Advertisement

Bangladesh : ভারতে খেলবে না বাংলাদেশ, বিশ্বকাপে এবার স্কটল্যান্ডের এন্ট্রি? সমীকরণ যা দাঁড়াল

২০২৬ সালের টি টুয়েন্টি বিশ্বকাপ বয়কট করেছে বাংলাদেশ। কারণ তারা কোনওমতেই ভারতে খেলতে আসতে রাজি নয়। এখন প্রশ্ন তাহলে লিটন দাসদের দলের পরিবর্তে কারা বিশ্বকাপে খেলতে নামবে?

বাংলাদেশের পরিবর্তে খেলবে স্কটল্যান্ড বাংলাদেশের পরিবর্তে খেলবে স্কটল্যান্ড
Aajtak Bangla
  • দিল্লি ও ঢাকা ,
  • 22 Jan 2026,
  • अपडेटेड 8:18 PM IST
  • ২০২৬ সালের টি টুয়েন্টি বিশ্বকাপ বয়কট করেছে বাংলাদেশ
  • কারণ তারা কোনওমতেই ভারতে খেলতে আসতে রাজি নয়

২০২৬ সালের টি টুয়েন্টি বিশ্বকাপ বয়কট করেছে বাংলাদেশ। কারণ তারা কোনওমতেই ভারতে খেলতে আসতে রাজি নয়। এখন প্রশ্ন তাহলে লিটন দাসদের দলের পরিবর্তে কারা বিশ্বকাপে খেলতে নামবে? প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, বাংলাদেশ না খেললে তাদের জায়গা নিতে পারে স্কটল্যান্ড ক্রিকেট টিম। 

যদিও স্কটল্যান্ডের খেলার বিষয়টি এখনও চূড়ান্ত করেনি ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা ICC। তবে এই প্রসঙ্গে জানিয়ে রাখা দরকার, স্কটল্যান্ড কিন্তু টি-টোয়েন্টি বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে ব্যর্থ হয়েছিল।

বিশ্বকাপের বাছাইপর্বে নেদারল্যান্ড, ইতালি ও জার্সিরও পিছনে ছিল স্কটল্যান্ড। ফলে তারা টুর্নামেন্টে প্রবেশ করতে পারেনি। কিন্তু এখন যেহেতু বাংলাদেশ বাদ যাবে তাই স্কটল্যান্ডেরই বিশ্বকাপে অংশগ্রহণের সুযোগ তৈরি হয়েছে। 

স্কটল্যান্ডকে কেন সুযোগ দেওয়া হবে?

ইউরোপীয় বাছাই পর্বে স্কটল্যান্ড ইতালি ও জার্সির কাছে হেরেছিল। পয়েন্ট টেবিলের শীর্ষে ছিল যথাক্রমে নেদারল্যান্ড, ইতালি, জার্সি ও স্কটল্যান্ড। অতএব, স্কটল্যান্ড সরাসরি যোগ্যতা অর্জন করতে পারেনি। ফলে এখন ICC-কে Ranking-এর ভিত্তিতে সিদ্ধান্ত নিতে হবে। 

ICC টি-টুয়েন্টি র‍্যাঙ্কিংয়ে স্কটল্যান্ড ১৪তম স্থানে রয়েছে। টুর্নামেন্টেযে দলগুলো অংশগ্রহণের সুযোগ পায়নি তাদের থেকে ভালো র‍্যাঙ্কিং রয়েছে স্কটল্যান্ডের। সেই নিয়মেই তারা সুযোগ পেতে পারে। এর নিয়ম আগেও প্রয়োগ হয়েছে। ২০০৯ সালে জিম্বাবোয়ের বিদায়ের পর সুযোগ পেয়েছিল স্কটল্যান্ড। 

প্রসঙ্গত, আজ বৃহস্পতিবার ঢাকায় বাংলাদেশি জাতীয় দলের খেলোয়াড়দের সঙ্গে বৈঠকের পর বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের ক্রীড়া উপদেষ্টা অভিযোগ করেন, আইসিসি বাংলাদেশের প্রতি ন্যায়বিচার করেনি। তাঁরা খেলোয়াড়দের নিরাপত্তার কারণে ভারতে যেতে আগ্রহী নন। 

আসিফ নজরুল বলেন, 'আমরা কোনও চাপের কাছে মাথা নত করব না। আমরা আমাদের খেলোয়াড়দের নিরাপত্তার সঙ্গে আপোস করতে পারি না।' 

Read more!
Advertisement
Advertisement