
ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ ড্র, ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে জিতলেও, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঘরের মাঠে ফের হোয়াইট ওয়াশ। ফলে পরের সার্কেলে ভারতীয় দলের (Team India) পক্ষে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (World Test Championship) ফাইনালে ওঠা বেশ সমস্যার হয়ে গিয়েছে। এ ব্যাপারে নিজের মত দিয়েছেন ধারাভাষ্যকার ও প্রাক্তন ক্রিকেটার আকাশ চোপড়া। তিনি মনে করেন, ভারতের পক্ষে ফাইনালে ওঠা বেশ কঠিন।
আকাশ চোপড়া তাঁর ইউটিউব চ্যানেলে জানিয়ে দিয়েছেন, পরিস্থিতি যা তাতে ভারত যদি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে পারে তবে তা হবে মিরাকল। তিনি বলেছেন, 'আমরা WTC টেবিলে পাঁচ নম্বরে আছি। আমার মনে হয় না আমরা যোগ্যতা অর্জন করতে পারব। যদি আমরা যোগ্যতা অর্জন করি, তাহলে এটা হবে একটা বিরাট অলৌকিক ঘটনা। আমাদের শ্রীলঙ্কা এবং নিউজিল্যান্ডে তাদের দেশে মুখোমুখি হতে হবে। তারপর আমাদের ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচটি ম্যাচ খেলতে হবে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১০০ শতাংশ পয়েন্ট পাওয়া প্রায় অসম্ভব। বর্তমানে আমাদের ৫০ শতাংশেরও কম পয়েন্ট আছে, যা ভাল জিনিস নয়।'
বর্তমানে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (২০২৫-২৭) পয়েন্ট টেবিলে ১০০ শতাংশ পয়েন্ট নিয়ে অস্ট্রেলিয়া প্রথম স্থানে রয়েছে। দক্ষিণ আফ্রিকা ৭৫ শতাংশ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। শ্রীলঙ্কা (৬৬.৬৭ শতাংশ) তৃতীয়, পাকিস্তান (৫০ শতাংশ) চতুর্থ এবং ভারত (৪৮.১৫ শতাংশ) পঞ্চম স্থানে রয়েছে।
WTC ফাইনালে ওঠার দৌড়ে টিকে থাকতে হলে বাকি নয়টি ম্যাচের মধ্যে কমপক্ষে সাতটি জিততে হবে ভারতীয় দলকে। ২০২৬ সালের আগস্টে শ্রীলঙ্কায় দুই টেস্টের সিরিজ খেলবে টিম ইন্ডিয়া। এরপর অক্টোবর-নভেম্বর মাসে নিউজিল্যান্ডে একই সংখ্যক ম্যাচ খেলবে ভারত। এ দিকে, ২০২৭ সালের জানুয়ারি-ফেব্রুয়ারিতে, ভারতীয় দল ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ ম্যাচের সিরিজ খেলবে। এর মধ্যে প্রয়োজনীয় পয়েন্ট ভারতীয় দল সংগ্রহ করতে পারে কিনা সেটাই দেখার।