Advertisement

IPL 2025 KKR vs RCB Match Ticket: ইডেনে KKR vs RCB, এখনও দু'টি ব্লকের টিকিট রয়েছে, কীভাবে বুকিং-দাম সহ বিস্তারিত

KKR vs RCB Match Ticket: ক্রিকেটের স্বর্গ ইডেন গার্ডেন্সে প্রথম ম্যাচ কলকাতা নাইট রাইডার্স (KKR) বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB)। বেশির ভাগ টিকিটই বিক্রি হয়ে গিয়েছে। ইডেনে দুটি ব্লকের টিকিট এখনও রয়েছে। 

KKR vs RCB ম্যাচের টিকিট বুকিংKKR vs RCB ম্যাচের টিকিট বুকিং
Aajtak Bangla
  • কলকাতা,
  • 21 Mar 2025,
  • अपडेटेड 9:19 AM IST
  • KKR বনাম RCB ম্যাচের টিকিট কীভাবে অনলাইনে কাটবেন?
  • অনলাইনে টিকিট বুক করার স্টেপ
  • কেকেআর বনাম আরসিবি ২০২৫: টিকিটের মূল্য

RCB vs KKR IPL Ticket Booking 2025: শুরু হচ্ছে ক্রিকেট বিশ্বের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট Indian Premier League 2025 বা IPL 2025। ক্রিকেটের স্বর্গ ইডেন গার্ডেন্সে প্রথম ম্যাচ কলকাতা নাইট রাইডার্স (KKR) বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB)। বেশির ভাগ টিকিটই বিক্রি হয়ে গিয়েছে। ইডেনে দুটি ব্লকের টিকিট এখনও রয়েছে। 

KKR বনাম RCB ম্যাচের টিকিট কীভাবে অনলাইনে কাটবেন?

বেশির ভাগ টিকিটই বিক্রি হয়ে গিয়েছে। তবে দুটি ব্লকের একাধিক টিকিট এখনও রয়েছে। অনলাইনে টিকিট বুক করতে হলে যেতে হবে BookMyShow অ্যাপে। আইপিএল-এর সব টিকিট BookMyShow-তেই মিলবে। 

অনলাইনে টিকিট বুক করার স্টেপ:

আইপিএল-এর অফিসিয়াল টিকিটিং ওয়েবসাইট বা প্রিয় দলের ওয়েবসাইটে যান।

আপনার অ্যাকাউন্ট তৈরি করুন বা লগ ইন করুন।

যে ম্যাচটি দেখতে চান, সেটি নির্বাচন করুন।

আপনার পছন্দের আসন ক্যাটেগরি নির্বাচন করুন ও টিকিটের প্রাপ্যতা পরীক্ষা করুন।

পেমেন্ট সম্পন্ন করুন এবং নিশ্চিতকরণ ইমেল বা এসএমএস-এর মাধ্যমে গ্রহণ করুন।

অফলাইনে KKR vs RCB ম্যাচের টিকিট কীভাবে কিনবেন?

ইডেন গার্ডেন্স স্টেডিয়ামের নিকটস্থ অনুমোদিত টিকিট কাউন্টারে যান বা নির্দিষ্ট খুচরো বিক্রেতা স্থান থেকে টিকিট সংগ্রহ করুন।

নগদ বা অনুমোদিত পেমেন্ট পদ্ধতির মাধ্যমে টিকিট কিনুন।

কেকেআর বনাম আরসিবি ২০২৫: টিকিটের মূল্য

BookMyShow অনুযায়ী, বর্তমানে শুধুমাত্র ৩ হাজার ৫০০ টাকা ও ৫ হাজার টাকা মূল্যের টিকিট পাওয়া যাচ্ছে। অন্য সব ক্যাটেগরির টিকিট ইতিমধ্যেই বিক্রি হয়ে গিয়েছে।

ইডেন গার্ডেন্সে আইপিএল ২০২৫-এর উদ্বোধনী ম্যাচের টিকিটের দাম ৯০০ টাকা থেকে ১৫ হাজার টাকা পর্যন্ত নির্ধারিত।

৩ হাজার ৫০০ টাকার টিকিট: K1 এবং C1 ব্লক

৫ হাজার টাকার টিকিট: D এবং E ব্লক

প্রথম ম্যাচের টিকিটের জন্য চাহিদা অত্যন্ত বেশি। তাই যাঁরা মাঠে বসে খেলা দেখতে চান, তাঁরা যত দ্রুত সম্ভব টিকিট বুক করে ফেলুন।

Advertisement

Read more!
Advertisement
Advertisement