Advertisement

IND vs SA Shubman Gill: হাসপাতাল থেকে ছাড়া পেলেন গিল, দ্বিতীয় টেস্টে খেলতে পারবেন?

শুভমন গিল কি পরের ম্যাচ খেলবেন? গুয়াহাটিতে ম্যাচ ২২ নভেম্বর থেকে। হাতে ৬ দিন সময়। এর মধ্যে হাসপাতাল থেকে ছাড়া পেয়ে ম্যাচ খেলতে পারবেন টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ইডেন টেস্টে হারের পর চাপে ভারতীয় দল। তিন দিনে ম্যাচ শেষ হয়ে যাওয়ার পর এ ব্যাপারে মুখ খুললেন কোচ গৌতম গম্ভীর।

গৌতম গম্ভীর ও শুভমন গিলগৌতম গম্ভীর ও শুভমন গিল
অনির্বাণ সিংহ রায়
  • কলকাতা,
  • 16 Nov 2025,
  • अपडेटेड 10:02 PM IST

শুভমন গিল কি পরের ম্যাচ খেলবেন? গুয়াহাটিতে ম্যাচ ২২ নভেম্বর থেকে। হাতে ৬ দিন সময়। এর মধ্যে হাসপাতাল থেকে ছাড়া পেয়ে ম্যাচ খেলতে পারবেন টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ইডেন টেস্টে হারের পর চাপে ভারতীয় দল। তিন দিনে ম্যাচ শেষ হয়ে যাওয়ার পর এ ব্যাপারে মুখ খুললেন কোচ গৌতম গম্ভীর।

শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি থাকা গিলকে নিয়ে আপডেট দিতে গিয়ে কোচ বলেন, 'ওকে (গিলকে) এখনও পর্যবেক্ষণ করা হচ্ছে। দেখা যাক, ফিজিওরা আজ সন্ধ্যায় সিদ্ধান্ত নেবেন এবং আমরা সেই অনুযায়ী সিদ্ধান্ত নেব।' হারমারের বলে দারুণ একটি বাউন্ডারি দিয়ে রানের খাতাও খুলেছিলেন, কিন্তু মাত্র ৩ বল খেলেই ঘাড়ের চোটের কারণে তাঁকে মাঠ ছাড়তে হয়। 

হাসপাতালে ভর্তি করতে হয় ভারতের ক্যাপ্টেনকে। পর্যবেক্ষণের জন্য রাখতে হয় ICU-তে। পরিস্থিতি এতটাই গুরুতর হয়ে পড়ে যে, ইডেন টেস্টে দ্বিতীয় ইনিংসে ব্যাটও করতে পারেনি শুবমান। দ্বিতীয় টেস্টেও তাঁর খেলা অনিশ্চিত। তৃতীয় দিনের আগে BCCI একটি আপডেট প্রকাশ করে জানায় যে, গিল কলকাতা টেস্টের বাকি অংশে আর অংশ নেবেন না।

 

প্রথম ইনিংসে গিল মাঠ ছেড়ে বেরিয়ে যাওয়ার পর ভারত ১০৯/৩ থেকে ১৮৯ অলআউট হয়ে যায়। দ্বিতীয় ইনিংসে জয়ের জন্য ভারতকে ১২৪ রান তাড়া করতে হয়েছিল। ভারতের ইনিংস ৯৩ রানে শেষ হয়ে যায়। এ দিকে কলকাতায় দক্ষিণ আফ্রিকার এই ৩০ রানের জয় নিঃসন্দেহে বিশেষ তাৎপর্যপূর্ণ, কারণ এটি ছিল ১৫ বছর পর ভারতে তাদের প্রথম টেস্ট জয়।

এই হারের পর, তিন থেকে চার নম্বরে নেমে গিয়েছে টিম ইন্ডিয়া। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে ঘটে গিয়েছে বড় বদল। দুই নম্বরে উঠে গিয়েছে দক্ষিণ আফ্রিকা। আটটি ম্যাচে চারটি জয় নিয়ে ভারতের পয়েন্ট শতাংশ ৫৪.১৭। দক্ষিণ আফ্রিকার পয়েন্ট ৬৬.৬৭ শতাংশ। কলকাতা টেস্টের আগে দক্ষিণ আফ্রিকা চতুর্থ স্থানে ছিল।

Advertisement
Read more!
Advertisement
Advertisement