
আজ ফয়সলার ম্যাচ। তিন ম্যাচের ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ওডিআই সিরিজের অন্তিম ম্যাচ। এই ম্যাচে যে জিতবে, তার হাতেই উঠবে ট্রফি। আর এই ম্যাচে ভারতীয় দলে কারা জায়গা পান, সেই দিকে নজর রয়েছে ফ্যানেদের।
প্রসঙ্গত, এই ম্যাচটি খেলা হবে ডাঃ ওয়াইএস রাজশেখর রেড্ডি এসিএ-ভিডিসিএ ক্রিকেট স্টেডিয়াম বিশাখাপত্তনমে। খেলাটি শুরু হবে দুপুর দেড়টায়।
মুশকিল হল, রাঁচিতে ১৭ রানে ভারতীয় দল জেতার পর রায়পুরে হয় ছন্দপতন। সেই ম্যাচে ৪ উইকেটে হেরে যায় ভারত। তার ফলেই বিশাখাপত্তনমের ম্যাচের দিকে আলাদা করে নজর রয়েছে সকলের। কারণ, এই ম্যাচ যে জিতবে, তার হাতেই উঠবে সিরিজ ট্রফি।
ফ্যানেরা এই ম্যাচে দুই দলেরই প্লেয়িং ১১-এর দিকে তাকিয়ে রয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, গত ম্যাচ হারার পরও ভারতীয় দলে পরিবর্তনের আশা খুবই কম। যার সহজ অর্থ দাঁড়ায়, এই ম্যাচেও দেখতে না পাওয়া যেতে পারে নীতীশ কুমার রেড্ডি, ঋষভ পন্ত, ধ্রুব জুরেল এবং তিলক ভার্মাদের। আর এই ম্যাচেও আলাদা করে নজর থাকবেন বিরাট কোহলি। পাশাপাশি রোহিত শর্মা, যশস্বী জয়সওয়ালের দিকেও থাকবে নজর।
মাথায় রাখতে হবে, ৪ নম্বরে ব্যাট করতে নেমে রায়পুরে দারুণ ব্যাটিং করেছেন রুতুরাজ গায়কোয়াড়। তিনি সেঞ্চুরি হাঁকিয়েছেন। যার জন্য তাঁর থেকেও আজ আশা থাকবে সকলের।
যদিও ভারতীয় দলের বোলিং নিয়ে এখনও কথা বলার অবকাশ রয়েছে। আগের ম্যাচে ৮৫ রান দিয়েছেন প্রসিদ্ধ কৃষ্ণ। এমনকী ডেথ ওভারে কেউই ভালোভাবে বল করতে পারেননি। আর সেটাই হারের অন্যতম কারণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
কী হতে পারে ভারতীয় একাদশ?
যশস্বী জয়সওয়াল, রোহিত শর্মা, বিরাট কোহলি, রুতুরাজ গায়কোয়াড়, কে এল রাহুল (অধিনায়ক এবং উইকেট কিপার), ওয়াশিংটন সুন্দর, রবীন্দ্র জাদেজা, হর্ষিত রানা, কুলদীপ যাদব, অর্শদীপ সিং এবং প্রসিদ্ধ কৃষ্ণা।
দক্ষিণ আফ্রিকার টিম কী হবে?
কুইন্টন ডি কক (উইকেট কিপার), টেম্বা বেভুমা (অধিনায়ক), ম্যাথু ব্রিতজকে, রায়ান রিকেলটন, ডিওয়াল্ড ব্রিউইশ, ম্যাক্রো জানসেন, করবিন বশ, কেশব মহারাজ, লুন্গি এনগিডি, ওট্টনেই বার্টম্যান।
টিকিট শেষ হয়েছেন এক মিনিটে
স্টেডিয়াম সূত্রে খবর, প্রথমে টিকিট কেনার তেমন একটা আগ্রহ ছিল না মানুষের মধ্যে। তবে বিরাট কোহলি রাঁচিতে সেঞ্চুরি করার পরই নিমেষে শেষ হয়ে গিয়েছে টিকিট। তাই এ দিন মাঠ পুরো ভরা থাকবে বলেই আশা করা যায়।