Advertisement

T20 India Team Captain: হার্দিক পান্ডিয়া নন, T20-তে ক্যাপ্টেন হিসাবে ফিরতে পারেন এই তারকা: BCCI সূত্র

হার্দিক পান্ডিয়ার পরিবর্তে টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব সূর্যকুমার যাদবের হাতে তুলে দিতে পারে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। ইন্ডিয়াটুডে.ইন এক সূত্র মারফত এমনটা জানতে পেরেছে। মঙ্গলবার, ১৬ জুলাই BCCI-এর এক সূত্র জানায়, দীর্ঘমেয়াদে এর কী প্রভাব পড়ে, সেটা ভেবেই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। সিলেক্টরদের প্যানেল টি-টোয়েন্টি বিশ্বকাপকে মাথায় রেখেই এমন কাউকে নিয়োগ করতে চায়, যিনি দীর্ঘ সময় ধরে নিজে খেলতে পারবেন।

Rohit sharma Virat kohli Hardik Pandya team india t20 world cupRohit sharma Virat kohli Hardik Pandya team india t20 world cup
Aajtak Bangla
  • কলকাতা,
  • 17 Jul 2024,
  • अपडेटेड 7:20 AM IST
  • অধিনায়কত্ব সূর্যকুমার যাদবের হাতে তুলে দিতে পারে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। 
  • দীর্ঘ মেয়াদে এর কী প্রভাব পড়ে, সেটা ভেবেই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।
  • হার্দিক থাকলেও, টি-টোয়েন্টিতে অধিনায়কত্ব সূর্যকুমার যাদবের হাতেই দেওয়া হতে পারে।

হার্দিক পান্ডিয়ার পরিবর্তে টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব সূর্যকুমার যাদবের হাতে তুলে দিতে পারে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। ইন্ডিয়াটুডে.ইন এক সূত্র মারফত এমনটা জানতে পেরেছে। মঙ্গলবার, ১৬ জুলাই BCCI-এর এক সূত্র জানায়, দীর্ঘ মেয়াদে এর কী প্রভাব পড়ে, সেটা ভেবেই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। সিলেক্টরদের প্যানেল টি-টোয়েন্টি বিশ্বকাপকে মাথায় রেখেই এমন কাউকে নিয়োগ করতে চায়, যিনি দীর্ঘ সময় ধরে নিজে খেলতে পারবেন।

হার্দিক পান্ডিয়া টি-টোয়েন্টি সিরিজে থাকছেন। তবে শ্রীলঙ্কা-ওয়ানডেতে খেলবেন না বলে জানিয়েছেন।

কিন্তু হার্দিক থাকলেও, টি-টোয়েন্টিতে অধিনায়কত্ব সূর্যকুমার যাদবের হাতেই দেওয়া হতে পারে। দুই-একদিনের মধ্যে দল ঘোষণা হতে পারে।

সূর্যকুমার যাদব ২০২৩-এর ওয়ানডে বিশ্বকাপের ঠিক পরে দু'টি টি-টোয়েন্টি সিরিজে ভারতকে নেতৃত্ব দিয়েছেন। সূর্যকুমার সেই সিরিজে অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকাকে পরাজিত করেন। ৭টি ম্যাচের মধ্যে ৫টিতে জিতেছিলেন। ফলে তাঁর অভিজ্ঞতা ও রেকর্ড নেহাত কম নয়।

ব্যাটসম্যান হিসেবেও সূর্যকুমার সেই সময় দুর্দান্ত ফর্মে ছিলেন। দু'টি হাফ সেঞ্চুরি এবং একটি সেঞ্চুরি করেন। ৭ ম্যাচে ৩০০ রান তুলেছিলেন। বর্তমানে আন্তর্জাতিক ক্রিকেটে টি-টোয়েন্টি ফরম্যাটে বিশ্বের ২ নম্বর ব্যাটার সূর্যকুমার যাদব।

T-20-তে ইন্ডিয়ার সেরা ৫ ক্যাপ্টেন

ক্যাপ্টেন T20 ম্যাচ জিতেছেন হেরেছেন টাই অমীমাংসীত
রোহিত শর্মা 62 49 12 1 ---
মহেন্দ্র সিং ধোনি 72 41 28 1 2
বিরাট কোহলি 50 30 16 2 2
হার্দিক পান্ডিয়া 16 10 5 1 ---
সূর্যকুমার যাদব 7 5 2 ---- ----

এদিকে এই সূর্যকুমার যাদবই MI-এ হার্দিক পান্ডিয়ার অধিনায়কত্বে খেলেন। ২০২৪-এর IPL-এ অধিনায়ক হিসেবে পান্ডিয়ার সময়টা ভাল যায়নি। ২০২৪ সালের T20 বিশ্বকাপে যদিও ভাল কামব্যাক করেছিলেন।

Read more!
Advertisement
Advertisement