সুপার কাপের (Super Cup 2025) আগে প্রস্তুতি ম্যাচে চেন্নাইয়েন এফসি-র বিরুদ্ধে জয় স্বস্তি দিলেও, ইস্টবেঙ্গল (East Bengal) সরগরম অস্কার ব্রুজো বনাম ক্লেইটন সিলভার ঝামেলায়। আইএসএল জয়ের উৎসব যখন পড়শি ক্লাব ব্যস্ত তখনই ইস্টবেঙ্গল মগ্ন সুপার কাপের প্রস্তুতিতে। গতবছরের চ্যাম্পিয়ন। ফলে প্রত্যাশা অনেক।
কী ঘটেছে ক্লেইটন ও অস্কারের মধ্যে?
আনোয়ার আলির গোলে ম্যাচটি ১-০ জিতলেও। তাল কাটে অস্কার ব্রুজো বনাম ক্লেইটন সিলভার মনকষাকষিতে। পরিবর্ত হিসেবে ব্রাজিলিয়ান স্ট্রাইকারকে নামিয়েছিলেন কোচ। সূত্রের খবর, ক্লেইটনকে নিজের পছন্দের জায়গা থেকে সরিয়ে অন্য একটি জায়গায় খেলাচ্ছিলেন অস্কার। শুরু থেকেই ক্লেইটনকে নির্দেশ দিচ্ছিলেন বিপক্ষকে চাপ দেওয়ার। ক্লেইটন সেই নির্দেশ মানেননি। বরং, তিনি নিজের মতোই খেলবেন বলে জানান। এতেই অস্কার ক্রুদ্ধ হন। ক্লেইটনকে ফের নিজের জায়গায় খেলতে বলেন। এবার কোচের সঙ্গে তর্ক শুরু করেন ক্লেইটন। এবং মাঠ ছেড়ে বেরিয়ে যান। সাজঘরে গিয়ে পোশাক বদলে সোজা হোটেলেও ফিরে যান। ক্লেইটনের এমন আচরণে হতবাক সকলেই। যদিও কোচ বা ক্লেইটন কেউই এ ব্যাপারে মুখ খোলেননি।
প্রস্তুতি ম্যাচ জিতল ইস্টবেঙ্গল
তাছাড়া খেতাব রক্ষা করতে পারলে অন্তত সর্বভারতীয় ট্রফি জয়ের গরিমা ধরে রাখা যাবে। শুধু তাই নয়, পাওয়া যাবে এএফসিতে খেলার সুযোগও। সেই জন্য কড়া অনুশীলন এবং পাশাপাশি প্র্যাকটিস ম্যাচে ঝালিয়ে নেওয়ায় কাজে ব্যস্ত লাল হলুদ ফুটবলাররা। রবিবার সকালে নিউটাউনে ফেডারেশনের সেক্টার অফ এক্সিলেন্সে চেন্নাইয়িন এফসি-র সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলে ইস্টবেঙ্গল।
গত বছর ছিলেন দারুণ ছন্দে
গতবছর সুপার কাপে দুরন্ত ফুটবল খেলে দলকে চ্যাম্পিয়ন করতে বড় ভূমিকা নিয়েছিলেন ব্রাজিলীয় স্ট্রাইকার। কিন্তু নতুন মরসুমে আগের ছন্দে নেই। মাঝে চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন। আইএসএলের শেষ ম্যাচে ফেরেন। এবার সুপার কাপ। ক্লেইটন নিজেকে ফিরে পেতে চাইছেন। যদিও ক্লেইটনসহ কয়েকজন ফুটবলারের ফিটনেস,আচরণ নিয়ে অনেকদিন ধরেই বিরক্ত অস্কার।
হাতে বিকল্প না থাকায় ও ট্রান্সফার উইন্ডো না থাকায় ক্লেইটনের মত অপছন্দের ফুটবলারদের আইএসএলে খেলিয়েছেন। নতুন মরসুমে অস্কার ডাগ আউটে থাকলে যে অপছন্দের ফুটবলারদের বিদায় নিশ্চিত সেটা সকলেই জানেন। সেই হতাশা থেকেই কি ক্লেইটনের এমন আচরণ? প্রশ্ন থাকছেই।