Advertisement

IPL 2024 RCB vs SRH Live Score: IPL-এ ইতিহাস সৃষ্টি হায়দরাবাদের, ভাঙল সর্বকালের সর্বোচ্চ স্কোরের রেকর্ড

IPL 2024 RCB vs SRH Live Score: নয়া রেকর্ড গড়ল সানরাইজার্স হায়দরাবাদ। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (RCB) বিরুদ্ধে প্রথমে ব্যাটে নেমে ঐতিহাসিক স্কোর করল সানরাইজার্স। বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়াম সাক্ষী থাকল এক দুর্দান্ত রেকর্ডের।

ট্র্যাভিস হেডট্র্যাভিস হেড
Aajtak Bangla
  • কলকাতা,
  • 15 Apr 2024,
  • अपडेटेड 11:44 PM IST
  • নয়া রেকর্ড গড়ল সানরাইজার্স হায়দরাবাদ। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (RCB) বিরুদ্ধে প্রথমে ব্যাটে নেমে ঐতিহাসিক স্কোর করল সানরাইজার্স।
  • বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়াম সাক্ষী থাকল এক দুর্দান্ত রেকর্ডের।
  • এদিন টসে জিতে আরসিবি অধিনায়ক ফাফ ডু প্লেসিস প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন। জবাবে হায়দরাবাদ ২৮৮ রানের টার্গেট দেয়।

IPL 2024 RCB vs SRH Live Score: নয়া রেকর্ড গড়ল সানরাইজার্স হায়দরাবাদ। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (RCB) বিরুদ্ধে প্রথমে ব্যাটে নেমে ঐতিহাসিক স্কোর করল সানরাইজার্স। বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়াম সাক্ষী থাকল এক দুর্দান্ত রেকর্ডের। সোমবার সানরাইজার্স তাদের ঘরের মাঠে রয়‍্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে (আরসিবি) ২৫ রানে হারিয়েছে।
 
এদিন টসে জিতে আরসিবি অধিনায়ক ফাফ ডু প্লেসিস প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন। জবাবে হায়দরাবাদ ২৮৮ রানের টার্গেট দেয়। জবাবে বিরাট কোহলির আরসিবি ৭ উইকেট হারিয়ে ২৬২ রান করে। দলের হয়ে ৩৫ বলে ৮৩ রানের ইনিংস খেলেন দীনেশ কার্তিক। অধিনায়ক ডু প্লেসিস ২৮ বলে ৬২ এবং বিরাট কোহলি ২০ বলে ৪২ রান করেন। কিন্তু দলকে জেতাতে পারেননি কেউই। হায়দরাবাদের হয়ে প্যাট কামিন্স ৩ উইকেট নেন। মায়াঙ্ক মার্কন্ডে ২টি এবং টি নটরাজন ১টি উইকেট নেন।

নয়া রেকর্ড গড়ল সানরাইজার্স, ঐতিহাসিক স্কোর
ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে সানরাইজার্স ভালই শুরু করেছিল। ৩ উইকেটেই ২৮৭ রানের পাহাড় প্রমাণ স্কোর তোলে। আইপিএলের ইতিহাসে এটাই সবচেয়ে বড় স্কোর। এর আগে একই মরসুমে মুম্বই ইন্ডিয়ান্সের বিপক্ষে ২৭৭ রানের ঐতিহাসিক স্কোর করেছিল হায়দরাবাদ। এবার নিজেদেরই রেকর্ড ভাঙল তারা।

ম্যাচে ওপেনার ট্র্যাভিস হেড ৩৯ বলে সেঞ্চুরি করেন। আইপিএলের ইতিহাসে যদিও এটি দ্রুততম সেঞ্চুরি নয়। আইপিএলে এই রেকর্ডটি রয়েছে ওয়েস্ট ইন্ডিজের তারকা ক্রিকেটার ক্রিস গেইলের (৩০ বল) নামে।

আরও পড়ুন

৩৯ বলে সেঞ্চুরি করার সময় ট্রাভিস হেড ৪টি ওভার বাউন্ডারি এবং ৭টি বাউন্ডারি মারেন। তাঁর স্ট্রাইক রেট ছিল ২৫৫। ট্র্যাভিস হেড ম্যাচে ৪১ বলে মোট ১০২ রান করেন। তিনি ছাড়াও হেনরিক ক্লাসেন ৩১ বলে ৬৭ রান করেন। আরসিবির পক্ষে লোকি ফার্গুসন ২ উইকেট এবং রিস টপলে ১ উইকেট নেন।
 

Read more!
Advertisement
Advertisement