Advertisement

IPL 2026: বাংলাদেশে IPL সম্প্রচারে নিষেধাজ্ঞা জারি, অনির্দিষ্টকালের জন্য 'ব্যান'

মুস্তাফিজুর রহমানকে আইপিএল-এ খেলতে না দেওয়ার প্রতিবাদে আইপিএল দেখানো বন্ধের নির্দেশ বাংলাদেশ সরকারের। এর আগে একই কারণে ভারতে বিশ্বকাপ খেলতে আসতে অস্বীকার করেছে বাংলাদেশ।আর এবার নিজেদের দেশে IPL-এর মতো মেগা ইভেন্টের সম্প্রচার বন্ধ করে দেওয়ার নির্দেশ।

বাংলাদেশে দেখা যাবে না IPLবাংলাদেশে দেখা যাবে না IPL
Aajtak Bangla
  • কলকাতা,
  • 05 Jan 2026,
  • अपडेटेड 1:25 PM IST

মুস্তাফিজুর রহমানকে আইপিএল-এ খেলতে না দেওয়ার প্রতিবাদে আইপিএল দেখানো বন্ধের নির্দেশ বাংলাদেশ সরকারের। এর আগে একই কারণে ভারতে বিশ্বকাপ খেলতে আসতে অস্বীকার করেছে বাংলাদেশ।আর এবার নিজেদের দেশে IPL-এর মতো মেগা ইভেন্টের সম্প্রচার বন্ধ করে দেওয়ার নির্দেশ। 

বাংলাদেশে IPL সম্প্রচারের স্বত্ব রয়েছে টি-স্পোর্টসের হাতে। ২০২৭ সাল পর্যন্ত তাদেরই খেলা দেখানোর কথা। ২০২৩ সালে ভায়াকম ১৮- এর সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিল ওই সংস্থা। এখন ইউনূস প্রশাসন সেই স্বত্ব বাতিল করার নির্দেশ দিয়ে দিল। ফলে বাংলাদেশে বিশ্বের সবথেকে বড় ক্রিকেট প্রিমিয়ার লিগ সম্প্রচারিত হবে না।

তবে এই আশঙ্কা রবিবার থেকে জারি ছিল। গতকালই বাংলাদেশের সংবাদমাধ্যমের একাংশ জানিয়ে দিয়েছিল, IPL-এর সম্প্রচার বন্ধ করার জন্য কী কী করণীয় সেই সংক্রান্ত বৈঠক বসে গিয়েছে ঢাকার সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামে। IPL-এর সম্প্রচার বন্ধের জন্য কী কী আইনি প্রক্রিয়া রয়েছে তা নিয়েও আলোচনা করে অন্তর্বর্তী সরকার। উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানান, 'IPL থেকে বাংলাদেশের তারকা পেসার মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনায় সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হবে। বাংলাদেশ শক্ত অবস্থান নেবো'

কূটনৈতিক সম্পর্কে প্রভাব পড়বে না

পাশাপাশি এটাও জানিয়ে দেওয়া হয়েছে, এর ফলে যে ভারতের সঙ্গে বৈদেশিক ও কূটনৈতিক সম্পর্কে কোনও প্রভাব পড়বে না। রিজওয়ানা হাসান বলেন, 'এই ঘটনাকে কেন্দ্র করে ভারতের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্কের উপর কোনো নেতিবাচক প্রভাব পড়বে না। তবে বাংলাদেশের জোরে বোলারকে কেন বাদ দেওয়া হল, তা বিবেচনায় আনা জরুরি।'

ভারতে খেলতে আসতে রাজি নয় বাংলাদেশ
ইতিমধ্যেই আসন্ন টি২০ বিশ্বকাপ ভারতে এসে খেলতে চাইছে না বাংলাদেশ। শ্রীলঙ্কায় তাদের ম্যাচ দেওয়া হোক এমন দাবি তুলে আইসিসি-কে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ বোর্ড। তবে সেটা যে এখন আর সম্ভব নয়, সেটা জানিয়ে দিয়েছে বিসিসিআই-ও। ফলে এখন যা পরিস্থিতি তাতে ভারতে টি২০ বিশ্বকাপ খেলতে আসে কিনা বাংলাদেশ সেটাই দেখার। 

Read more!
Advertisement
Advertisement