Advertisement

Sourav Ganguly Biopic: রণবীর বা আয়ুষ্মান নন, মহারাজের বায়োপিকে 'সৌরভ' হচ্ছেন এই অভিনেতা?

সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) বায়োপিকে (Sourav Ganguly Biopic) নাম ভূমিকায় কে? তা নিয়ে নানা জল্পনা অনেকদিন ধরেই চলছিল। শোনা যাচ্ছে, রাজকুমার রাও (Rajkumar Rao) এই চরিত্রে অভিনয় করতে পারেন। সৌরভেরও পছন্দ তাঁকেই। এমনটাই সূত্রের খবর। কিছুদিন আগেই শ্রদ্ধা কাপুরের সঙ্গে 'স্ত্রী ২' (Stree 2) সিনেমায় অভিনয় করে বিপুল জনপ্রিয় হয়েছেন রাজকুমার। 

সৌরভ গঙ্গোপাধ্যায়ের চরিত্রে কে? (গ্রাফিক- শুভঙ্কর মিত্র)সৌরভ গঙ্গোপাধ্যায়ের চরিত্রে কে? (গ্রাফিক- শুভঙ্কর মিত্র)
জাগৃক দে
  • কলকাতা,
  • 24 Jan 2025,
  • अपडेटेड 1:25 PM IST

সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) বায়োপিকে (Sourav Ganguly Biopic) নাম ভূমিকায় কে? তা নিয়ে নানা জল্পনা অনেকদিন ধরেই চলছিল। শোনা যাচ্ছে, রাজকুমার রাও (Rajkumar Rao) এই চরিত্রে অভিনয় করতে পারেন। সৌরভেরও পছন্দ তাঁকেই। এমনটাই সূত্রের খবর। কিছুদিন আগেই শ্রদ্ধা কাপুরের সঙ্গে 'স্ত্রী ২' (Stree 2) সিনেমায় অভিনয় করে বিপুল জনপ্রিয় হয়েছেন রাজকুমার। 

ইডেনে এসেছিলেন ছবির প্রযোজক ও পরিচালক
ইংল্যান্ডের বিরুদ্ধে ইডেন গার্ডেন্সের (Eden Gardens) ম্যাচ দেখতে এসেছিলেন সৌরভের বায়োপিকের প্রযোজক 'লাভ ফিল্মস'-এর কর্ণধার অঙ্কুর গর্গ এবং লাভ রঞ্জন। সঙ্গে ছিলেন এই ছবির পরিচালক বিক্রমাদিত্য মোতওয়ানে (Vikramaditya Motwane)। সেই সময়ই সৌরভের সঙ্গে আলোচনা সেরে ফেলেন তারা। গত আড়াই বছর ধরে কলকাতায় বেশ কয়েকবার এসেছেন দুই প্রযোজক। সৌরভের এই বায়োপিকের ক্ষেত্রে বড় ভূমিকা রয়েছে বাল্যবন্ধু সঞ্জয় দাস। তিনিও এই আলোচনায় ছিলেন। 

প্রথম পছন্দ ছিলেন রণবীর
bangla.aajtak.in-এর পক্ষ থেকে সঞ্জয় দাসের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, 'রাজকুমার রাওয়ের এই সিনেমায় অভিনয় করার সম্ভাবনা আছে।' পাশাপাশি তিনি এও বলেন, 'বায়োপিকের কাজ এগোচ্ছে। সময়মতো চূড়ান্ত নাম ঘোষণা করে দেবে প্রযোজক সংস্থা।' এর আগে শোনা গিয়েছিল, রণবীর কাপুরকে (Ranbir Kapoor) এই চরিত্রে অভিনয়ের প্রস্তাব দেওয়া হতে পারে। সৌরভেরও প্রথম পছন্দ ছিল রণবীরই। তবে সময় দিতে পারবেন না রণবীর। সে কারণেই তাঁর নাম বাদ পড়ে।

সৌরভ গঙ্গোপাধ্যায়

অনেকটাই এগিয়েছে বায়োপিকের কাজ
এরপর শোনা গিয়েছিল, আয়ুস্মান খুরানার নাম। তবে এবার উঠে এল রাজকুমারের নাম। সূত্রের খবর, সৌরভের অনেক সতীর্থ ক্রিকেটারের সঙ্গে কথা বলা হয়ে গিয়েছে। সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar), রাহুল দ্রাবিড় (Rahul Dravid), ভি ভি এস লক্ষ্ণণরা (VVS LaxMan) তো আছেনই। ভারতীয় ক্রিকেটে অধিনায়ক সৌরভের সব চেয়ে বড় অবদান, তরুণ ক্রিকেটারদের তুলে আনা। নানা ঝড়-ঝাপ্টার মধ্যেও তাঁদের পাশে দাঁড়ানো। তাই বীরেন্দ্র সেহবাগ (Virender Sehwag), যুবরাজ সিং (Yuvraj Singh), হরভজন সিং (Harbhajan Singh) বা মহম্মদ কাইফের (Mohammad Kaif) মতো সেই সময়কার তরুণ তুর্কিদের সঙ্গেও কথা বলা হয়ে গিয়েছে। 

Advertisement

জানা যাবে অনেক অজানা তথ্য
স্টিভ ওয়াকে (Steve Waugh) টসের জন্য দাঁড় করিয়ে রাখার কাহিনী বা গ্রেগ চ্যাপেলের (Greg Chappell) সঙ্গে ঝামেলা নিয়ে অনেক কথাই উঠে আসবে এই বায়োপিকে এমনটাই আশা করছেন সৌরভের ফ্যানরা।       

Read more!
Advertisement
Advertisement