Advertisement

East Bengal Transfer News: ইস্টবেঙ্গলে আরও এক তারকা বিদেশি, ট্রান্সফার মার্কেটে ঝড় তুলল লাল-হলুদ

সুপার কাপ জেতার পর থেকেই একের পর এক খবর আসছে ইস্টবেঙ্গল তাঁবু থেকে। এবার আরও এক বিদেশিকে খেলতে দেখা যাবে লাল হলুদ শিবিরে। জেভিয়ার সিভেরিয়োর বদলি চূড়ান্ত করে ফেলল দল।

ফেলিসিও ব্রাউন ফোর্বসফেলিসিও ব্রাউন ফোর্বস
Aajtak Bangla
  • কলকাতা,
  • 01 Feb 2024,
  • अपडेटेड 7:02 PM IST
  • জার্মানি থেকে ফেলিসিও ব্রাউন ফোর্বসকে সই করিয়েছে তারা
  • বৃহস্পতিবারই ক্লাবের তরফে একথা ঘোষণা করা হয়েছে

সুপার কাপ জেতার পর থেকেই একের পর এক খবর আসছে ইস্টবেঙ্গল তাঁবু থেকে। এবার আরও এক বিদেশিকে খেলতে দেখা যাবে লাল হলুদ শিবিরে। জেভিয়ার সিভেরিয়োর বদলি চূড়ান্ত করে ফেলল দল। জার্মানি থেকে ফেলিসিও ব্রাউন ফোর্বসকে সই করিয়েছে তারা। বৃহস্পতিবারই ক্লাবের তরফে একথা ঘোষণা করা হয়েছে। ভারতের ভিসা পেয়ে গেলেই ইস্টবেঙ্গলে এসে যোগ দেবেন ব্রাউন। তবে ডার্বিতে তাঁর খেলার সম্ভাবনা নেই। চলতি ইন্ডিয়ান সুপার লিগের (আইএসএল) বাকি অংশের জন্য তাঁকে আপাতত দলে নেওয়া হয়েছে।

ফেলিসিও ব্রাউন ফোর্বস কোস্টারিকা জাতীয় দলের খেলোয়াড়। তিনি জার্মানিতে জন্মগ্রহণ করেন এবং যুব পর্যায়ে জার্মানির প্রতিনিধিত্ব করেন (U-19 এবং U-20)। তিনি চাইনিজ সুপার লিগের দল কিংদাও হাইনিউ এফসি থেকে আইএসএলে আসেন। ইমামি ইস্টবেঙ্গল পরিবারে ফেলিসিওকে স্বাগত জানিয়ে ইমামি গ্রুপের তরফে বলা হয়েছে, জার্মানি, রাশিয়া, পোল্যান্ড ও চিনে লিগ খেলার অভিজ্ঞতা রয়েছে ফেলিসিও ব্রাউন ফোর্বসের। তিনি কোস্টারিকান জাতীয় দলের প্রতিনিধিত্ব করেছেন। আমরা তাঁকে ইমামি ইস্টবেঙ্গলে স্বাগত জানাই এবং বিশ্বাস করি যে তিনি আমাদের আক্রমণাত্মক দক্ষতায় গুরুত্বপূর্ণ অবদান রাখবেন।'

ফেলিসিওর বিশাল অভিজ্ঞতা তুলে ধরে ইস্টবেঙ্গলের প্রধান কোচ কার্লেস কুয়াদ্রাত বলেছেন, 'আমাদের কাছে ফেলিসিওর মতো শক্তিশালী স্ট্রাইকার রয়েছে, যার দৃঢ় অভিজ্ঞতা রয়েছে।  তিনি ইউরোপ, এশিয়ান ফুটবলে, চাইনিজ সুপার লিগে ২০টিরও বেশি গোল করেছেন। তিনি কয়েক সপ্তাহ আগে চিনে তাঁর মরশুম শেষ করেছেন, তাই আমাদের যেখানে তাঁকে প্রয়োজন সেখানে তিনি দলকে সাহায্য করার জন্য প্রস্তুত থাকবেন।'

আরও পড়ুন

ভারতীয় ফুটবলে যাত্রা শুরু করতে পেরে উচ্ছ্বসিত ফেলিসিও। তিনি বলেছেন, 'ইস্টবেঙ্গলের মতো আইকনিক ক্লাবের হয়ে ভারতে খেলতে পেরে আমি রোমাঞ্চিত। আমার নতুন দল সম্প্রতি সুপার কাপ জিতেছে, তাই আমি তাদের জয়ের জন্য অভিনন্দন জানাতে চাই। আমি আশা করি বিশাল ফ্যানবেসকে খুশি করতে এবং আইএসএলের দ্বিতীয় পর্বে আমার দলের হয়ে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করব। জয় ইস্টবেঙ্গল।'

Advertisement
Read more!
Advertisement
Advertisement