Advertisement

Rohit Sharma: ব্রঙ্কো টেস্ট দিতে ডাক রোহিতকে, অস্ট্রেলিয়া সফরে থাকবেন?

টিম ইন্ডিয়ার ওয়ানডে ক্যাপ্টেন রোহিত শর্মাকে নিয়ে বড় আপডেট। ১৩ সেপ্টেম্বর তাঁকে ডেকেছে বিসিসিআই (Board of Control for Cricket in India) ডাক দিয়েছে। রোহিত আগামী মাসে বেঙ্গালুরুতে বিসিসিআইয়ের সেন্টার অফ এক্সিলেন্সে (COE) পৌঁছাবেন। যেখানে তাঁর ফিটনেস পরীক্ষা হবে। টাইমস অফ ইন্ডিয়ার সূত্রে এই দাবি করা হয়েছে।

Aajtak Bangla
  • কলকাতা,
  • 29 Aug 2025,
  • अपडेटेड 6:11 PM IST

টিম ইন্ডিয়ার ওয়ানডে ক্যাপ্টেন রোহিত শর্মাকে নিয়ে বড় আপডেট। ১৩ সেপ্টেম্বর তাঁকে ডেকেছে বিসিসিআই (Board of Control for Cricket in India) ডাক দিয়েছে। রোহিত আগামী মাসে বেঙ্গালুরুতে বিসিসিআইয়ের সেন্টার অফ এক্সিলেন্সে (COE) পৌঁছাবেন। যেখানে তাঁর ফিটনেস পরীক্ষা হবে। টাইমস অফ ইন্ডিয়ার সূত্রে এই দাবি করা হয়েছে। 

ফিটনেস টেস্ট হবে রোহিতের
মনে রাখবেন, দুলীপ ট্রফির ফাইনাল ১১ থেকে ১৫ সেপ্টেম্বর বেঙ্গালুরুর COE গ্রাউন্ড A-তে অনুষ্ঠিত হবে। ফলে রোহিত শর্মার ফিটনেস পরীক্ষা এখানকার অন্য কোনও মাঠে করা হতে পারে। মনে রাখবেন, ফিটনেস পরীক্ষা করার জন্য বিসিসিআই ইয়োয়ো টেস্টের পরিবর্তে ব্রঙ্কো টেস্ট শুরু করেছে। ১৯ অক্টোবর থেকে অস্ট্রেলিয়ায় ভারতকে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে হবে, রোহিতকে এই সিরিজে খেলতে দেখা যেতে পারে। 

অনেকদিন ম্যাচ খেলেননি রোহিত
রোহিতকে শেষবার জুন মাসে আইপিএল ২০২৫-এ পঞ্জাবের বিপক্ষে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে নেমেছিলেন। রোহিত ৭ মে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। সম্প্রতি তাঁকে মুম্বইতে ভারতীয় দলের প্রাক্তন কোচ অভিষেক শর্মার সঙ্গে অনুশীলন করতে দেখা গেছে।

অবসরের গুঞ্জন শোনা যাচ্ছিল
কিছুদিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছিল, একদিনের ক্রিকেট থেকেও, রোহিতকে ছেঁটে ফেলতে পারে বিসিসিআই। শুধু রোহিত নয়, সেই তালিকায় ছিলেন বিরাট কোহলিও। যদিও এ ব্যাপারে বোর্ডের কর্তা জানিয়ে দিয়েছেন, রোহিত বা বিরাটকে ছেঁটে ফেলার ব্যাপারে কোনও কথা বোর্ডের সঙ্গে হয়নি। তাই এ খবরের কোনও সত্যতা নেই। 

অস্ট্রেলিয়া সিরিজের আগে প্রস্তুতি ম্যাচ 
এর মধ্যে আরও শোনা যাচ্ছে, ভারতের ওডিআই দলের ক্যাপ্টেন অস্ট্রেলিয়া সফর শুরুর আগে ফর্মে ফেরার জন্য ৩টি আন-অফিসিয়াল ওয়ান-ডে (ODI) ম্যাচে খেলবেন। ভারতের সিনিয়র দলের অস্ট্রেলিয়া সফরের আগে, ইন্ডিয়া এ খেলবে অস্ট্রেলিয়া এ দলের বিরুদ্ধে। ভারতে অনুষ্ঠিত হতে চলা এই সিরিজেই খেলতে দেখা জেতে পারে রোহিতকে। সেপ্টেম্বর-অক্টোবরের মাঝামাঝি সময়ে অনুষ্ঠিত হতে পারে এই ৩ ম্যাচ। রোহিত শর্মা এই সিরিজে খেলতে আগ্রহ প্রকাশ করেছেন, যাতে তিনি অস্ট্রেলিয়া সফরের আগে ম্যাচে ফর্ম ঠিক রাখতে পারেন। 

Advertisement

অস্ট্রেলিয়া সফরের আগে রোহিত শর্মা চাইছেন ইন্ডিয়া এ দলের হয়ে তিনটি আন-অফিসিয়াল ওয়ান-ডে ম্যাচ খেলতে, যা অস্ট্রেলিয়া এ দলের বিপক্ষে ৩০ সেপ্টেম্বর, ৩ ও ৫ অক্টোবর কানপুরে অনুষ্ঠিত হতে পারে। এই সিদ্ধান্ত তিনি নেন যাতে সফরের আগে ম্যাচ রিয়েলটি অনুভব করতে পারেন এবং ফর্মে ফিরে আসতে পারেন। 

Read more!
Advertisement
Advertisement