Advertisement

FIFA WC Draw Donald Trump: বিশ্বকাপের ড্র-এর মঞ্চে বড় চমক ট্রাম্প, পেতে পারেন শান্তি পুরস্কার

বিশ্বকাপ শুরু হতে মাত্র কয়েকমাস বাকি। লিওনেল মেসি থেকে লামিন ইয়ামাল-সব প্রজন্মের ফুটবলাররাই এখন নিজেদের ক্লাবের হয়ে খেলতে ব্যস্ত। তারমধ্যেই সবার নজর এখন আগামী বিশ্বকাপের ড্রয়ের দিকে। আজ, শুক্রবার সেই বহুকাঙ্ক্ষিত দিন। ভারতীয় সময় রাত সাড়ে ১০টায় ওয়াশিংটনের জন এফ কেনেডি সেন্টারে শুরু হবে ডুয়ের অনুষ্ঠান। 

 ফ্রেমে ডোনাল্ড ট্রাম্প এবং ফিফা ট্রফি ফ্রেমে ডোনাল্ড ট্রাম্প এবং ফিফা ট্রফি
Aajtak Bangla
  • ওয়াশিংটন,
  • 05 Dec 2025,
  • अपडेटेड 11:40 AM IST

বিশ্বকাপ শুরু হতে মাত্র কয়েকমাস বাকি। লিওনেল মেসি থেকে লামিন ইয়ামাল-সব প্রজন্মের ফুটবলাররাই এখন নিজেদের ক্লাবের হয়ে খেলতে ব্যস্ত। তারমধ্যেই সবার নজর এখন আগামী বিশ্বকাপের ড্রয়ের দিকে। আজ, শুক্রবার সেই বহুকাঙ্ক্ষিত দিন। ভারতীয় সময় রাত সাড়ে ১০টায় ওয়াশিংটনের জন এফ কেনেডি সেন্টারে শুরু হবে ডুয়ের অনুষ্ঠান। 

৪৮টি দলকে ৪টি পটে রাখা হয়েছে
ফিফার তরফে আগেই ঘোষণা করা হয়েছিল, আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এদিন ড্র অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। এবার জানা গেল, ফুটবলের বাইরে অন্যান্য ক্রীড়াব্যাক্তিত্বরাও অংশ নেবেন বিশ্বকাপ ড্রয়ে। আগামী বিশ্বকাপে অংশগ্রহণকারী ৪৮ দলকে ড্রয়ের জন্য চারটি পটে ভাগ করা হয়েছে। প্রতিযোগিতার প্রাথমিক পর্বে কোন দেশ কাদের বিরুদ্ধে খেলবে, তারকা ফুটবলারদের মধ্যে কারা একে-অপরের মুখোমুখি হতে পারে সেসবই শুক্রবারের ড্রয়ে নির্ধারিত হবে। তবে ফিফা জানিয়েছে, ডুয়ের পরদিন, অর্থাৎ শনিবার বিশ্বকাপের সব ম্যাচের সূচি ঘোষণা করা হবে।

পট ১-এ তিন বিশ্বকাপ আয়োজক দেশ মেক্সিকো, কানাডা ও আমেরিকার সঙ্গে রয়েছে স্পেন, আর্জেন্টিনা, ফ্রান্স, ইংল্যান্ড, ব্রাজিল, পার্তুগাল, নেদারল্যান্ডস, বেলজিয়াম, জার্মানির মতো তাবড় ফুটবল খেলিয়ে দেশগুলি। এদিকে, প্রতিযোগিতায় অংশগ্রহনকারী ৪৮ দেশকে 'এ' থেকে 'এল'- মোট ১২টি গ্রুপে রাখা হবে। ড্র শুরু হবে পট ১-এর দলগুলোকে দিয়ে।

এরপর একে একে ১২টি গ্রুপের জন্য তাদের নাম তোলা হবে। এরপর একইভাবে বাকি পটগুলো থেকেও অন্যান্য দেশের নাম তোলা হবে। তবে নিয়ম হল, ইওরোপ ছাড়া একই মহাদেশের দুটি দল একই গ্রুপে থাকতে পারবে না। ইওরোপের ক্ষেত্রে এক গ্রুপে থাকতে পারে সর্বোচ্চ দুটি দল। তবে তিন আয়োজক। দেশ মেক্সিকো 'এ' গ্রুপে, কানাডা 'বি' এবং আমেরিকা 'ডি' গ্রুপে খেলবে, তা আগেই ঠিক করে রাখা হয়েছে।

কোথায় কীভাবে সরাসরি দেখবেন এই ড্র?
উল্লেখ্য, শুক্রবার ড্র অনুষ্ঠানটির প্রধান সঞ্চালক হিসেবে থাকছেন ইংল্যান্ড ও ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের প্রাক্তন ফুটবলার রিও ফার্দিনান্দ। তাঁর সঙ্গে সহ সঞ্চালকের ভূমিকায় দেখা যাবে বিখ্যাত ব্রডকাস্টার সামান্থা জনসনকে। উপমহাদেশে কোনও টিভি চ্যানেলে বিশ্বকাপ ড্রয়ের সরাসরি সম্প্রচার হবে না। তার জন্য চোখ রাখতে হবে ফিফা গ্লাস ওয়েবসাইট ও ফিফা বিশ্বকাপের সোশ্যাল মিডিয়া পেজগুলিতে।

Advertisement

শান্তি পুরস্কার পেতে চলেছেন ট্রাম্প
কেনেডি সেন্টারে এই অনুষ্ঠান মঞ্চেই ফিফা প্রথমবার 'শান্তি পুরস্কার' দিতে চলেছে। প্রাপকের নাম ঘোষণা করবেন খোদ ফিফা সভাপতি জিয়ান্নি ইনফ্যান্ডিনো। সূত্রের খবর, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকেই পুরস্কৃত করা হতে পারে। তিনি সশরীরে অনুষ্ঠান স্থলে উপস্থিত থাকবেন, এই খবর প্রকাশ্যে আসার পর তাঁর 'শান্তি পুরস্কার' পাওয়ার জল্পনা আরও বেড়ে গিয়েছে।

Read more!
Advertisement
Advertisement