Advertisement

Gavaskar On Sachin Vs Virat: বিরাট না সচিন? ওয়ান-ডের আসল 'কিং' কে? গাভাসকার বললেন...

Gavaskar On Sachin Vs Virat: আন্তর্জাতিক মোট রানের হিসেবে এখনও অনেকদূর এগিয়ে শচীন। তাঁর মোট সংগ্রহ ৩৪৩৫৭ রান।, যা কোহলির চেয়ে অনেক বেশি। টেস্টেও শচীনের আধিপত্য স্পষ্ট, এই ফরম্যাটে কোহলি এখনও তাঁর থেকে প্রায় ৭০০০ রান পিছিয়ে। ODI তেও ব্যবধান প্রায় ৪০০০ রান।

Aajtak Bangla
  • 01 Dec 2025,
  • अपडेटेड 12:09 AM IST

Gavaskar On Sachin Vs Virat: বিরাট কোহলি না শচীন তেন্ডুলকর, কে আসল ODI-এর রাজা? সেই পুরনো বিতর্কে মুখ খুললেন ভারতীয় ক্রিকেট কিংবদন্তি সুনীল গাভাসকর। তাঁর স্পষ্ট মত, দুই ক্রিকেটারের তুলনা করা একেবারেই ঠিক নয়, কারণ দু’জনই খেলেছেন সম্পূর্ণ আলাদা সময়ে, আলাদা পরিস্থিতিতে। তাই যুগভিত্তিক ক্রিকেটারদের তুলনা করা অন্যায়।

গাভাসকর বলেন, উপমহাদেশে খেলোয়াড়দের তুলনা করার একটা বাড়াবাড়ি প্রবণতা রয়েছে। কিন্তু তাঁর মতে, প্রত্যেক ক্রিকেটারকে তার নিজস্ব সৌন্দর্য ও দক্ষতায় গ্রহণ করাই উচিত। কাউকে কারও বিরুদ্ধে দাঁড় করিয়ে বিচার করা অযৌক্তিক।

পরিসংখ্যানের বিচারে কোহলি এগিয়ে গেছেন। ইতিমধ্যেই শচীনের ৪৯টি ODI সেঞ্চুরির রেকর্ড ভেঙে কোহলির সেঞ্চুরি সংখ্যা দাঁড়িয়েছে ৫১-এ। কোহলি গড়ে প্রতি ৫.৬৫ ইনিংসে একটি সেঞ্চুরি করেন, যেখানে শচীনের ক্ষেত্রে তা ৯.২২ ইনিংস। তবে দুই যুগের ক্রিকেট পরিস্থিতির ভিন্নতা মাথায় রেখেই এই তুলনা বিচার করতে হবে, মনে করিয়ে দেন গাভাসকর।

আরও পড়ুন

আন্তর্জাতিক মোট রানের হিসেবে এখনও অনেকদূর এগিয়ে শচীন। তাঁর মোট সংগ্রহ ৩৪৩৫৭ রান।, যা কোহলির চেয়ে অনেক বেশি। টেস্টেও শচীনের আধিপত্য স্পষ্ট, এই ফরম্যাটে কোহলি এখনও তাঁর থেকে প্রায় ৭০০০ রান পিছিয়ে। ODI তেও ব্যবধান প্রায় ৪০০০ রান।

গাভাসকর বলেন, শচীনের সবচেয়ে বড় শক্তি তাঁর দুই দশকেরও বেশি লম্বা আন্তর্জাতিক কেরিয়ার। অপরদিকে, কোহলি আধুনিক ক্রিকেটের কঠিন প্রতিযোগিতায় অপেক্ষাকৃত কম সময়ে একের পর এক মাইলফলক ছুঁয়ে নিজের ক্লাস প্রমাণ করেছেন। সবশেষে গাভাসকর স্পষ্ট জানিয়ে দেন, দু’জনই নিজ নিজ সময়ে বিরল প্রতিভা। তাই তাদের মধ্যে কারা ‘আসল ODI-এর কিং’, এমন ট্যাগ দিতে তিনি মোটেই রাজি নন।
 

 

Read more!
Advertisement
Advertisement