
সাফ ক্লাব কাপ চ্যাম্পিয়ন হয়ে আসার পরেই ইন্ডিয়ান উইমেন্স লিগে নেমে পড়তে হয়েছে ইস্টবেঙ্গলের মহিলা দলকে। আর এ নিয়েই ক্ষুব্ধ লাল-হলুদ ক্লাব। প্রথম ম্যাচে সেতু এফসি-র বিরুদ্ধে জয় পেলেও, সূচি নিয়ে ক্ষোভ যাচ্ছে না ক্লাব কর্তাদের। বারবার এই ধরণের সমস্যায় ফেলা হয় তাদের। এমনটাই অভিযোগ কর্তাদের। ইতিমধ্যেই সূচি বদলের আবেদন জানিয়ে চিঠিও দিয়েছেন তাঁরা।
কী অভিযোগ ইস্টবেঙ্গলের?
বৃহস্পতিবার বড়দিনের সেলিব্রেশনে মহিলা দলকে পুরস্কার তুলে দেওয়া হয়। তবে দলের কোচ অ্যান্থনি অ্যান্ড্রুজ থেকে শুরু করে কর্তারা সকলেই চিন্তিত একের পর এক ম্যাচ নিয়ে। ফুটবলারদের দক্ষতা প্রমাণিত হলেও এক সপ্তাহের মধ্যে ৩টে করে ম্যাচ খেলতে হওয়ায় শারীরিক সমস্যা দেখা দিচ্ছে বলে আশঙ্কা। শীর্ষকর্তা দেবব্রত সরকার বলেন, 'ইন্ডিয়ান ফুটবলে এটাই দুর্ভাগ্যের। শুধু মহিলাদের ক্ষেত্রে নয়, দীর্ঘদিন ধরে আমাদের ছেলেদের দলের সূচিও এই রকমই হচ্ছে। আমরা বারবার অনুরোধ করছি, একটা দল দেশকে প্রতিনিধিত্ব করতে গিয়েছে, সেখানে গিয়ে একটা আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে হয়েছে। তারপর আবার একটা আবহাওয়ার সঙ্গে তাদের মানাতে হয়েছে। তার দুই দিনের ভেতরে আমাদের ম্যাচ দেওয়া হল। এটা অমানবিক। এমন অমানবিক কাজ দীর্ঘ বছর ধরে হয়ে আসছে।'
সূচি বদলের আবেদন নিয়ে চিঠি
ইন্ডিয়ান উইমেন্স লিগের ম্যাচের মাঝে ফুটবলারদের স্বাস্থ্যের কথা ভেবে তাদের কিছুদিন বিশ্রাম দেওয়া দরকার। আর সে কারণেই ভারতীয় ফুটবল ফেডারেশনকে চিঠি দিয়েছে ইস্টবেঙ্গল। দেবব্রত সরকার বলেন, 'ইতিমধ্যেই আমরা কথা বলেছি। চিঠি দিয়েছি। যাতে ২৭ তারিখের ম্যাচ পিছিয়ে অন্য কোনও দিন করা যায়। অন্তত ২-৩ দিন ফুটবলরদের বিশ্রাম নিতে দাও। ওদের মাসল ক্র্যাম্প ধরে যাচ্ছে। দেশকে প্রতিনিধিত্ব করতে গিয়ে যদি এরকম সমস্যায় পড়তে হয়, এর থেকে দুর্ভাগ্যজনক কিছু নেই।'
এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে এফসি গোয়ার প্রতিবাদ নিয়েও নিজের মত প্রকাশ করেছে দেবব্রত সরকার। তিনি মনে করেন, ভারতীয় ফুটবলে ডামাডোল আজকের নয়, অনেকদিন ধরেই তা চলছে। তবুও তাঁর বিশ্বাস এ মরসুমে আইএসএল হবেই। ইস্টবেঙ্গল শীর্ষকর্তা বলেন, 'ভারতীয় ফুটবলে অস্থিরতা, অব্যবস্থা দীর্ঘদিন ধরে রয়েছে। তবে আমার বিশ্বাস আইএসএল হবে। আমার বিশ্বাস আইএসএল হবে।'