Advertisement

Sara Tendulkar Shubman Gill: সারার ডেটিং পার্টনার কে? প্রশ্ন নেটিজেনদের, VIDEO VIRAL

বিশ্বকাপের সেমিফাইনালে মুখোমুখি ভারত ও নিউজিল্যান্ড। তবে সেই ম্যাচের আগে নাকি লুকিয়ে দেখা করেছেন শুভমন গিল ও সারা তেন্ডুলকর। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ হচ্ছে মুম্বইতে। সারাও থাকেন মুম্বইতে। ম্যাচের আগের রাতে সচিন কন্যাকে দেখা যায় বিধু বিনোদ চোপড়ার বাড়ির বাইরে। সক্কলেই জানেন, তিনি অভিনয় করতে চান। হয়তো কোনও কাজে গিয়েছিলেন সেখানে। তবে জোর জল্পনা রটেছে যে, সারা নাকি সেদিন দেখা করেছেন শুভমনের সঙ্গেও। একটি ভিডিয়োও এসেছে প্রকাশ্যে। তবে সেখানে শুভমনকে দেখা যাচ্ছে না।

সারা তেন্ডুলকরসারা তেন্ডুলকর
Aajtak Bangla
  • মুম্বই,
  • 15 Nov 2023,
  • अपडेटेड 4:54 PM IST

বিশ্বকাপের সেমিফাইনালে মুখোমুখি ভারত ও নিউজিল্যান্ড। তবে সেই ম্যাচের আগে নাকি লুকিয়ে দেখা করেছেন শুভমন গিল ও সারা তেন্ডুলকর। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ হচ্ছে মুম্বইতে। সারাও থাকেন মুম্বইতে। ম্যাচের আগের রাতে সচিন কন্যাকে দেখা যায় বিধু বিনোদ চোপড়ার বাড়ির বাইরে। সক্কলেই জানেন, তিনি অভিনয় করতে চান। হয়তো কোনও কাজে গিয়েছিলেন সেখানে। তবে জোর জল্পনা রটেছে যে, সারা নাকি সেদিন দেখা করেছেন শুভমনের সঙ্গেও। একটি ভিডিয়োও এসেছে প্রকাশ্যে। তবে সেখানে শুভমনকে দেখা যাচ্ছে না।

ভারতীয় ক্রিকেট ফ্যানরা দারুণ উপভোগ করেন সারা ও গিলের এই খবর। যদিও কেউই এই ব্যাপারে কিছু বলতে চাননি। সচিন তেন্ডুলকরের মেয়ের সঙ্গে টিম ইন্ডিয়ার ওপেনারের প্রেমের গুঞ্জন চলছে অনেকদিন ধরেই। এমনটা শোনা যায়–সচিন নাকি শুভমনকে ক্রিকেট নিয়ে অনেক টিপসও দিয়েছেন। একটা সময় সারার সঙ্গে শুভমনকে দেখা গিয়েছিল বহু জায়গায়। 

কিন্তু মাঝে এও শোনা গিয়েছিল, তাঁরা নাকি আর সম্পর্কে নেই। যদিও সারা বা গিল কেউই ডেটিং-এর ব্যাপারে কিছু জানাননি। সেই সময় গুজব রটেছিল, শুভমন নাকি প্রেম করছেন আর এক সারা, অর্থাৎ সইফ আলি খানের কন্যা সারা আলি খানের সঙ্গে। কিছুদিন আগেই এই ব্যাপারে‘কফি উইথ করণ’-এ এসে খোলসা করেছেন সারা আলি খান স্বয়ং। তিনি বলেছেন যে, যে সারাকে সকলে শুভমনের প্রেমিকা ভাবছেন, তিনি অন্য সারা। এর থেকেই বোঝা যায়, তিনি কার কথা বলতে চাইছেন।

বৃহস্পতিবার ওয়াংখেড়েতে খেলা দেখতে এসেছেন সারা। দারুণ ছন্দে থাকা শুভমন গিলও দারুণ ব্যাটিং করছেন। প্রথমে রোহিত শর্মার সঙ্গে দারুণ জুটি গড়ে দারুণ গতিতে ভারতের ইনিংস এগিয়ে নিয়ে যান। তবে ক্র্যাম্প ধরায় ৭৯ রান করে মাঠের বাইরে চলে যেতে হয়। তাঁর জায়গায় রোহিত শর্মা নামিয়ে দেন শ্রেয়াস আইয়ারকে। 

Advertisement
Read more!
Advertisement
Advertisement