Advertisement

IPL 2025 Live Streaming: আর ফ্রিতে দেখা যাবে না IPL, কত টাকা দিতে হবে ক্রিকেট প্রেমীদের?

আইপিএল (IPL 2025) আর ফ্রিতে দেখা যাবে না। ৭০ হাজার কোটি টাকা দিয়ে হটস্টার জিও কিনে নেওয়ার পর থেকেই এ নিয়ে আশঙ্কা তৈরি হয়েছিল। চ্যাম্পিয়ন্স ট্রফিও (ICC Champions Trophy 2025) দেখতে হয়েছে সাবস্ত্রাইব করেই। আর এবার সেটাই সত্যি হতে হয়ে গেল। সোমবার, JioHotstar তরফে জানানো হয়েছে, বিনামূল্য তাদের অ্য়াপে IPL দেখা বন্ধ করতে চলেছে তারা। 

আইপিএল ২০২৫ টিকিটআইপিএল ২০২৫ টিকিট
Aajtak Bangla
  • কলকাতা,
  • 17 Mar 2025,
  • अपडेटेड 7:30 PM IST

আইপিএল (IPL 2025) আর ফ্রিতে দেখা যাবে না। ৭০ হাজার কোটি টাকা দিয়ে হটস্টার জিও কিনে নেওয়ার পর থেকেই এ নিয়ে আশঙ্কা তৈরি হয়েছিল। চ্যাম্পিয়ন্স ট্রফিও (ICC Champions Trophy 2025) দেখতে হয়েছে সাবস্ত্রাইব করেই। আর এবার সেটাই সত্যি হতে হয়ে গেল। সোমবার, JioHotstar তরফে জানানো হয়েছে, বিনামূল্য তাদের অ্য়াপে IPL দেখা বন্ধ করতে চলেছে তারা। 

কত টাকার সাবক্রিপশন নিতে হবে?
সংস্থার দাবি, এবার থেকে IPL দেখতে প্রতিটি গ্রাহককে কিনতে হবে ২৯৯ টাকার একটি সাবস্ক্রিপশন প্ল্যান। উল্লেখ্য, ডিজনি কিংবা জিও-র আওতাধীন হওয়ার আগে গ্রাহকদের বিনামূল্যেই IPL দেখাত হটস্টার। সেই সময়কালে মূলত গ্রাহকদের মধ্য়ে নিজেদের চাহিদা তৈরি করতেই এই কৌশল নিয়েছিল ‘স্টার ইন্ডিয়া’। পরবর্তীতে স্টার ইন্ডিয়ার থেকে হটস্টারকে ডিজনি কিনে নিলে, এই অ্যাপে শুরু হয় অন্যান্য কনটেন্টে সাবস্ক্রিপশন পদ্ধতি। তবে তখনও গ্রহণযোগ্যতার কথা মাথায় রেখে বিনামূল্যেই গ্রাহকদের IPL দেখিয়েছে ডিজনি প্লাস হটস্টার।

আগেরবার ফ্রিতে আইপিএল দেখেছেন ক্রিকেটপ্রেমীরা
জিও সিনেমায় দুই বছর আইপিএল ফ্রিতে দেখেছেন ক্রিকেটপ্রেমীরা। তবে এবার এর জন্য দাম চোকাতে হবে। ২০২৩ সালে তারা IPL স্ট্রিমিংয়ের উপর সাবস্ক্রিপশন চাপায় হটস্টার, এরপরেই কৌশলে ‘জিও সিনেমা’ বিনামূল্যে খেলা স্ট্রিমিং করতে শুরু করে। যার জেরে IPL ও অন্যান্য ম্যাচের সময় বিরাট ভাবে ধাক্কা খায় ডিজনি প্লাস হটস্টারের ব্য়বসা। আর সেই চাপকে হাতিয়ার করেই চলতি বছর হটস্টার কিনে নেয় অম্বানির সংস্থা। 

এবার ব্যবসায়িক কৌশলেই সেই হটস্টারকেই সাবস্ক্রিপশন ভিত্তিক করতে নেমে পড়েছে জিও। অন্যান্য কন্টেন্ট দেখার জন্য সাবস্ক্রিপশনে কিছুটা ছাড় দিলেও, দু’বছর পর এবার বিনামূল্যে খেলা দেখানোয় বাঁধ টানল তারা। জানা গিয়েছে, এবার থেকে IPL দেখতে গ্রাহকদের রিচার্জ ২৯৯ টাকার প্ল্যানের। ফলে বিরাট ধাক্কা ক্রিকেটপ্রেমীদের। আর ফ্রিতে দেখা যাবে না আইপিএল। তবে টিভিতে দেখা যাবে বিশ্বের সবচেয়ে ধনী এই ক্রিকেট লিগ।

Advertisement
Read more!
Advertisement
Advertisement