Advertisement

East Bengal: মোহনবাগানের আপত্তি, ডুরান্ডে বিদেশি খেলাবে ইস্টবেঙ্গল?

ডুরান্ড কাপে বিদেশি খেলানো নিয়ে আপত্তির কথা জানিয়ে চিঠি দিয়েছে মোহনবাগান সুপার জায়েন্ট। তবে শুরু থেকেই বিদেশি খেলাতে চাইছে ইস্টবেঙ্গল। লাল-হলুদের অনুশীলনের প্রথম দিন কোনও বিদেশির দেখা পাওয়া না গেলেও, দ্রুত তারা চলে আসবেন বলে আশাবাদী ইস্টবেঙ্গল শীর্ষকর্তা দেবব্রত সরকার।

ইস্টবেঙ্গলইস্টবেঙ্গল
Aajtak Bangla
  • কলকাতা,
  • 14 Jul 2025,
  • अपडेटेड 2:31 PM IST

ডুরান্ড কাপে বিদেশি খেলানো নিয়ে আপত্তির কথা জানিয়ে চিঠি দিয়েছে মোহনবাগান সুপার জায়েন্ট। তবে শুরু থেকেই বিদেশি খেলাতে চাইছে ইস্টবেঙ্গল। লাল-হলুদের অনুশীলনের প্রথম দিন কোনও বিদেশির দেখা পাওয়া না গেলেও, দ্রুত তারা চলে আসবেন বলে আশাবাদী ইস্টবেঙ্গল শীর্ষকর্তা দেবব্রত সরকার।

ডুরান্ড কাপে প্রথম ম্যাচেই নামছে ইস্টবেঙ্গল। আত তাই রবিবার থেকে প্রস্তুতি শুরু করে দিল লাল-হলুদ শিবির। এখনও অবশ্য কোনও বিদেশি যোগ দেননি দলের সঙ্গে। আসেননি হেড কোচ অস্কার ব্রুজোও। তবে সিনিয়র স্কোয়াডের ভারতীয় সদস্যদের নিয়ে অনুশীলন শুরু করে দিলেন সহকারী কোচ বিনো জর্জ। বিদেশিরা কবে আসবেন জানতে চাওয়া হলে দেবব্রত জানান, 'ভিসা সমস্যা আছে। ঠিক হয়ে গেলেই বিদেশিরা চলে আসবে।' কবে তারা মাঠে নামবেন? এই প্রশ্নের উত্তরে লাল-হলুদ শীর্ষকর্তা বলেন, 'আশা করছি এক সপ্তাহের মধ্যে এ ব্যাপারে সবটা পরিস্কার হয়ে যেতে শুরু করবে।' 

রবিবার যুবভারতীর প্র্যাকটিস গ্রাউন্ডে লাল-হলুদের অনুশীলনে উপস্থিত ছিলেন জনা পনেরো ফুটবলার। পুরনো দলের সৌভিক চক্রবর্তী, মহেশ সিং, লালচংনুঙ্গা, পিভি বিষ্ণু, ডেভিড, মহম্মদ রকিপ, মার্ক জোগানপুইয়া, দেবজিৎ মজুমদার, জিকসন সিংয়ের পাশাপাশি ছিলেন এবার দলে আসা এডমুন্ড লালরিনডিকা, বিপিন সিং, রামসাঙ্গা, মার্তণ্ড রায়নারা। এডমুন্ড ও বিপিনের সঙ্গে যথাক্রমে তিন ও দু'বছরের চুক্তি করার কথা এদিনই ঘোষণা করে ইস্টবেঙ্গল। দিল্লি এফসি-র সঙ্গে লোন পর্ব শেষ হয়ে যাওয়া গুরসিমরুন সিং হাজির ছিলেন অনুশীলনে। 

কবে যোগ দেবেন আনয়াররা?
ছিলেন রিজার্ভ দলের সুমন দে ও গোলকিপার গৌরব সাউ। তবে এদিন অনুপস্থিত ছিলেন আনোয়ার আলি, প্রভসুখন গিল ও নন্দকুমার। আগামী সপ্তাহেই তাঁরা দলে যোগ দেবেন বলে খবর। এদিন গোলকিপার কোচ হিসাব দেখা গেল লাল-হলুদের প্রাক্তনী সন্দ্বীপ নন্দীকে। প্রথম দিন ফুটবলারর ঘণ্টাখানেক ফিজিক্যাল ট্রেনিং করলেন বিনোর নজরদারিতে। অনুশীলেন উপস্থিত ছিলেন ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা দেবব্রত
সরকার, হেড অফ ফুটবল থাংবোই। সিংটো। দু'জনকে দীর্ঘক্ষণ আলোচনাও করতে দেখা যায়। দেবব্রত সরকার। জানান, দ্রুত বাকিরাও চলে আসবেন।

Advertisement
Read more!
Advertisement
Advertisement