গাব্বা টেস্ট জেতার কোনও সুযোগ নেই। তাই হার বাঁচাতে মরিয়া রোহিত বাহিনী। অস্ত্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্ট জিতলেও, দ্বিতীয় টেস্টে হারতে হয় ভারতকে। তৃতীয় টেস্টে হার এড়ানোই চ্যালেঞ্জ। সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলে বেঁচে থাকবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যাওয়ার আশা।