Advertisement

Volleyball Player Suicide Dhupguri: প্রতিশ্রুতিবান ভলিবল খেলোয়াড়ের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে ধূপগুড়িতে চাঞ্চল্য

Volleyball Player Suicide Dhupguri: প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলেই মনে করা হচ্ছে। তবে কী কারণে এমন চরম পদক্ষেপ নিল অমিত, তা নিয়ে ধোঁয়াশায় পরিবার ও স্থানীয়রা। জানা গিয়েছে, ওই ভলিবল খেলোয়াড়ের নাম অমিত রায় (২১)। তিনি স্থানীয় ঝাড়আলতা ১ নং গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত উত্তরকাঠুলিয়া গ্রামের বাসিন্দা।

 প্রতিশ্রুতিবান ভলিবল খেলোয়াড়ের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে ধূপগুড়িতে চাঞ্চল্য প্রতিশ্রুতিবান ভলিবল খেলোয়াড়ের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে ধূপগুড়িতে চাঞ্চল্য
Aajtak Bangla
  • ধূপগুড়ি,
  • 30 Jun 2025,
  • अपडेटेड 10:47 PM IST

Volleyball Player Suicide Dhupguri: রাজ্য পর্যায়ের ভলিবল খেলোয়াড়ের ঝুলন্ত দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়াল। জলপাইগুড়ির ধূপগুড়িতে ওই তরুণ ভলিবল খেলোয়াড়ের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে। খবর পেয়ে ডাউকিমারি ফাড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে নিয়ে যায় সেখান থেকে জলপাইগুড়ি মর্গে পাঠানো হয় ময়নাতদন্তের জন্য।

প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলেই মনে করা হচ্ছে। তবে কী কারণে এমন চরম পদক্ষেপ নিল অমিত, তা নিয়ে ধোঁয়াশায় পরিবার ও স্থানীয়রা। জানা গিয়েছে, ওই ভলিবল খেলোয়াড়ের নাম অমিত রায় (২১)। তিনি স্থানীয় ঝাড়আলতা ১ নং গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত উত্তরকাঠুলিয়া গ্রামের বাসিন্দা।

পরিবার সূত্রে জানা গিয়েছে, রোজকার মতো রবিবার রাতেও নিয়মমতো ঘুমোতে গিয়েছিলেন অমিত। এদিন সকালে না ওঠায়, অমিতের মা কবিতা রায় ঘরে ছেলেকে ডাকতে গিয়ে দেখেন, ঘরের ভেতরে ফাঁস লাগানো অবস্থায় ঝুলছে ছেলের দেহ। মুহূর্তেই ভেঙে পড়েন তিনি। তার চিৎকারে ছুটে আসেন প্রতিবেশীরা। পরে খবর দেওয়া হয় ডাউকিমারি ফাঁড়ির পুলিশকে।

আরও পড়ুন

স্থানীয়রা জানান, ছোটবেলা থেকেই ভলিবলে দক্ষ ছিল অমিত। পড়াশোনার পাশাপাশি খেলাধুলার প্রতি তাঁর আগ্রহ ছিল বরাবরের। ভলিবলে প্রচুর পুরস্কার জিতেছেন তিনি। স্বপ্ন ছিল ভারতের জাতীয় দলের হয়ে খেলবে একদিন। সেই স্বপ্নপূরণের আগেই আচমকা এমন মৃত্যুতে শোকস্তব্ধ সকলেই।

 

Read more!
Advertisement
Advertisement