Advertisement

FIFA World Cup 2022 Australia vs Denmark: ইতিহাস অস্ট্রেলিয়ার, ২০০৬ সালের পর নক আউটে অজিরা

FIFA World Cup 2022 Australia vs Denmark: এই ম্যাচে জিততেই হবে ডেনমার্ককে। ড্র করতে পারলেও পরের রাউন্ডে চলে যাবে অস্ট্রেলিয়া। গ্রুপের শেষ ম্যাচে মুখোমুখি হচ্ছে দুই দল।

গোল করলেন লেকি
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 30 Nov 2022,
  • अपडेटेड 12:25 AM IST
  • ম্যাচের ফল এখনও ১-0
  • এগোল অস্ট্রেলিয়া

FIFA World Cup 2022 Australia vs Denmark: জিততে হবে ডেনমার্ককে। দুই ম্যাচে তাদের পয়েন্ট মাত্র ১। জিতলে তারা অস্ট্রেলিয়াকে টপকে চার পয়েন্ট পেয়ে যাবে তারা। তবে ড্র করলেও ৫ পয়েন্ট নিয়ে পরের রাউন্ডে যাবে অস্ট্রেলিয়া।

জিতে গেল অস্ট্রেলিয়া

দারুণ লড়াই, তবে শেষ অবধি ১-০ গোলে জিতে পরের রাউন্ডে অস্ট্রেলিয়া। বিদায় নিল তিউনিশিয়া। শেষ অবধি লড়াই করেও গোল শোধ করতে পারেনি ডেনমার্ক।  

গোল

দারুণ কাউন্টার অ্যাটাক থেকে গোল তুলে নিল অস্ট্রেলিয়া। ম্যাচের গতির বিরুদ্ধে গোল করে গেলেন লেকি। এটাই তাঁর বিশ্বকাপে প্রথম গোল। দারুণ বল নিয়ে এগিয়ে যান লেকি। একক দক্ষতায় গোল তুলে নেন তিনি। ১-০ গোলে এগিয়ে গেল অজিরা। 

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আক্রমণে অস্ট্রেলিয়া

দুই মিনিটে দুটি আক্রমণ  তুলে আনছে অজিরা। গোল করলে অনেকটা স্বস্তিতে থাকবেন তারা। 

ডিউকের শট বাঁচালেন শ্মাইকেল

পেনাল্টি বক্সের সামনে থেকে ডান পায়ের জোরাল শট দারুন ভাবে সেভ করলেন শ্মাইকেল।

৩০ মিনিট অতিক্রান্ত

গোল করার চেষ্টায় দুই দল। এখনও গোল হয়নি। আক্রমণ করছে দুই দলই। তবে ডেনমার্কের ঝাঁজ অনেকটা বেশি। সুযোগ বুঝে আক্রমণ করছে অস্ট্রেলিয়াও।  

গোল করতে পারল না অস্ট্রেলিয়া

রাইলে ম্যাকগ্রির শট দারুণ দক্ষতায় সেভ করলেন ডেনমার্ক গোলরক্ষক ক্যাসপার শ্মাইকেল। দুর্দান্ত গোল হতে পারত।  

আবার সুযোগ নষ্ট

আবারও সুযোগ পেয়ে গিয়েছিলেন  স্কোভ ওলসেন। তাঁর শট বাঁচালেন অজি গোলরক্ষক। যদিও প্রথম পোস্টে বিল থাকায় সমস্যা হয়নি তাঁর। 

১০ মিনিট অতিক্রান্ত

হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে দুই দলের। ভাল সুযোগ নষ্ট করলেন  স্কোভ ওলসেন। দারুণ ব্লক করেন অজি স্টপার। ঠিক সময় ঠিক জায়গায় ছিলেন তিনি।

Advertisement

শুরু হল ম্যাচ

শুরু থেকেই আক্রমণে অস্ট্রেলিয়া। সুযোগ পেয়ে আক্রমণ করছে ডেনমার্কও।  

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement