Advertisement

Sourav Ganguly On IND vs SA: গম্ভীরের 'ভালো পিচের' দাবি নস্য়ৎ সৌরভের, ইডেন টেস্টে জানালেন হারের কারণও

আট সেশনে পড়ল ৩৮ উইকেট। ঘরের মাঠে ভরাডুবি ভারতের। আর সেই হারে ভিলেন ইডেন গার্ডেন্সের পিচ। টিম ইন্ডিয়া যেমন চেয়েছিল পিচ তেমনই দেওয়া হয়েছে। তবে গৌতম গম্ভীরদের সেই অর্ডারি পিচ নিয়েই প্রশ্ন তুলে দিলেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। স্পোর্টস টুডেকে দেওয়া সাক্ষাৎকারে ভারতের প্রাক্তন অধিনায়ক পরামর্শ দিলেন ভারতের কোচকে।

ছবিতে: সৌরভ গাঙ্গুলি এবং গৌতম গম্ভীরছবিতে: সৌরভ গাঙ্গুলি এবং গৌতম গম্ভীর
অনির্বাণ সিংহ রায়
  • কলকাতা,
  • 16 Nov 2025,
  • अपडेटेड 6:56 PM IST

আট সেশনে পড়ল ৩৮ উইকেট। ঘরের মাঠে ভরাডুবি ভারতের। আর সেই হারে ভিলেন ইডেন গার্ডেন্সের পিচ। টিম ইন্ডিয়া যেমন চেয়েছিল পিচ তেমনই দেওয়া হয়েছে। তবে গৌতম গম্ভীরদের সেই অর্ডারি পিচ নিয়েই প্রশ্ন তুলে দিলেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। স্পোর্টস টুডেকে দেওয়া সাক্ষাৎকারে ভারতের প্রাক্তন অধিনায়ক পরামর্শ দিলেন ভারতের কোচকে।

কী কারণে হারল ভারত?
সৌরভ মনে করেন, ভাল পিচে না খেললে ভারতের পক্ষে জেতা কঠিন। ১২৪ রান তাড়া করতে গিয়ে হারের পরও দলের ব্যাটিং নিয়ে সমস্যা আছে তা মানতে নারাজ মহারাজ। সৌরভ বলেন, 'ভাল পিচে খেললে ভারত জিতবে। দলটায় প্রতিভার অভাব আছে তেমনটা একেবারেই নয়। যেখানে ভাল পিচ হয়েছে ভারত ভাল খেলেছে। দলের কাউকে দোষ দেওয়ার জায়গা নেই।' 

কেন ইংল্যান্ডের উদাহরণ টানলেন সৌরভ?
ঘরের মাঠে ভাল খেলতে না পারলেও, বিদেশের মাটিতে ছন্দে রয়েছেন শুভমন গিলরা। সেই উদাহরণ তুলে ধরে সৌরভ বলেন, 'ইংল্যান্ডে এই দলটাই  ভাল ব্যাট করেছে। একের পর এক সেঞ্চুরি করেছে। সমস্যাটা তাই সেখানে নয়।' ইডেনের পিচ নিয়ে ভূয়সী প্রশংসা শোনা গিয়েছে গম্ভীরের গলায়। তিনি জানিয়েছেন, দল যেমন পিচ চেয়েছিল, তেমনটাই দেওয়া হয়েছে। পিচ কিউরেটর সুজন মুখোপাধ্যায়কে ভারতীয় দল পাশে পেয়েছে বলেও জানান তিনি। তবে ইডেনে যে পিচে ভারতীয় দল খেলেছে, সেটা একেবারেই টেস্ট ক্রিকেটের উপযুক্ত নয় বলেই জানিয়েছেন সৌরভ। তিনি বলেন, 'আমি কখনই বলব না এটা দারুণ পিচ, বা অন্যতম সেরা পিচ। টেস্ট ক্রিকেট এমন পিচে খেলাই উচিত নয়।' 

গিলের না থাকা

প্রথম ইনিংসে ব্যাট করতে করতেই কাঁধে মারাত্মক চোট পান গিল। হাসপাতালে নিয়ে যেতে হয় তাঁকে। ফলে আর ব্যাট করতে নামতে পারেননি তিনি। দুই ইনিংসেই কার্যত নয় উইকেটে খেলতে হয়েছে ভারতীয় দলকে। শুভমন গিলের চোট পেয়ে মাঠের বাইরে চলে যাওয়াটা এই ম্যাচে বড় প্রভাব ফেলেছে বলে মনে করেন সৌরভও। বলেন, 'গিল দারুণ ক্রিকেটার। ওর না থাকা প্রভাব ফেলেছে তো বটেই।' 

Advertisement
Read more!
Advertisement
Advertisement