Advertisement

Subhman Gill vs Suryakumar Yadav: এবার মুখোমুখি লড়াইয়ে সূর্যকুমারের সঙ্গে, টি২০ বিশ্বকাপে বাদ পড়ার 'শোধ' তুলবেন গিল?

টি২০ বিশ্বকাপের দল থেকে বাদ পড়েছেন শুভমন গিল। ক্যাপ্টেন সূর্যকুমার যাদবের এই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠেছে। তবে এবার ক্যাপ্টেনকেই বার্তা দেওয়ার সুযোগ পাচ্ছেন গিল। সূর্যকুমার যাদব ৬ ও ৮ জানুয়ারি বিজয় হাজারে ট্রফিতে খেলবেন। শুভমনও এই টুর্নামেন্টে অংশ নিচ্ছেন। আর ৮ জানুয়ারি মুম্বইয়ের মুখোমুখি হবে পঞ্জাব। অর্থাৎ সূর্যকে সরাসরি চ্যালেঞ্জ জানাবেন শুভমন গিল।

সূর্যকুমার যাদব ও শুভমন গিলসূর্যকুমার যাদব ও শুভমন গিল
Aajtak Bangla
  • মুম্বই,
  • 22 Dec 2025,
  • अपडेटेड 7:08 PM IST

টি২০ বিশ্বকাপের দল থেকে বাদ পড়েছেন শুভমন গিল। ক্যাপ্টেন সূর্যকুমার যাদবের এই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠেছে। তবে এবার ক্যাপ্টেনকেই বার্তা দেওয়ার সুযোগ পাচ্ছেন গিল। সূর্যকুমার যাদব ৬ ও ৮ জানুয়ারি বিজয় হাজারে ট্রফিতে খেলবেন। শুভমনও এই টুর্নামেন্টে অংশ নিচ্ছেন। আর ৮ জানুয়ারি মুম্বইয়ের মুখোমুখি হবে পঞ্জাব। অর্থাৎ সূর্যকে সরাসরি চ্যালেঞ্জ জানাবেন শুভমন গিল।

বিজয় হাজারে ট্রফি শুভমন গিল ও সূর্যকুমার যাদব। দু’জনের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ। গিলের ফর্ম খুবই খারাপ চলছে। ২০২৫ সালে তিনি একটিও টি-টোয়েন্টি হাফ সেঞ্চুরি করতে পারেননি, ফলে তিনি দল থেকে বাদ পড়েছেন। অন্যদিকে সূর্যকুমার গত দু’ বছর ধরে টি-টোয়েন্টি ফরম্যাটে ধারাবাহিক ভাবে ব্যর্থ হচ্ছেন। তাই টি-টোয়েন্টি বিশ্বকাপ ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি২০ সিরিজের আগে তাঁর ফর্মে ফেরা খুবই জরুরি।

বিজয় হাজারে ট্রফিতে মুম্বই দল তাদের প্রথম ম্যাচ খেলবে ২৪ ডিসেম্বর জয়পুরে। তবে প্রথম ম্যাচের ঠিক আগে বড় খবর হলো— এই দলে আরও দুই বড় খেলোয়াড় যুক্ত হচ্ছেন। আসলে টিম ইন্ডিয়ার টি-টোয়েন্টি অধিনায়ক সূর্যকুমার যাদবকে মুম্বই দলে নেওয়া হয়েছে। পাশাপাশি অলরাউন্ডার শিবম দুবেকেও দলে রাখা হয়েছে। মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশন জানিয়েছে, এই দুই খেলোয়াড় বিজয় হাজারে ট্রফিতে দু’টি ম্যাচ খেলবেন। 

এরপর দলে যোগ দেবেন রোহিত শর্মাও। ২০২৭-এর ওয়ানডে বিশ্বকাপের আগে দারুণ ছন্দে হিটম্যান। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দারুণ খেলেছেন। আর সেই ফর্ম ধরে রাখতে মরিয়া তিনি। সে কারণেই বিজয় হাজারে ট্রফি খেলতে নামছেন রোহিত। যাতে ফর্ম ধরে রাখতে পারেন তিনি। 

MCA-এর এক কর্মকর্তা বলেছেন, ‘সূর্য ও দুবে আমাদের জানিয়েছে যে, ওরা ৬ ও ৮ জানুয়ারি বিজয় হাজারে ট্রফির দু’টি ম্যাচ খেলবে। ওদের নাম মুমবাই দলে অন্তর্ভুক্ত করা হবে। রোহিত শর্মাও আপাতত লিগের দু’টি ম্যাচ খেলবে।’ রোহিত শর্মা সিকিম ও উত্তরাখণ্ডের বিপক্ষে ম্যাচে খেলতে পারেন, যা অনুষ্ঠিত হবে যথাক্রমে ২৪ ও ২৬ ডিসেম্বর।
 

Advertisement

Read more!
Advertisement
Advertisement