Advertisement

IPL Auction 2026: মুম্বই ইন্ডিয়ান্সে ট্রায়াল দিয়েও মেলেনি সুযোগ, এবার IPL-এর নিলামে 'ভারতীয়' নিখিল

অস্ট্রেলিয়ার টি২০ লিগ বিগ ব্যাশ কাঁপাচ্ছেন। আর এবার আইপিএল-এর নিলামে নিখিল চৌধরি। এর আগে মুম্বই ইন্ডিয়ান্সে ট্রায়াল দিলেও সুযোগ হয়নি। ছটবেলায় দিল্লির হয়ে খেলেছেন নিখিল। বিবিএলে অভিষেক ম্যাচেই চাপের মুখে ৩১ বলে ৪০ রানের ইনিংস খেলে নজরে আসেন তিনি। এর পরে মেলবোর্ন স্টার্সের বিরুদ্ধে একটি ম্যাচে হ্যারিস রউফকে অবলীলায় ছক্কা মেরে ১৬ বলে ৩২ রান করেন। উইকেটও নিয়েছেন।

Aajtak Bangla
  • দিল্লি ,
  • 09 Dec 2025,
  • अपडेटेड 7:35 PM IST

অস্ট্রেলিয়ার টি২০ লিগ বিগ ব্যাশ কাঁপাচ্ছেন। আর এবার আইপিএল-এর নিলামে নিখিল চৌধরি। এর আগে মুম্বই ইন্ডিয়ান্সে ট্রায়াল দিলেও সুযোগ হয়নি। ছটবেলায় দিল্লির হয়ে খেলেছেন নিখিল। বিবিএলে অভিষেক ম্যাচেই চাপের মুখে ৩১ বলে ৪০ রানের ইনিংস খেলে নজরে আসেন তিনি। এর পরে মেলবোর্ন স্টার্সের বিরুদ্ধে একটি ম্যাচে হ্যারিস রউফকে অবলীলায় ছক্কা মেরে ১৬ বলে ৩২ রান করেন। উইকেটও নিয়েছেন। 

সকলেরই তাই জিজ্ঞাসা, কে এই নিখিল? দিল্লির ছেলে হয়েও ছোটবেলায় পরিবারের সঙ্গে পঞ্জাবে চলে যান নিখিল। ক্রিকেটার হওয়ার স্বপ্ন দেখতেন বরাবরই। ছোট থেকে জোরে বোলার হওয়ার স্বপ্ন দেখতেন। চাইতেন ব্রেট লি-র মতো বল করতে। স্কুলে নিখুঁত ভাবে লি-র মতো বল করতেন। কিন্তু কোনও দিনই বোলিংয়ে সেই ধার ছিল না। গতিও কম ছিল। তাই জোরে বোলার হওয়ার স্বপ্ন অঙ্কুরেই বিনষ্ট হয়। তার পরেই অফ স্পিন বল শুরু করেন তিনি।

২৯ বছর বয়সী এই খেলোয়াড় আনক্যাপড অলরাউন্ডার ৪০ লক্ষ টাকা বেস প্রাইস। তার রাজ্য সমিতি পঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশন হিসেবে রেকর্ড করা হয়েছে, যা একজন ভারতীয় খেলোয়াড় হিসেবে তার যোগ্যতার জানান দিচ্ছে। ২০১৭ সালে পঞ্জাবের হয়ে লিস্ট এ এবং টি-টোয়েন্টিতে অভিষেক করেন এবং বিদেশে পাড়ি জমান, এবং যেহেতু তিনি আন্তর্জাতিকভাবে অন্য কোনও দেশের প্রতিনিধিত্ব করেননি, তাই তিনি আইপিএল নিয়ম অনুসারে ভারতীয় খেলোয়াড় হিসেবে যোগ্যতা অর্জন করে চলেছেন।

দিল্লিতে জন্মগ্রহণকারী চৌধুরী এখন তার অপ্রচলিত ক্যারিয়ারের আরেকটি গুরুত্বপূর্ণ মাইলফলকের দ্বারপ্রান্তে, অস্ট্রেলিয়ার প্রিমিয়ার রেড-বল প্রতিযোগিতা, শেফিল্ড শিল্ডে তার সম্ভাব্য অভিষেক। নির্বাচিত হলে, এটি হবে তার প্রথম প্রথম শ্রেণীর উপস্থিতি, ভারতে লিস্ট এ ক্রিকেট খেলেছেন কিন্তু কখনও রঞ্জি ট্রফিতে অংশ নেননি।

তিনি ইতিমধ্যেই ঘরোয়া প্রতিযোগিতায় তাসমানিয়ার প্রতিনিধিত্ব করেছেন এবং বিগ ব্যাশ লীগে হোবার্ট হারিকেনসের হয়ে ২০টি ম্যাচ খেলেছেন, ৩৮৬ রান করেছেন এবং নয়টি উইকেট নিয়েছেন। এই মরসুমের শুরুতে, নিউ সাউথ ওয়েলসের বিপক্ষে ওয়ানডে কাপের উদ্বোধনী ম্যাচে তাসমানিয়ার হয়ে লিস্ট এ ক্রিকেটে অভিষেক ঘটে তার। তিনি ৩৯ রানে ২ উইকেট নেওয়ার আগে ভিক্টোরিয়ার বিপক্ষে তার দ্বিতীয় ম্যাচে ৪৯ বলে ৬৭ রান করেন।

Advertisement
Read more!
Advertisement
Advertisement