ভারতীয় দলের ক্রিকেটারদের নিয়ে আরও কড়া হল বিসিসিআই-এর নিয়ম। এই ৯ নির্দেশ না মানলে হতে পারে বড় শাস্তি। খোয়াতে হতে পারে সেন্ট্রাল কন্ট্রাক্ট, এমনকি আইপিএল-থেকেও ব্যান হতে পারেন সেই ক্রিকেটার।