ফের চেন্নাই সুপার কিংসের ক্যাপ্টেন হচ্ছেন মহেন্দ্র সিং ধোনি। প্রথম আন ক্যাপড ক্রিকেটার হিসেবে এই দায়িত্ব পেলেন এমএস ধোনি। রুতুরাজ গায়কোয়াড চোট পেয়ে গোটা মরসুমের জন্য বাইরে চলে যাওয়ায় ফের দায়িত্ব নিতে হল ৪৩ বছরের ধোনিকে। এ নিয়ে বড় মন্তব্য করলেন সৌরভ গঙ্গোপাধ্যায়।
ধোনিকে নিয়ে কী বললেন সৌরভ?
ভারতের প্রাক্তন ক্যাপ্টেন মনে করেন, যতদিন চেন্নাইয়ের হয়ে খেলবেন ধোনি, ততদিন তাঁর ক্যাপ্টেন্সিই করা উচিত।' IPL-এর চলতি মরসুমে সবচেয়ে আলোচিত ক্রিকেটার হলেন মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)। আর আলোচনার মূল বিষয়ও হল, তাঁর অবসর। জাতীয় ক্রিকেট দল থেকে অনেক আগেই অবসর নিলেও ৪৩ বছরের ধোনি এখনও চেন্নাই সুপার কিংসের (Chennai Super kings) হয়ে আইপিএল (IPL 2025) খেলে যাচ্ছেন। এখনও তাঁকে নিয়ে চেন্নাই সমর্থকদের মধ্যে আবেগ যথেষ্ট। কিন্তু সিএসকে-র চলতি মরশুমে ফর্ম খুব খারাপ। সেই সঙ্গে ফিনিশার হিসাবেও বার বার ব্যর্থ হচ্ছেন ধোনি। শেষদিকে রান তাড়া করতে নেমে ২-৩টে ছক্কা হাঁকালেও আগের মতো ম্যাচ ফিনিশিং দক্ষতা দেখা যাচ্ছে না। যা নিয়ে চিন্তায় চেন্নাই সমর্থকরা। তবে এখনও তাঁকে নিয়ে আশাবাদী সৌরভ।
এখনও ছক্কা মারতে পারে
সৌরভ বলেন, ‘ধোনি এখনও ছক্কা মারতে পারে। ধোনির বয়স এখন ৪৩ বছর। তাই তাঁর কাছ থেকে ২০০৫ সালের পারফরম্যান্স আশা করতে পারেন না আপনারা। তবে IPL-টা ভাল বোঝে ধোনি। চেন্নাইয়ের ক্যাপ্টেন হওয়া উচিত ওঁরই।’ প্রসঙ্গত, ২০২৩ সালে চেন্নাই সুপার কিংসের ক্যাপ্টেন্সি ছাড়েন ধোনি। তাঁর জায়গায় ঋতুরাজ গায়কোয়াড়কে দলের অধিনায়ক বেছে নেওয়া হয়।
এবছর খুব একটা আহামরি পারফরম্যান্স নয় চেন্নাইয়ের পর পর ম্যাচ হেরে এখন লিগ টেবিলে ৯ নম্বরে রয়েছে তারা। ৫টা ম্যাচ খেলে জিতেছে মাত্র একটি। পর পর চারটি ম্যাচ হেরেছে। শেষ তিনটে ম্যাচে রান তাড়া করতে ব্যর্থ হয়েছে চেন্নাই। এবং ব্যর্থ হয়েছেন একদা বিশ্বসেরা ফিনিশার ধোনি। তাঁকে নিয়ে ধীরে ধীরে উদ্বেগ বাড়ছে চেন্নাই শিবিরেরও। কিন্তু সৌরভ মনে করেন, এখনও ক্রিকেট বাকি আছে ধোনির মধ্যে। তাই সৌরভের কথা কিছুটা হলেও আশা জাগাতে পারে চেন্নাই সমর্থকদের।