Advertisement

IPL 2026 Mustafizur Rahman: BCCI মুস্তাফিজুরকে ফের IPL-এ ডেকেছে? BCB কর্তা যা সব বলছেন...

আইপিএল-এ ফের খেলার আমন্ত্রণ জানানো হয়েছে বাংলাদেশের তারকা মুস্তাফিজুর রহমানকে? বিভিন্ন মাধ্যমে এই খবর ছড়িয়ে পড়ার পর মুখ খুলল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল জানিয়ে দিলেন, এই দাবি ভিত্তিহীন।

মুস্তাফিজুর রহমানমুস্তাফিজুর রহমান
Aajtak Bangla
  • কলকাতা,
  • 09 Jan 2026,
  • अपडेटेड 12:26 PM IST

আইপিএল-এ ফের খেলার আমন্ত্রণ জানানো হয়েছে বাংলাদেশের তারকা মুস্তাফিজুর রহমানকে? বিভিন্ন মাধ্যমে এই খবর ছড়িয়ে পড়ার পর মুখ খুলল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল জানিয়ে দিলেন, এই দাবি ভিত্তিহীন। বিসিবি এ ব্যাপারে কোনও চিঠি পায়নি। বাংলাদেশে একের পর এক সংখ্যালঘু হিন্দুদের হত্যা করার প্রতিবাদে গর্জে উঠেছে এ দেশের সাধারণ মানুষ। সে কারণে তাঁকে বাদ দেওয়ার নির্দেশ দেয় বিসিসিআই।

বাংলাদেশের বিভিন্ন সংবাদসংস্থা দাবি করে, চিঠি দিয়ে ভারতের বোর্ড বাংলাদেশের কাছে মুস্তাফিজুরকে আইপিএল-এ ফিরিয়ে আনার ব্যাপারে চিঠি দিয়েছে। তবে সেই দাবি পুরোপুরি মিথ্যে বলে উড়িয়ে দিল বিসিবি। বুলবুল বলেছেন, 'মুস্তাফিজের (আইপিএলে ফেরা) বিষয়ে বিসিসিআইয়ের সঙ্গে আমার কোনো লিখিত বা মৌখিক আলোচনা হয়নি। আমি আমার বোর্ডের কারও সঙ্গেও এ বিষয়ে কথা বলিনি। এই খবরের কোনো সত্যতা নেই।'

মুস্তাফিজুরকে আইপিএল খেলতে না দেওয়ার সিদ্ধান্তের পর বিসিবি নিরাপত্তা উদ্বেগের কথা উল্লেখ করে আইসিসিকে জানায় যে, তারা ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের মাটিতে তাদের ম্যাচগুলো খেলবে না এবং এর পরিবর্তে সহ-আয়োজক শ্রীলঙ্কায় সেই ম্যাচগুলো খেলার ইচ্ছা প্রকাশ করে। এবারের টি২০ বিশ্বকাপ ৭ ফেব্রুয়ারি শুরু হওয়ার কথা রয়েছে এবং বাংলাদেশ চারটি ম্যাচ খেলবে—তিনটি কলকাতায় ও একটি মুম্বইতে। এখন পর্যন্ত আইসিসি এমন কোনো ইঙ্গিত দেয়নি যে তারা বাংলাদেশের ম্যাচগুলো কলকাতা ও মুম্বই থেকে কলম্বোতে স্থানান্তর করবে।

বিসিসিআই-ও এ আবেদনে কোনও সাড়া দেয়নি। তারা উল্টে জানিয়ে দিয়েছে, এত কম সময়ের মধ্যে এ ব্যবস্থা করা সম্ভব নয়। তাই বাংলাদেশকে ভারতে এসেই খেলতে হবে। এরপর ৮ জানুয়ারি বাংলাদেশ বোর্ড ফের আইসিসি-কে চিঠি পাঠায়, ব্যাপারটা বিবেচনা করার জন্য। সেই চিঠিতে ফের ভারতে নিরাপত্তা সংক্রান্ত নানা বিষয়ে নিজেদের অসন্তোষ তুলে ধরেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তবে সেই আবেদনে আইসিসি সাড়া দেয় কিনা সেটাই এখন দেখার। 

Advertisement
Read more!
Advertisement
Advertisement