Advertisement

KKR vs LSG IPL 2025: রাম নবমীতে কলকাতার ম্যাচ নিয়ে চূড়ান্ত ধন্দ, সৌরভের কথায় নয়া ইঙ্গিত?

রামনবমীর (Ram Navami) দিন কলকাতাতেই অনুষ্ঠিত হচ্ছে কলকাতা নাইট রাইডার্স বনাম লখনউ সুপার জায়েন্টস (Kolkata Knight Riders vs Lucknow Super Giant) ম্যাচ এমনটাই সংবাদ সংস্থা পিটিআই সূত্রের খবর। পুলিশি নিরাপত্তা নিয়ে নিশ্চয়তা না পাওয়ায় কলকাতা থেকে গুয়াহাটি সরে যেতে পারে কলকাতা-লখনউ (KKR vs LSG) ম্যাচ। এমনটা শোনা যাচ্ছিল। তবে সেই জল্পনা সত্যি নয় বলে আগেই জানিয়েছিল কলকাতা পুলিশ। আর এবার সৌরভ গঙ্গোপাধ্যায়ের কথায় স্পষ্ট হল, কলকাতায় ম্যাচটা করাতে মরিয়া সিএবি।

সৌরভ গঙ্গোপাধ্যায়সৌরভ গঙ্গোপাধ্যায়
Aajtak Bangla
  • কলকাতা,
  • 23 Mar 2025,
  • अपडेटेड 1:03 PM IST

রামনবমীর (Ram Navami) দিন কলকাতাতেই অনুষ্ঠিত হচ্ছে কলকাতা নাইট রাইডার্স বনাম লখনউ সুপার জায়েন্টস (Kolkata Knight Riders vs Lucknow Super Giant) ম্যাচ এমনটাই সংবাদ সংস্থা পিটিআই সূত্রের খবর। পুলিশি নিরাপত্তা নিয়ে নিশ্চয়তা না পাওয়ায় কলকাতা থেকে গুয়াহাটি সরে যেতে পারে কলকাতা-লখনউ (KKR vs LSG) ম্যাচ। এমনটা শোনা যাচ্ছিল। তবে সেই জল্পনা সত্যি নয় বলে আগেই জানিয়েছিল কলকাতা পুলিশ। আর এবার সৌরভ গঙ্গোপাধ্যায়ের কথায় স্পষ্ট হল, কলকাতায় ম্যাচটা করাতে মরিয়া সিএবি।

কী বললেন সৌরভ?
সৌরভ শুক্রবার এক অনুষ্ঠানে এসে এ ব্যাপারে মন্তব্য করেন। তিনি জানান, 'শুধু অপেক্ষা করো এবং দেখো এরপর কী হয়। তুমি কি গতকাল কলকাতা পুলিশের পোস্ট দেখেছো? আমার মনে হয় না ম্যাচটি স্থানান্তরিত হবে। আর আইপিএলে, আমি দিল্লি ক্যাপিটালসকে সমর্থন করছি।' বিসিসিআই অ্যাপেক্স কমিটির সভার পর এক কর্তা বলেন, 'কলকাতা পুলিশ সকলের নিরাপত্তা নিশ্চিত করার জন্য ম্যাচের জন্য তাদের মোতায়েনের কৌশল নিয়ে কাজ করছে।' যদিও কলকাতা পুলিশের পক্ষ থেকে এ ব্যাপারে কোনও নিশ্চয়তা পাওয়া যায়নি।

কী হতে পারে?
এই মুহূর্তে দু'টি সম্ভাবনার কথা উঠে আসছে। হয় ম্যাচের সূচি পরিবর্তন কিংবা  ভেন্যু পরিবর্তন। কলকাতা পুলিশ সবুজ সংকেত দিলেই নির্ধারিত তারিখেই ইডেনে কলকাতা-লখনউ ম্যাচ অনুষ্ঠিত হবে। অন্যদিকে সূচি পরিবর্তন সম্ভব না হলে সেক্ষেত্রে ম্যাচ সরতে পারে কলকাতা থেকে। বলা যেতে পারে রামনবমীতে ইডেনে ম্যাচ নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। কলকাতা-আরসিবি ম্যাচের আগে সৌরভ গঙ্গোপাধ্যায় কেকেআর-এলএসজি ম্যাচের প্রসঙ্গে চার শব্দে উত্তর দিয়েছেন। তিনি বলেন, 'দ্যাখো না কী হয়'...

গতবছরও এমন হয়েছিল
গতবছরও কিন্তু রাম নবমীর দিন আইপিএলের ম্যাচ পড়েছিল কলকাতায়। নিরাপত্তা জনিত কারণেই সেই ম্যাচের দিন পরিবর্তন হয়েছিল। এবার সেই সম্ভাবনা যে নেই তা আগেই জানিয়ে দিয়েছে বোর্ড। সেই কারণেই এই ম্যাচ নিয়ে উদ্বেগ ছড়িয়ে পড়েছে।

Read more!
Advertisement
Advertisement