
২০২৫ সালে T-20 বিশ্বকাপের খেতাব জিতেছিল টিম ইন্ডিয়া। ২০২৬ এর বিশ্বকাপ শুরু হবে ফেব্রুয়ারি মাস থেকে। এবারও কি ভারত খেতাব জিতবে? তার ভবিষ্যৎবাণী করলেন ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব।
আয়োজক যতীন সাপ্রু সূর্যকুমার যাদবকে ফাইনাল ম্যাচ সম্পর্কে প্রশ্ন করলে SKY বলেন, 'ফাইনাল ম্যাচটি আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে হবে। ফাইনালে টিম ইন্ডিয়া অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে।' অর্থাৎ সূর্যকুমার যাদব বলে দিলেন, ফাইনালে উঠলে উঠলে ভারত প্রতিপক্ষ হিসেবে অস্ট্রেলিয়াকে দেখতে চায়।
এবার এই টুর্নামেন্টের ব্র্যান্ড অ্যাম্বাসাডর করা হয়েছে রোহিত শর্মাকে। তাঁকেও একই প্রশ্ন করা হলে প্রাক্তন ভারত অধিনায়ক জানান, তিনি কেবল চান ট্রফি যেন সূর্যদের হাতেই ওঠে। তাঁর কথায়, 'আমি সব সময় চাইব আমাদের দল ফাইনালে খেলুক। প্রতিপক্ষ কে থাকবে সেটা নিয়ে মাথা ঘামাচ্ছি না। আমি অতীতের কথা জানি। আমার মনে হয়, ভারত যে কোনও দলের বিরুদ্ধে ফাইনাল খেলুক। তাতে কিছু এসে যায় না। শুধু জিতলেই হবে। অন্যরা কী চায় তা আমি নিশ্চিত নই। আমি আমার দলকে শ্রেষ্ঠ হিসেবে দেখতে চাই।'
সূর্যকুমারের ভবিষ্যৎবাণীকে সমর্থন করেন মহিলা ক্রিকেট দলের অধিনায়ক হরমনপ্রীত কউরও।
প্রসঙ্গত, ২০২৩ সালে এক দিনের বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে রোহিত শর্মার দল হেরেছিল। সেই ক্ষত হয়তো এখনও দগদগে টিম ইন্ডিয়ার সদস্যদের মনে। সেই কারণেই হয়তো অস্ট্রেলিয়াকে প্রতিপক্ষ হিসেবে চাইছেন সূর্য। এমনটাই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।
প্রসঙ্গত, আজই মুম্বইয়ে এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে ২০২৬ সালের ICC টি-টোয়েন্টি বিশ্বকাপে সূচি প্রকাশিত হয়। এবার ২০টা দল অংশগ্রহণ করবে। শ্রীলঙ্কা ও ভারতের মোট আটটি স্টেডিয়ামে হবে খেলা। ভারত ও পাকিস্তানকে একই গ্রুপে রাখা হয়েছে।