Advertisement

East Bengal vs Diamond Harbour FC: ডায়মন্ড ম্যাচের আগে শক্তি বাড়াল ইস্টবেঙ্গলের, চোট সারিয়ে দলে ২ তারকা

কলকাতা লিগের প্রিমিয়ার ডিভিশনের চাম্পিয়নশিপের ম্যাচে রবিবার ইস্টবেঙ্গলের বিরদ্ধে নামছে ডায়মন্ড হারবার এফসি। সেই ম্যাচে নামার আগে কিছুটা স্বস্তিতে লাল-হলুদ। কারণ দুই তারকা সায়ন বন্দ্যোপাধ্যায় ও জেসিন টিকে এই ম্যাচে ফিরছেন। তবে গোড়ালির চোটের জন্য দলে নেই সৌভিক চক্রবর্তী। ডায়মন্ড হারবারের বিরদ্ধে ম্যাচ কঠিন হবে সেটা সকলেই জানেন। তবে এবারের ম্যাচ বদলার।

ইস্টবেঙ্গল ও ডায়মন্ড হারবারইস্টবেঙ্গল ও ডায়মন্ড হারবার
জাগৃক দে
  • কলকাতা,
  • 13 Sep 2025,
  • अपडेटेड 1:39 PM IST

কলকাতা লিগের (Kolkata League) প্রিমিয়ার ডিভিশনের চাম্পিয়নশিপের ম্যাচে রবিবার ইস্টবেঙ্গলের (East Bengal vs Diamond Harbour FC) বিরদ্ধে নামছে ডায়মন্ড হারবার এফসি। সেই ম্যাচে নামার আগে কিছুটা স্বস্তিতে লাল-হলুদ। কারণ দুই তারকা সায়ন বন্দ্যোপাধ্যায় (Sayan Banerjee) ও জেসিন টিকে (Jesin TK) এই ম্যাচে ফিরছেন। তবে গোড়ালির চোটের জন্য দলে নেই সৌভিক চক্রবর্তী। ডায়মন্ড হারবারের বিরদ্ধে ম্যাচ কঠিন হবে সেটা সকলেই জানেন। তবে এবারের ম্যাচ বদলার।

চ্যাম্পিয়নশিপ রাউন্ডের প্রথম ম্যাচে বড় জয় পেয়েছে ইস্টবেঙ্গল
দলে তিন তারকা না থাকলেও ইউনাইটেড কলকাতার বিরুদ্ধে ৩ গোলে জয় পেয়েছে লাল-হলুদ। এবার দ্বিতীয় ম্যাচে ডায়মন্ড হারবারের বিরুদ্ধে প্রায় পুরো শক্তি নিয়েই মাঠে নামছে লাল-হলুদ। তবে সিনিয়র দল থেকে কোনও ফূটবলারের নতুন করে কলকাতা লিগের দলে যোগ দেওয়ার কোন খবর নেই। এই ম্যাচের আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ইস্টবেঙ্গল কোচ বিনো জর্জ বলেন, 'আমরা জানি ওরা সব শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়বে। ওদের দলে প্রচুর ফুটবলার। আই লিগ কবে থেকে শুরু হবে তা এখনও ঠিক হয়নি। ফলে সিনিয়র দলের ফুটবলাররা খেলবে। আমরা সেটা বুঝেই স্ট্র্যাটেজি ঠিক করেছি।'
 

'বদলার ম্যাচ নয়'
ডুরান্ড কাপের সেমিফাইনালে এই ডায়মন্ড হারবারের বিরুদ্ধেই হারতে হয়েছিল ইস্টবেঙ্গলের সিনিয়র দলকে। ইস্টবেঙ্গল রিজার্ভ দলের কোচ বিনো এই ম্যাচকে একেবারেই বদলার হিসেবে দেখছেন না। তবে দলে দুই ফুটবলার ফিরে আসায় বেশ খুশি বিনো। তিনি বলেন, 'আমাদের দলে দুই ফুটবলার সায়ন আর জেসিন ফিরছে। এটা বদলার কিছু নয়। সিনিয়র দলও মাঝেমধ্যে ফেল করে। আমরা জেতার জন্য চেষ্টা করব। এই দুই ফুটবলার ফিরে আসায়, দল আরও শক্তশালি হয়েছে। এটা আমাদের কাছে দারুণ খবর।' 

পাশাপাশি রবিবারের ম্যাচ নিয়ে সতর্ক ইস্টবেঙ্গল। বিনো বলেন, 'ইস্টবেঙ্গল বা মোহনবাগানের বিরুদ্ধে যে কোনও দলই বাড়তি উদ্যোম নিয়ে নামে। আমারা হারলে ওরা আরও উজ্জীবিত হবে। সেই কারণে আমাদের সতর্ক থাকতে হবে।' এবারের কলকাতা লিগে খেলতে দেখা গিয়েছিল মাতন্ড রায়নার মতো সিনিয়র দলের ফুটবলারদের। তবে সিনিয়র দল থেকে কোনও ফুটবলারকে এই ম্যাচে দেখা যাবে না। বিনো বলেন, 'সিনিয়র দলের এখন ছুটি চলছে। ফলে সেখান থেকে কোনও ফুটবলার এই দলে আসছে না।'            

Advertisement

Read more!
Advertisement
Advertisement