Advertisement

East Bengal: হিজাজি-ক্লেইটনের চোট, আরও চাপে ইস্টবেঙ্গল, মুম্বই ম্যাচে দল কেমন?

সময়টা একেবারেই ভাল যাচ্ছে না ইস্টবেঙ্গলের (East Bengal)। গুরুত্বপূর্ণ সময় পরপর ফুটবলারদের চোট দলের সমস্যা আরও বাড়িয়ে দিয়েছে। মুম্বই (Mumbai City FC vs East Bengal) ম্যাচের আগে ডিফেন্স সাজাতে হিমসিম খাচ্ছেন অস্কার ব্রুজো। হেক্টর ইউস্তে (Hector Yuste) ফিরে এলেও কতটা খেলার মতো জায়গায় আছেন তা দেখতে হবে। তার মধ্যেই আবার হিজাজি মাহের (Hijazi Maher) চোট পেয়ে বাকি মরসুমের জন্য দলের বাইরে। যা সমস্যা আরও বাড়িয়েছে।

ইস্টবেঙ্গল দলইস্টবেঙ্গল দল
Aajtak Bangla
  • কলকাতা,
  • 30 Jan 2025,
  • अपडेटेड 10:58 AM IST

সময়টা একেবারেই ভাল যাচ্ছে না ইস্টবেঙ্গলের (East Bengal)। গুরুত্বপূর্ণ সময় পরপর ফুটবলারদের চোট দলের সমস্যা আরও বাড়িয়ে দিয়েছে। মুম্বই (Mumbai City FC vs East Bengal) ম্যাচের আগে ডিফেন্স সাজাতে হিমসিম খাচ্ছেন অস্কার ব্রুজো। হেক্টর ইউস্তে (Hector Yuste) ফিরে এলেও কতটা খেলার মতো জায়গায় আছেন তা দেখতে হবে। তার মধ্যেই আবার হিজাজি মাহের (Hijazi Maher) চোট পেয়ে বাকি মরসুমের জন্য দলের বাইরে। যা সমস্যা আরও বাড়িয়েছে।

শুধু তাই নয়, আশঙ্কা বাড়ছে ক্লেইটন সিলভার চোট নিয়েও। কার্ড এবং চোট সমস্যায় বেশ কিছু প্রথম দলের ভারতীয় ফুটবলারদেরও পাচ্ছেন না অস্কার। তাই এমন অবস্থায় প্রথম একাদশ সাজানোই কঠিন হয়ে পড়েছে ইস্টবেঙ্গলের কোচের কাছে।

মুম্বই ম্যাচের আগে অস্কার বলেন, 'ওদের চোট কতটা গুরুতর, সেই বিষয়ে পর্যালোচনা করছি। আমাদের দেখতে হবে ওদের সুস্থ হতে কতটা সময় লাগে। সেটা অল্প সময়ে, মাঝারি সময় অথবা অনেকটা বেশি সময়ের জন্য হতে পারে।' পাশাপাশি নতুন কোনও ফুটবলার নেওয়া হবে কিনা প্রশ্ন করা হলে তিনি বলেন, 'সম্ভবত আগামী সপ্তাহে এই ব্যাপারে ক্লাব কোনও সিদ্ধান্ত নিতে পারে। আগে আমরা দেখে নিই, চোট পাওয়া ফুটবলাররা পুরোপুরি ফিট হতে কতটা সময় নিতে পারে। আশা করি ক্লাব কর্তারা আমরা যাতে মরসুমটা ভালোভাবে শেষ করতে পারি, সেটা নজরে রেখেই কোনও সিদ্ধান্ত নেবেন। বিশেষ করে যেখানে আগামী মার্চ মাসে আমাদের এএফসি চ্যালেঞ্জ লিগের নকআউট ম্যাচ রয়েছে।' 

অন্যদিকে যেটা আশঙ্কা করা হচ্ছিল, সেটাই হল। হিজাজি মাহেরের এমআরআই রিপোর্ট আসার পর দেখা যাচ্ছে তাঁরও মাদিহ তালালের মত গ্রেড থ্রি এসিএল হয়েছে। দ্রুতই তাঁরও অস্ত্রোপচার করাতে হবে, ফলে এই মরশুমে তো বটেই আগামীতেও কবে তিনি মাঠে ফেরত আসবেন তা নিয়ে আশঙ্কায় ইস্টবেঙ্গল সমর্থকরা। 

মুম্বই ম্যাচে ইস্টবেঙ্গলের দল কেমন হতে পারে? 

প্রভসুকান গিল, লালচুংনুঙ্গা, হেক্টর ইউস্তে, নন্দাকুমার, নিশু কুমার, সৌভিক চক্রবর্তী, নাওরেম মহেশ, রিচার্ড সেলিস, পিভি বিষ্ণু, ডিমানটাকোস, ডেভিড লালরানসাঙ্গা

Advertisement
Read more!
Advertisement
Advertisement