Advertisement

একদা স্পিন খেলায় সেরা ছিল, সেই টিম ইন্ডিয়ার হল কী? কারণ বোঝালেন অশ্বিন

হিরো থেকে জিরো, কেন স্পিন খেলতে গিয়ে বিপাকে ভারতীয় ব্যাটাররা, মুখ খুললেন অশ্বিন। তিনি দাবি করেছেন, এই ভারতীয় ব্যাটাররা স্পিনের বিরুদ্ধে এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে খারাপ ব্যাটার।

আর অশ্বিনআর অশ্বিন
Aajtak Bangla
  • দিল্লি,
  • 27 Nov 2025,
  • अपडेटेड 11:32 AM IST
  • স্পিনের বিরুদ্ধে এমন হতশ্রী হাল হল কী করে?
  • অশ্বিন দাবি করেছেন, এই ভারতীয় ব্যাটাররা স্পিনের বিরুদ্ধে এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে খারাপ ব্যাটার।
  • প্রোটিয়াদের সামনে ভারতীয় ব্যাটিংয়ের আত্মসমর্পণ দেখে নিজের ক্ষোভ চেপে রাখেননি অশ্বিন।

সচিন, গাভাসকার, দ্রাবিড়ের ভারতীয় দলের এখন স্পিন খেলাতে 'জুজু'! আজ থেকে মাত্র কয়েক বছর আগেও একথা বিশ্বাস করা ছিল কঠিন। কিন্তু বর্তমানে তা একেবারে দিনের আলোর মতো সত্যি। বিদেশের মাটিতে মান বাঁচালেও দেশের মাটিতে স্পিন খেলতে গিয়ে একেবারে ল্যাজেগোবরে হয়ে পড়েছে পন্থ, গিলরা। কী কারণে ঘরের মাঠে ভারতীয় তারকাদের এমন করুণ হাল, তা নিয়ে এবার মুখ খুললেন খোদ রবিচন্দ্রন অশ্বিন।

বুধবার আরও একবার প্রোটিয়াদের সামনে ভারতীয় ব্যাটিংয়ের আত্মসমর্পণ দেখে নিজের ক্ষোভ চেপে রাখেননি অশ্বিন। বিস্ফোরক ভাবেই তিনি বলেছেন, এই ভারতীয় ব্যাটাররা স্পিনের বিরুদ্ধে এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে খারাপ ব্যাটার। নিজের কথার স্বপক্ষে অবশ্য যুক্তিও দিয়েছেন প্রাক্তন ভারতীয় স্পিনার।  

স্পিনের বিরুদ্ধে এমন হতশ্রী হাল হল কী করে?

অশ্বিনের দাবি, বর্তমানে কিউরেটররা দেশের প্রতিটি ভেন্যুতেই প্রথম শ্রেণির ক্রিকেটের জন্য স্পোর্টিং উইকেট তৈরি করছে। এরফলে বিদেশের মাটিতে ভারত ভাল পারফর্ম করছে, সেখানে পেসাররাও দারুণ ভাবে সাহায্য পাচ্ছেন। ভারতীয় ব্যাটাররা পেস খেলতে আগে থেকেই অভ্য়স্ত থাকছেন। কিন্তু এরফলে স্পিনের বিরুদ্ধে ব্যাটারদের দুর্বলতা প্রকট হয়ে ধরা পড়ছে।

উল্লেখ্য বিষয় হল, ভারতের বিরুদ্ধে সিরিজ খেলতে এসে গিল, পন্থ ও কেএল রাহুলদের নাকানি চোবানি খাইয়েছেন প্রোটিয়া স্পিনাররা। বিশেষ করে সাইমন হারমার তুলে নিয়েছেন ১৭টি উইকেট। পাশাপাশি কেশব মহারাজের সংগ্রহেও রয়েছে ৬টি উইকেট। এই দুইয়ের জুটির সামনেই স্পষ্টতই অসহায় দেখিয়েছে ভারতীয় ব্যাটারদের। যার ফলে আরও একবার টিমের গায়ে লাগল হোয়াইট ওয়াশ হওয়ার দাগ। আর তাতেই তীব্র ক্ষোভ উগরে গিয়েছেন খোদ রবিচন্দ্রন অশ্বিনও।

Read more!
Advertisement
Advertisement