Advertisement

Who is Zain Naqvi : ২৬ বলে সেঞ্চুরি, পরপর ছয় ছক্কা; IPL-এর মধ্যেই বিস্ফোরক ব্যাটিং এই ব্যাটারের

IPL চলছে। কোটি কোটি মানুষের নজর এই টুর্নামেন্টের দিকে। তারই মধ্যে শিরোনামে চলে এল T-10 ইউরোপিয়ান লিগ। সৌজন্যে, ব্যাটার জেন নকভি। মাত্র ৩৭ বলে ১৬০ রান তোলেন তিনি। যা রেকর্ড। তাঁর ব্যাটের দাপটে ধরাশায়ী বিপক্ষের বোলাররা। 

Zain NaqviZain Naqvi
Aajtak Bangla
  • দিল্লি ,
  • 16 Apr 2025,
  • अपडेटेड 5:36 PM IST
  • IPL চলছে, কোটি কোটি মানুষের নজর এই টুর্নামেন্টের দিকে
  • তারই মধ্যে শিরোনামে চলে এল T-10 ইউরোপিয়ান লিগ

IPL চলছে। কোটি কোটি মানুষের নজর এই টুর্নামেন্টের দিকে। তারই মধ্যে শিরোনামে চলে এল T-10 ইউরোপিয়ান লিগ। সৌজন্যে, ব্যাটার জেন নকভি। মাত্র ৩৭ বলে ১৬০ রান তোলেন তিনি। যা রেকর্ড। তাঁর ব্যাটের দাপটে ধরাশায়ী বিপক্ষের বোলাররা। 

এই T-10 ম্যাচটি ১৬ এপ্রিল ইতালির বোলোগনায় সিভিডেট এবং মারখোর মিলানোর মধ্যে অনুষ্ঠিত হয়। প্রথমে ব্যাট করে মারখোর মিলানো নির্ধারিত ১০ ওভারে ২১০ রান তোলে। উইকেটরক্ষক ব্যাটসম্যান ও মারখোর মিলানো দলের ক্যাপ্টেন জেন নকভি ম্যাচের সেরা হন। মাত্র ৩৭ বলে অপরাজিত ১৬০ রানের ইনিংস খেলেন তিনি। 

তাঁর সামনে টিকতে পারেনি বিপক্ষ দলের কোনও বোলার। ২৪ ছক্কা এবং ২ চার দিয়ে সাজানো ছিছল তাঁর ইনিংস। এই ইনিংসে জেন নকভির স্ট্রাইক রেট ছিল ৪৩২.৪৩। মাত্র ২৬ বলে সেঞ্চুরি করেন তিনি। আরও একটি রেকর্ড করেন ওই ব্যাটার। ইনিংসের শেষ ওভারে ছয়টি বলের সব কটিতে ছক্কা মারেন তিনি। 

আরও পড়ুন

সিভিডেটের হয়ে শেষ ওভারে বল করে আসেন গুরপ্রীত সিং। তার আগে এক ওভার বল করেছিলেন তিনি। ওই দুই ওভারে গুরপ্রীতের বলে ৫৩ রান তোলেন নকভি। 

তবে সিভিডেট দল রান তাড়া করতে নেমে ব্যর্থ হয়। বল হাতে তাঁরা যেমন ব্যর্থ হয়েছিল, ব্যাট হাতেও সাফল্যের মুখ দেখতে পাননি। মাত্র ৯ ওভারে ১০৬ রানে অলআউট হয় ব্যাটাররা। পরাজিত দলের পক্ষে সর্বোচ্চ ৩৪ রান করেন শাহবাজ মাসুদ। মারখোর মিলানোর হয়ে সবচেয়ে সফল বোলার রাফাতুর রাফাত, যিনি নেন ৪ উইকেট। যেখানে ফারাজ আলি পান ৩ উইকেট। 

জেন নকভি সাধারণত ইতালীয় দলের হয়ে খেলেন। ২৩ বছর বয়সী  নকভি ৪টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে ইতালির প্রতিনিধিত্ব করেছেন। যেখানে ৪ ম্যাচে করেছিলেন মাত্র ৭ রান।

 

Read more!
Advertisement
Advertisement