Advertisement

Virat Rohit Retirement: বিরাট, রোহিত টেস্ট ছেড়েছিলেন টিমে অশান্তির জন্য? বিস্ফোরক দাবি মনোজের

টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়ে নিয়েছেন বিরাট কোহলি এবং রোহিত শর্মা। তাঁদের ছাড়াই এখন লাল বলের ক্রিকেটে মাঠে নামে ভারত। আর ভারতের দুই তারকা ব্যাটারের অবসর নিয়ে বড় দাবি করলেন বাংলার প্রাক্তন ক্রিকেটার মনোজ তিওয়ারি। তাঁর মতে, রো-কো কে বাধ্য করা হয়েছিল টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার জন্য। দলের মধ্যে খারাপ আবহাওয়ার থাকার জন্যই তাদের এই সিদ্ধান্ত নিতে হয়েছিল বলে মনে করা হচ্ছে।

কেন অবসর নিয়েছিলেন বিরাট, রোহিত?কেন অবসর নিয়েছিলেন বিরাট, রোহিত?
Aajtak Bangla
  • কলকাতা,
  • 20 Nov 2025,
  • अपडेटेड 1:50 PM IST
  • টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়ে নিয়েছেন বিরাট কোহলি এবং রোহিত শর্মা
  • তাদের ছাড়াই এখন লাল বলের ক্রিকেটে মাঠে নামে ভারত
  • ভারতের দুই তারকা ব্যাটারের অবসর নিয়ে বড় দাবি করলেন বাংলার প্রাক্তন ক্রিকেটার মনোজ তিওয়ারি

টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়ে নিয়েছেন বিরাট কোহলি এবং রোহিত শর্মা। তাঁদের ছাড়াই এখন লাল বলের ক্রিকেটে মাঠে নামে ভারত। আর ভারতের দুই তারকা ব্যাটারের অবসর নিয়ে বড় দাবি করলেন বাংলার প্রাক্তন ক্রিকেটার মনোজ তিওয়ারি। তাঁর মতে, রো-কো কে বাধ্য করা হয়েছিল টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার জন্য। দলের মধ্যে খারাপ আবহাওয়ার থাকার জন্যই তাদের এই সিদ্ধান্ত নিতে হয়েছিল বলে মনে করা হচ্ছে।

চলতি বছরেই ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে অবসর ঘোষণা করেন এই দুই ক্রিকেটার। আর সেই রিটায়ারমেন্টের পিছনে দলের অন্দরের বিশৃঙ্খলাই দায়ী ছিল বলে মনে করেন মনোজ।

গম্ভীরকে নিয়েও তুলেছেন প্রশ্ন

প্রথম টেস্টে হারার পর গম্ভীর জানান, ভারতীয় দল একটা পরিবর্তন বা ট্রানজিশনের মধ্যে যাচ্ছে। সেই কারণেই বাজে ভাবে হেরে যায় ভারত। যদিও কোচের এই দাবিকে পাত্তা দিতে নারাজ মনোজ। তাঁর মতে, আমাদের দেশে প্রতিভার কোনও অভাব নেই। তাই এখানে কোনও ট্রানজিশনের প্রয়োজন হয় না। এগুলি ছোট ছোট দলের প্রয়োজন হয়। পাশাপাশি দলের মধ্যে খারাপ আবহাওয়ার জন্যই যে লাল বলের ক্রিকেট থেকে রোহিত ও বিরাটকে বেরিয়ে আসতে হয়েছে, সেটা সম্পর্কেও জানালেন তিনি।

মনোজ ইন্ডিয়া টুডেকে বলেন, 'এই যে ট্রানজিশন ফেজ নিয়ে কথা হচ্ছে, আমি এটার সঙ্গে সহমত নই। নিউজিল্যান্ড বা জিম্বাবয়ের ট্রানজিশনের দরকার পড়ে। আমাদের ঘরোয়া ক্রিকেটে প্রচুর প্রতিভা। তাঁরা সুযোগের অপেক্ষায়। তবে অহেতুক একটা ট্রানজিশনের জন্য আমাদের স্টার প্লেয়ার বিরাট এবং রোহিত, যাঁরা খেলতে চাইছিল টেস্ট ক্রিকেট, যাঁরা এর মর্যাদা রক্ষা করতে চেয়েছিল, তারা খারাপ আবহাওয়ার জন্য পিছিয়ে আসলেন।'

এছাড়া প্রথম টেস্টে ভারতের করুণ পরিণতির জন্যও গম্ভীরকে এক হাত নেন মনোজ। তাঁর মতে, হেড কোচ হিসেবে গম্ভীরের দায়িত্ব প্লেয়ারদের স্পিন খেলার টেকনিক ঠিক করা।

তিনি বলেন, 'তুমি শুধু প্লেয়ারদের টেকনিককে দোষ দিতে পার না। কোচ হিসাবে তোমার দায়িত্ব হল শেখানোর, দোষ দেওয়া নয়। যদি কোনও ব্যাটারের ভাল ডিফেন্স না থাকে, তাহলে ম্যাচের আগে কেন তাদের ম্যাচের আগে শিখিয়ে দেওয়া হচ্ছে না? নিজের সময় স্পিন দারুণ খেলত গম্ভীর। তাঁর আরও শেখানো উচিত। রেজাল্ট কিন্তু ভারতের দিকে নেই।'

Advertisement

অর্থাৎ এই হারের জন্য তিনি সবথেকে বেশি দোষ দিলেন গম্ভীরকে। ভারতের হেড কোচ যদি ঠিকমতো শেখাতেন, তাহলে এই দিনটা দেখতে হতো না বলেই মত তাঁর।

Read more!
Advertisement
Advertisement