Advertisement

World Champion India: চ্যাম্পিয়ন হতেই হুহু করে বাড়ল ফলোয়ার, এই ক্রিকেটার ছাপিয়ে গেলেন সবাইকে

World Champion India: টুর্নামেন্ট শুরু হয়েছিল ৩০ সেপ্টেম্বর, কিন্তু দেশের আগ্রহ চরমে পৌঁছেছিল ৩০ অক্টোবর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেমিফাইনাল জয়ের পর। এরপর ২ নভেম্বর ভারতের প্রথম বিশ্বকাপ ট্রফি জয়েই যেন উচ্ছ্বাসে ফেটে পড়ে গোটা দেশ।

চ্যাম্পিয়ন হতেই হুহু করে বাড়ল ফলোয়ার, এই ক্রিকেটার ছাপিয়ে গেলেন সবাইকেচ্যাম্পিয়ন হতেই হুহু করে বাড়ল ফলোয়ার, এই ক্রিকেটার ছাপিয়ে গেলেন সবাইকে
Aajtak Bangla
  • মুম্বই,
  • 04 Nov 2025,
  • अपडेटेड 12:45 AM IST

World Champion India: ভারতীয় মহিলা ক্রিকেট দলের ঐতিহাসিক বিশ্বকাপ জয়ের পর সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছেন ব্যাটার জেমিমাহ রডরিগেজ। মাত্র কয়েক দিনের মধ্যেই তাঁর ইনস্টাগ্রাম ফলোয়ার বেড়েছে প্রায় ১৩ লক্ষ, গুগল ট্রেন্ডসের শীর্ষে উঠে এসেছেন তিনি।

ভারতের বিশ্বকাপ জয়ের পর থেকেই মহিলা ক্রিকেটারদের সোশ্যাল মিডিয়া জনপ্রিয়তা ব্যাপকভাবে বেড়েছে। তবে সবচেয়ে বেশি লাভবান হয়েছেন জেমিমাহ। তিনি এক লাফে পৌঁছে গিয়েছেন দলের সবচেয়ে ‘সার্চড’ ক্রিকেটারের আসনে।

তাঁর পরে রয়েছেন স্মৃতি মন্ধনা (নতুন ৫ লক্ষ ফলোয়ার) ও অধিনায়িকা হরমনপ্রীত কৌর (২ লক্ষ ফলোয়ার)।
ইন্ডিয়া টুডের ওএসআইএনটি টিমের বিশ্লেষণ বলছে, অনলাইনে জনপ্রিয়তার নিরিখে বর্তমানে ভারতীয় মহিলা ক্রিকেট দলের শীর্ষ পাঁচ ক্রিকেটার হলেন, জেমিমাহ রডরিগেজ, স্মৃতি মন্ধনা, হরমনপ্রীত কৌর, শেফালি বর্মা ও রাধা যাদব।

আরও পড়ুন

টুর্নামেন্ট শুরু হয়েছিল ৩০ সেপ্টেম্বর, কিন্তু দেশের আগ্রহ চরমে পৌঁছেছিল ৩০ অক্টোবর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেমিফাইনাল জয়ের পর। এরপর ২ নভেম্বর ভারতের প্রথম বিশ্বকাপ ট্রফি জয়েই যেন উচ্ছ্বাসে ফেটে পড়ে গোটা দেশ।

তবে এখনও পর্যন্ত সর্বাধিক ফলোয়ার রয়েছেন স্মৃতি মন্ধনার। তাঁর ফলোয়ার প্রায় ১.৩ কোটি। তাঁর পরেই জেমিমাহ (২.৯ মিলিয়ন), হরমনপ্রীত (২.৫ মিলিয়ন), শেফালি (৬.৮৭ লক্ষ) ও দীপ্তি শর্মা (৫.৬১ লক্ষ)।

জেমিমাহর জনপ্রিয়তা বাড়ার অন্যতম কারণ তাঁর সংগ্রামী জীবনকাহিনি। এক ভাইরাল ভিডিওতে তিনি মানসিক উদ্বেগের সঙ্গে লড়াই ও আত্মবিশ্বাস ফিরে পাওয়ার গল্প বলেছিলেন, যা তরুণ প্রজন্মকে গভীরভাবে প্রভাবিত করে।

তাঁর নামে অসংখ্য ফ্যানপেজ তৈরি হয়েছে। আজ তিনি শুধু ক্রিকেটার নন, বরং যুবসমাজের কাছে মানসিক শক্তি ও আত্মবিশ্বাসের প্রতীক।

তবে বিতর্কও পিছু ছাড়েনি। গত বছর তাঁর খ্রিস্টান ধর্মবিশ্বাসকে নিয়ে ট্রোলিং হয়েছিল, এমনকি মুম্বইয়ের এক ক্লাব তাঁর বাবার বিরুদ্ধে অপ্রমাণিত অভিযোগের জেরে সদস্যপদ বাতিল করেছিল।

বিসিসিআই-এর টুইটার ডেটা বলছে, পোস্টের সংখ্যায় এগিয়ে রয়েছেন অধিনায়িকা হরমনপ্রীত কৌর— ৭০ হাজারেরও বেশি টুইট। তাঁর পরেই রয়েছেন দীপ্তি শর্মা (৬০ হাজার)।

Advertisement

এদিকে শেফালি বর্মা-ও ফাইনালে নজর কেড়েছেন ৭৮ বলে দুর্দান্ত ৮৭ রানের ইনিংস খেলে। আহত এক ক্রিকেটারের বদলি হিসেবে নামলেও তিনিই দলের অন্যতম নায়িকা।

ভারতের প্রথম মহিলা বিশ্বকাপ জয়ের পর শুধু মাঠেই নয়, সোশ্যাল মিডিয়ার মঞ্চেও ইতিহাস গড়েছেন জেমিমাহ রডরিগেজ। এক নিমেষে ক্রিকেট ও খ্যাতির আকাশে তাঁর উত্থান এখন প্রেরণার গল্প।

 

Read more!
Advertisement
Advertisement