
নোবেলে শান্তি পুরস্কার চেয়েছিলেন। পেলেন ফিফার শান্তি পুরস্কার। অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে ছিলেন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেন, 'বিশ্ব যখন অস্থির, সেই সময় যাঁরা ঐক্যবদ্ধ করেছেন, তাঁদের সম্মান জানানো দরকার। এর মধ্যে রয়েছেন ট্রাম্প।'
পুরস্কার তুলে দেওয়ার আগে যে প্রোমো দেখানো হয়, সেখানে ট্রাম্পের সঙ্গে দেখা যায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। ফিফার ভাষায়, শান্তির জন্য ব্যতিক্রমী পদক্ষেপ নেওয়ার জন্যই এবার শান্তি পুরস্কার পেলেন ট্রাম্প। ট্রাম্পের হাতে শান্তি পুরস্কারের পদক তুলে দেন ফিফা সভাপতি। ট্রাম্পকে যে শংসাপত্র তুলে দেওয়া হয়, তা পড়ে শোনান তিনি। সেখানে বলা হয়, বিশ্বের ফুটবলপ্রেমী কোটি কোটি মানুষের পক্ষ থেকে এই পুরস্কার দেওয়া হয়েছে।
বিশ্বের বিভিন্ন জায়গায় যুদ্ধ ও সংঘাত থামিয়ে বিশ্বব্যাপী শান্তি বার্তা নিয়ে আসায় ডোনাল্ড ট্রাম্পকে প্রথম ফিফা শান্তি পুরস্কার দেওয়া হয়েছে। ফুটবল বিশ্বকে একত্রিত করে আর শান্তির বার্তা পাঠায়। আর ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ বন্ধ করে শান্তি এনে সেই বার্তাটা ছাড়িয়ে দিয়েছেন বলেই এই পুরস্কার পেয়েছেন। ট্রাম্পের হাতে শান্তি পুরস্কারের পদক তুলে দিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইফান্তিনো। এর জন্য যে সার্টিফিকেটটি দেওয়া হয়েছে, সেখান থেকে একটা অংশ পড়ে শোনান তিনি। সেখানে বলা হয়, এটা বিশ্বের ফুটবলপ্রেমী কোটি কোটি মানুষের পক্ষ থেকে এই পুরস্কার দেওয়া হয়েছে।
এবার ফিফা শান্তি পুরস্কার পেয়ে ফের জোর গলায় ট্রাম্প বলেন, 'আমার জীবনের অন্যতম সেরা সম্মাননা এটা। লক্ষ লক্ষ মানুষের জীবন বাঁচিয়েছি আমরা। কঙ্গোয় ১ কোটি মানুষ মারা গিয়েছিল। পরিস্থিতি এমন ছিল যে, খুব দ্রুত আরও ১ কোটি মৃত্যুর দিকে যাচ্ছিল। ভারত ও পাকিস্তানের ক্ষেত্রেও আমরা যুদ্ধ শুরু হওয়ার ঠিক আগেই তা থামাতে পেরেছি।'
মার্কিন প্রেসিডেন্ট আগেও জানিয়েছিলেন, আটটি যুদ্ধ থামিয়েছেন তিনি। রাশিয়া-ইউক্রেন যুদ্ধও থামাবেন তিনি। তবে তাঁরা যে ভারত ও পাকিস্তানর সংঘর্ষ থামিয়েছেন সে কথাও এর আগেও বলেছেন তিনি। যদিও নয়াদিল্লি একাধিকবার তাঁর দাবি খারিজ করেছে।