Advertisement

Sanju Samson Cricket Future: T20 বিশ্বকাপেও সঞ্জুর বিদায় পাকা? অভিষেকের মন্তব্য থেকে যা সামনে এল...

Sanju Samson Cricket Future: ধর্মশালায় দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের জয়ের পর অভিষেক স্পষ্ট জানিয়ে দেন, সূর্যকুমার ও শুভমনের উপর ভরসা রাখা উচিত। তাঁর যুক্তি, এই দু’জনের সঙ্গে দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে তাঁর। বিশেষ করে গিলের সঙ্গে বয়সভিত্তিক ক্রিকেট থেকেই একসঙ্গে খেলার অভ্যাস।

Aajtak Bangla
  • মুম্বই,
  • 15 Dec 2025,
  • अपडेटेड 5:32 PM IST

Sanju Samson Cricket Future: টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে হাতে মাত্র সাতটি ম্যাচ। অথচ টিম ইন্ডিয়ার অধিনায়ক সূর্যকুমার যাদব ও সহ-অধিনায়ক শুভমন গিলের ফর্ম নিয়ে তর্ক থামছেই না। চলতি বছরে কেউই এখনও অর্ধশতরান করতে পারেননি। তবু এই দুই ব্যাটারের পাশেই দাঁড়ালেন অভিষেক শর্মা।

ধর্মশালায় দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের জয়ের পর অভিষেক স্পষ্ট জানিয়ে দেন, সূর্যকুমার ও শুভমনের উপর ভরসা রাখা উচিত। তাঁর যুক্তি, এই দু’জনের সঙ্গে দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে তাঁর। বিশেষ করে গিলের সঙ্গে বয়সভিত্তিক ক্রিকেট থেকেই একসঙ্গে খেলার অভ্যাস।

অভিষেকের কথায়, “আমার উপর ভরসা রাখুন। সূর্য আর গিল, এই দু’জনই বিশ্বকাপ ও তার আগের সিরিজে ম্যাচ জিতিয়ে দেবে। গিল কোন পরিস্থিতিতে কীভাবে ম্যাচ ঘুরিয়ে দিতে পারে, সেটা আমি ভালো করেই জানি।”

আরও পড়ুন

ফর্ম নিয়ে প্রশ্ন থাকলেও ‘ক্লাস’ যে স্থায়ী, সেই কথাই মনে করিয়ে দিয়েছেন অভিষেক। তাঁর মতে, সাময়িক খারাপ সময় কাটলেও শুভমন গিলের ম্যাচ জেতানোর ক্ষমতা নিয়ে কোনও সন্দেহ নেই।

পরিসংখ্যান অবশ্য অন্য কথা বলছে। চলতি বছরে সূর্যকুমার যাদব টি-টোয়েন্টিতে ১৯ ম্যাচে করেছেন প্রায় ২০১ রান, অর্ধশতরান নেই। অন্যদিকে শুভমন গিল ১৪ ম্যাচে করেছেন আনুমানিক ২৬৩ রান, তিনিও এখনও ফিফটির মুখ দেখেননি।

অভিষেকের এই মন্তব্যের প্রভাব পড়তে পারে টিম কম্বিনেশনেও। ইঙ্গিত মিলছে, টিম ম্যানেজমেন্ট গিলের উপরই আস্থা রাখবে। ফলে টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে জায়গা পেতে সমস্যায় পড়তে পারেন সঞ্জু স্যামসন।

সূত্রের খবর, কোচ গৌতম গম্ভীরও গিলকে আরও সুযোগ দিতে চাইছেন। বিশ্বকাপের আগে এই সিদ্ধান্তই হয়তো ভারতের ব্যাটিং ভবিষ্যৎ নির্ধারণ করবে।

 

Read more!
Advertisement
Advertisement