Advertisement

Ravi Shastri On Narendra Modi: পাকিস্তানকে যোগ্য জবাব, মোদীকে নিয়ে বড় কথা বলে দিলেন রবি শাস্ত্রী

ভারতের সেনাবাহিনীর সাফল্যে দারুণ উচ্ছ্বসিত ভারতীয় দলের প্রাক্তন কোচ রবী শাস্ত্রী। শুধু তাই নয়, পাকিস্তানের হামলা রুখে তাদের ঘরে ঢুকে সন্ত্রাসবাদের আঁতুড়ঘর শেষ করার নিখুঁত পরিকল্পনা করায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সর্বকালের সেরা বলতেও দ্বিধাবোধ করেননি বিশ্বকাপ জেতা এই তারকা। রবি শাস্ত্রী প্রধানমন্ত্রী মোদিকে ভারতীয় সশস্ত্র সেনাবাহিনীর অধিনায়ক বলেও উল্লেখ করেছেন। 

Aajtak Bangla
  • কলকাতা,
  • 10 May 2025,
  • अपडेटेड 9:39 AM IST

ভারতের সেনাবাহিনীর সাফল্যে দারুণ উচ্ছ্বসিত ভারতীয় দলের প্রাক্তন কোচ রবী শাস্ত্রী। শুধু তাই নয়, পাকিস্তানের হামলা রুখে তাদের ঘরে ঢুকে সন্ত্রাসবাদের আঁতুড়ঘর শেষ করার নিখুঁত পরিকল্পনা করায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সর্বকালের সেরা বলতেও দ্বিধাবোধ করেননি বিশ্বকাপ জেতা এই তারকা। রবি শাস্ত্রী প্রধানমন্ত্রী মোদিকে ভারতীয় সশস্ত্র সেনাবাহিনীর অধিনায়ক বলেও উল্লেখ করেছেন। 

এর সঙ্গে তিনি প্রধানমন্ত্রী মোদীকে G.O.A.T. বা সর্বকালের সেরা বলেও অভিহিত করেছেন। অর্থাৎ রবি শাস্ত্রীর মতে প্রধানমন্ত্রী মোদী সকলের মধ্যে সর্বশ্রেষ্ঠ। প্রাক্তন ক্রিকেটার রবি শাস্ত্রী তাঁর এক্স অ্যাকাউন্টে লিখেছেন, 'আমি আমার খেলোয়াড়ি জীবনে অনেক ঐক্যবদ্ধ দল দেখেছি, কিন্তু এই প্রথমবার দেখলাম ১.৫ বিলিয়ন (দেড়শো কোটি) মানুষকে একসঙ্গে দাঁড়িয়ে লড়াই করতে দেখছি।' রবি শাস্ত্রী আরও লিখেছেন যে, আমাদের শক্তিশালী ভারত একসঙ্গে রয়েছে। মাঠে আছে, যাঁর নেতৃত্ব আমাদের ভারতীয় সেনাবাহিনি দিচ্ছে এবং এই সেনাবাহিনির অধিনায়ক হলেন প্রধানমন্ত্রী মোদি। এর সঙ্গে রবি শাস্ত্রী ত্রিবর্ণ পতাকার ছবি এবং সঙ্গে 'জয় হিন্দ' লিখেছেন।

পহেলগাঁওতে পাক মদতপুষ্ট আততায়ীদের বর্বরচিত হামলার পাল্টা দিতে অপারেশন সিঁদুর চালু করেছে ভারত। আর তাতেই দিশেহারা অবস্থা পাকিস্তানের। একাধিক শহরের এয়ার ডিফেন্স সিস্টেম একেবারে তছনছ হয়ে গিয়েছে। গুঁড়িয়ে দেওয়া হয়েছে জঙ্গিঘাঁটি। ভারতের জবাবের মুখে পাকিস্তানের ঢাল অসামরিক বিমান। ভারতের আকাশসীমার কাছ দিয়ে উড়ল পিআইএ, ব্লু এয়ারের যাত্রীবাহী বিমান। নিয়ন্ত্রণ রেখায় পাকিস্তানের লাগাতার হানা, জবাব ভারতের। দিল্লিতে ৩ বাহিনীর প্রধান, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, সিডিএসের সঙ্গে ফের জরুরি বৈঠক করেছেন প্রধানমন্ত্রী।

গত ২৪ ঘণ্টায় অন্তত ২০০ বার ভারতে ঢোকার চেষ্টা পাক যুদ্ধবিমানের। ব্য়র্থ করল ভারতের এয়ার ডিফেন্স। শূন্য়েই ধ্বংস শত্রুর একের পর এক মিসাইল। মিসাইলের সঙ্গে তুরস্কের ড্রোন। ভারতে অনুপ্রবেশের লাগাতার পাক চেষ্টা ব্যর্থ। টার্গেট ছিল সেনা ক্যাম্প থেকে মন্দির-চার্চ-গুরুদ্বারা। পাল্টা কড়া জবাব ভারতের। ভারতের সেনা ঘাঁটিতে হামলার চেষ্টা। ৩০০ থেকে ৪০০ ড্রোন দিয়ে হানা। পাকিস্তানের মরিয়া চেষ্টাই ব্যর্থ। ৩৬টি জায়গায় আকাশসীমা লঙ্ঘনের চেষ্টা। যদিও সব হামলাই ব্যর্থ করে দিয়েছে ভারত। 

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement