক্ষর।  

৩০ রানেই ৩ উইকেট হারাল ভারত

প্রথমে শুভমন গিল, তারপর রোহিত শর্মা। আর এবার আউট বিরাট কোহলিও। ৩০ রানেই ৩ উইকেট হারিয়ে বিরাট চাপে ভারতীয় দল। 

দুই উইকেট হারিয়ে ফেলল ভারত

Advertisement

গিলের পর আউট রোহিতও। ২২ রানে ২ উইকেট হারাল ভারত। কাইল জেমিসনের বলে উইল ইউং-এর হাতে ক্যাচ দিলেন রোহিত। 

প্রথম উইকেট হারাল ভারত

আউট হলেন শুভমন গিল। ম্যাট হেনরির বলে ২ রান করে লেগ বিফোর হলেন ভারতের ওপেনার। ১৫ রানে প্রথম উইকেট খোয়াল ভারত। 

টসে জিতল নিউজিল্যান্ড

টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিউজিল্যান্ডের। 

ভারতীয় দলে একটা বদল

হর্ষিত রানার জায়গায় ভারতীয় দলে এলেন বরুণ চক্রবর্তী।

ভারতের একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, রবীন্দ্র জাদেজা, বরুণ চক্রবর্তী, অশদীপ সিং, বরুণ চক্রবর্তী।

নিউজিল্যান্ড একাদশ: উইল ইয়ং, রচিন রবীন্দ্র, কেন উইলিয়ামসন, ড্যারিল মিচেল, টম ল্যাথাম (উইকেটরক্ষক), গ্রেন ফিলিপস, মাইকেল ব্রেসওয়েল, মিচেল স্যান্টনার (অধিনায়ক), ম্যাট হেনরি, কাইল জেমিসন, উইলিয়াম ও রুর্ক।


এর আগে, চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে ভারত এবং নিউজিল্যান্ডের মধ্যে মাত্র একটি ম্যাচ খেলা হয়েছিল। এতে কিউই দল জিতেছে। সব মিলিয়ে এখন পর্যন্ত দুই দলের মধ্যে ১১৮টি ওয়ানডে ম্যাচ খেলা হয়েছে। এই সময়ের মধ্যে, ভারতীয় দল ৬০টি ম্যাচে জয়লাভ করে, যেখানে ভারত ৫০টি ম্যাচে পরাজিত হয়। সাতটি ম্যাচের ফলাফল অমীমাংসিত ছিল, এবং একটি ম্যাচ টাই হয়েছিল।

ভারত-নিউজিল্যান্ড হেড টু হেড
মোট ওয়ানডে: ১১৮
ভারত জয়ী: ৬০
নিউজিল্যান্ড জয়ী: ৫০
কোন ফলাফল নেই: ৭
টাই: ১
এই ম্যাচটি বিরাটের জন্য খুবই স্পেশাল
এই ম্যাচটি টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলির জন্য খুবই বিশেষ। এটি কোহলির ক্যারিয়ারের ৩০০তম ওয়ানডে ম্যাচ। কিং কোহলি ভারতের হয়ে ৩০০টি ওয়ানডে ম্যাচ খেলা মাত্র সপ্তম ক্রিকেটার। মোহাম্মদ আজহার উদ্দিন, শচীন টেন্ডুলকার, এমএস ধোনি, রাহুল দ্রাবিড়, সৌরভ গাঙ্গুলি এবং যুবরাজ সিংও এই বিশেষ ক্লাবে অন্তর্ভুক্ত।
 

চ্যাম্পিয়ন্স ট্রফির বাকি ম্যাচ:
২ মার্চ নিউজিল্যান্ড বনাম ভারত, দুবাই
৪ মার্চ সেমিফাইনাল-১, ভারত বনাম অস্ট্রেলিয়া/দক্ষিণ আফ্রিকা, দুবাই
৫ মার্চ সেমিফাইনাল-২, নিউজিল্যান্ড বনাম অস্ট্রেলিয়া/দক্ষিণ আফ্রিকা, লাহোর
৯ মার্চ ফাইনাল, লাহোর (ভারত ফাইনালে পৌঁছালে দুবাইতে খেলা হবে)
১০ মার্চ রিজার্ভ ডে।

Read more!
Advertisement
Advertisement