Advertisement

Suryakumar Yadav: ব্যাটে রান নেই, বিশ্বকাপের আগে চাপে সূর্যকুমার? ক্যাপ্টেন বললেন...

টি২০ বিশ্বকাপের আগে হাতেগোনা কয়েকটা ম্যাচ মাত্র বাকি রয়েছে। তবে ক্যাপ্টেন সূর্যকুমার যাদবের ফর্ম নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে নানা আলোচনা। রবিবার ধরমশালায় সাত উইকেটে ম্যাচ জেতার পরও তাঁর ব্যাটে রান না পাওয়া উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। সহজ ম্যাচে মাত্র ১৭ রান করে আউট হতে হয় তাঁকে। এবার নিজের ফর্ম নিয়ে মুখ খুললেন সূর্যকুমার।

Aajtak Bangla
  • ধরমশালা,
  • 15 Dec 2025,
  • अपडेटेड 10:45 AM IST

টি২০ বিশ্বকাপের আগে হাতেগোনা কয়েকটা ম্যাচ মাত্র বাকি রয়েছে। তবে ক্যাপ্টেন সূর্যকুমার যাদবের ফর্ম নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে নানা আলোচনা। রবিবার ধরমশালায় সাত উইকেটে ম্যাচ জেতার পরও তাঁর ব্যাটে রান না পাওয়া উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। সহজ ম্যাচে মাত্র ১৭ রান করে আউট হতে হয় তাঁকে। এবার নিজের ফর্ম নিয়ে মুখ খুললেন সূর্যকুমার।

এই বছর টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে সূর্যকুমার যাদবের পারফরম্যান্স অত্যন্ত হতাশাজনক। তিনি এখনও পর্যন্ত একটিও হাফসেঞ্চুরি করতে পারেননি। গড় ১৫-রও কম। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা বিবেচনা করলে, সূর্যের ফর্ম টিম ইন্ডিয়ার জন্য উদ্বেগের বিষয় হয়ে উঠছে। ধরমশালায় টি-টোয়েন্টি ম্যাচের পর, তিনি তার খারাপ ফর্ম সম্পর্কে খোলামেলা কথা বলেছেন। তিনি স্বীকার করেছেন যে তিনি রান পাচ্ছেন না। পাশাপাশি তিনি আশাবাদী ফর্ম ফিরে পাবেন। 

নেটে ভাল রান করলেও, ম্যাচে তার প্রতিফলন দেখা যাচ্ছে না বলে জানান সূর্যকুমার। তিনি বলেন, 'আমি নেটে খুব ভালো ব্যাটিং করছি। আমার নিয়ন্ত্রণে যা আছে তা করার জন্য আমি যথাসাধ্য চেষ্টা করছি। যখন কোনও ম্যাচে রানের প্রয়োজন হয়, তখন তা আসবেই। আমি ফর্মের বাইরে নই, বরং রানের বাইরে।' ধরমশালার ম্যাচ জিতে ফুরফুরে মেজাজে টিম ইন্ডিয়া। সূর্য বলেন, 'আমরা ধরমশালায় জয় উপভোগ করব। তারপর, আগামীকাল লখনউ পৌঁছাব, সেখানে গিয়ে আমরা বসে ম্যাচটা আবার দেখব, আর সেটা নিয়ে আলোচনা করব।'

ধর্মশালা টি-টোয়েন্টি ম্যাচে ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদবও ব্যাট হাতে ভাল কিছু করতে পারেননি। সূর্যের কাছে ম্যাচ শেষ করার সুযোগ ছিল, কিন্তু লুঙ্গি এনগিডির বলে ১২ রানে আউট হন। চলতি সিরিজে এটি ছিল টানা তৃতীয় ম্যাচে তিনি বড় ইনিংস খেলতে ব্যর্থ হন।

২০২৫ সালের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (IPL) মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে সূর্যকুমার যাদব ৭১৭ রান করেছিলেন, কিন্তু ভারতীয় জার্সিতে তার ব্যাটে রান ছিল না। এ বছর, ২০ টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে সূর্য মাত্র দু'বার ৩০ রান করেন। এই বছর তাঁর সর্বোচ্চ স্কোর ছিল ৪৭ অপরাজিত, যা তিনি দুবাইয়ে এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে করেছিলেন। সূর্যকুমার বারবার তার প্রিয় পিক-আপ শটে আউট হচ্ছেন। এই শটটি ধর্মশালা টি-টোয়েন্টিতেও তাঁর আউটের কারণ হয়েছিল, যা তার ঝামেলা আরও বাড়িয়ে দিয়েছিল।

Advertisement
Read more!
Advertisement
Advertisement