
ক্রিকেট ইতিহাসে নতুন রেকর্ড। ইন্দোনেশিয়ার জোরে বোলার গেদে প্রিয়ন্দানা আন্তর্জাতিক ক্রিকেটে এমন কীর্তি গড়েছেন, যেটা এর আগে কোনও পুরুষ বা মহিলা ক্রিকেটারের ছিল না। প্রিয়ন্দানা টি২০ ম্যাচে এক ওভারেই ৫ উইকেট নিয়েছেন। আর এমন কীর্তি এই প্রথম।
১৬ ওভারটাই ছিল টার্নিং পয়েন্ট
মঙ্গলবার বালির উদয়ন ক্রিকেট গ্রাউন্ডে হচ্ছিল ম্যাচ। ১৫ ওভার শেষে কম্বোডিয়ার ১০৬ করেছিল কম্বোডিয়া। পড়ে গিয়েছিল ৫ উইকেট। এমন পরিস্থিতিতে প্রিয়ন্দানার হাতে বল দেন অধিনায়ক। তারপরই নতুন রেকর্ড তৈরি হয় আন্তর্জাতিক ক্রিকেটে।
প্রিয়ন্দানা প্রথম ৩ বলেই হ্যাটট্রিক করে ফেলেন। তাঁর ঝুলিতে চলে আসে ৩ উইকেট। যাঁরা এই প্রিয়ন্দানার বলে আউট হন, তাঁদের নাম হল-
তারপর একটি ডট বলে করেন প্রিয়ন্দানা। এরপর আবার দুই উইকেট পান। আর সেই উইকেটগুলি হল-
আর এই ২ উইকেটের মাধ্যমেই ক্রিকেটে নতুন ইতিহাস তৈরি হয়ে যায়। এই প্রথমবারের জন্য আন্তর্জাতিক ক্রিকেটে কোনও বোলার এক ওভারে ৫ উইকেট নিলেন। আর তাঁর এই দাপুটে স্পেলের জন্য ম্যাচটা হেরে যায় কম্বোডিয়া। তারা ৬০ রানে ম্যাচটি হারে।
ব্যাটিংও করেছেন
তবে শুধু বোলিং করে নয়, ব্যাট হাতেও দলের জন্য পারফর্ম করেছে এই দল। তিনি ৬ বল ১১ রান করেন। যদিও এই ম্যাচে ব্যাটিং ভাল করেছেন উইকেটকিপার ধর্ম কেসুমা। তিনি ৬৮ বলে করে ফেলেন ১১০ রান। তাঁর ইনিংসে ছিল ৮টি ৪ এবং ৬টি ৬।
আগেও ঘরোয়া ক্রিকেটে এই রেকর্ড হয়েছে
মাথায় রাখতে হবে আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম হলেও ভারতীয় ঘরোয়া ক্রিকেটে আগেও হয়েছে এমন রেকর্ড।
মাথায় রাখতে হবে আন্তর্জাতিক ক্রিকেটে ১৪ বার টি২০ তে এক ওভারে ৪ উইকেট পড়েছে। শ্রীলঙ্কার লাশিথ মালিঙ্গাই নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৪ উইকেট নিয়েছে এক ওভারে। তবে এক ওভারে ৫ উইকেট এই প্রথমবার ঘটল।
আর এই রেকর্ড নিয়েই ইতিমধ্যে শোরগোল পড়ে গিয়েছে চারিদিকে। বিশেষজ্ঞদের কথায়, এই রেকর্ডের মাধ্যমেই বোঝা যাচ্ছে যে বড় দেশগুলি ছাড়াও এখন ছোট ছোট দেশের ক্রিকেট চলছে। সেখানেও হচ্ছে নিত্যনতুন রেকর্ড।