
এবারের আইএসএল নিয়ে ডামাডোল যেন কিছুতেই থামতে চাইছে না। ক্লাব জোটের পক্ষ থেকে আইএসএল আয়োজন করা নিয়ে এআইএফএফ-এর পাশাপাশি কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রকের কাছেও প্রস্তাব পাঠানো হয়েছে। তবে এই জটে সামিল হয়নি ইস্টবেঙ্গল। এ মরসুমের আইএসএল আয়োজন নিয়ে কী মনে করছেন লাল-হলুদ কর্তারা?
ইমামি ইস্টবেঙ্গল কর্তা সন্দীপ আগারওয়াল বলেন, 'আমার বিশ্বাস আইএসএল হবে। এআইএফএফ থেকে আমরা সেই খবরই পেয়েছি। ওরাই লিগটা কিছুদিনের জন্য স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে। ওরা বিভিন্ন ভাবে চেষ্টা করছে। দেখতে চাইছে কীভাবে লিগটা করা যায়। টুর্নামেন্ট হবে। তবে প্রশ্ন হল সময় কম। ৩ থেকে ৪ মাসের মধ্যে লিগ করতে হবে। সে কারণেই ওরা দেখে নিতে চাইছে কীভাবে এই লিগটা করা সম্ভব। আর আমরা খেলার জন্য তৈরি।'
ক্লাব জোটে কেন নেই ইস্টবেঙ্গল? এই প্রশ্নের উত্তরও দিয়েছেন ইমামি গ্ৰুপের ডাইরেক্টর সন্দীপ। তিনি বলেন,'ইস্টবেঙ্গল মনে করে, আমরা খেলার জন্য এসেছি। আয়োজন করার জন্য আসেনি। কিছু ক্লাব আছে, যারা এই লিগটা নিজেরা আয়োজন করতে চায়। আমরা সেই তালিকায় নেই। আমরা খেলতে এসেছি। তাই লিগটা খেলব।'
বাকি সমস্ত দলই একের পর এক ফুটবলার ছেড়ে দিচ্ছে। খরচ কমানোর দিকে জোর দিতে চাইছে। তবে ইস্টবেঙ্গল এখনও এ ব্যাপারে কোনও পদক্ষেপ নেয়নি। কেন খরচ কমানোর রাস্তায় হাঁটছে না ইস্টবেঙ্গল? সন্দীপ বলেন, 'আমি এ ব্যাপারে কোনও মন্তব্য করব না। তবে এখনই এ ব্যাপারে সিদ্ধান্ত নিচ্ছি না। কিছুটা অপেক্ষা করতে চাইছি। অন্য ক্লাব কী করছে সে ব্যাপারে আমি কিছু বলতে পারব না।'
এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে এফসি গোয়ার প্রতিবাদ নিয়েও নিজের মত প্রকাশ করেছে দেবব্রত সরকারও। তিনি মনে করেন, ভারতীয় ফুটবলে ডামাডোল আজকের নয়, অনেকদিন ধরেই তা চলছে। তবুও তাঁর বিশ্বাস এ মরসুমে আইএসএল হবেই। ইস্টবেঙ্গল শীর্ষকর্তা বলেন, 'ভারতীয় ফুটবলে অস্থিরতা, অব্যবস্থা দীর্ঘদিন ধরে রয়েছে। তবে আমার বিশ্বাস আইএসএল হবে। আমার বিশ্বাস আইএসএল হবে।'