Advertisement

ISL 2025-2026 Postponed: আপাতত স্থগিত ISL, ফেডারেশন-ক্লাবগুলিকে চিঠি দিয়ে যা জানাল আয়োজক সংস্থা

ISL Postponed: শিডিউল অনুযায়ী প্রতি বছর সেপ্টেম্বর মাসে শুরু হয় এবং এপ্রিল মাস পর্যন্ত চলে এই আইএসএল। চলতি বছর ডিসেম্বর মাসে আইএসএল এবং এমআরএ-র চুক্তি শেষ হয়ে যাচ্ছে। এবার শুরু হয়ে গেলে মাঝখান থেকে এই টুর্নামেন্ট চালানো মুশকিল হয়ে যেতে পারে fsdl এর পক্ষে।

অনির্দিষ্টকালের জন্য় স্থগিত হয়ে ISL, সেপ্টেম্বরে শুরু করা নিয়ে অনিশ্চয়তাঅনির্দিষ্টকালের জন্য় স্থগিত হয়ে ISL, সেপ্টেম্বরে শুরু করা নিয়ে অনিশ্চয়তা
Aajtak Bangla
  • কলকাতা,
  • 11 Jul 2025,
  • अपडेटेड 8:17 PM IST

ISL 2025-2026 Postponed: আপাতত স্থগিত করে দেওয়া হল ইন্ডিয়ান সুপার লিগ বা আইএসএল (ISL)। পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত আইএসএল স্থগিত করা হয়েছে। আইএসএলের সঙ্গে যুক্ত সমস্ত ক্লাবগুলিকে চিঠি দিয়ে দেওয়া হয়েছে এবং বিষয়টি পরিষ্কার করে জানিয়ে দেওয়া হয়েছে। কারণ হিসেবে বলা হয়েছে এফএসডিএল এর সঙ্গে এম আর এ চুক্তি না হওয়ার কারণে আইএসএল বন্ধ রাখতে হচ্ছে ।

শিডিউল অনুযায়ী প্রতি বছর সেপ্টেম্বর মাসে শুরু হয় এবং এপ্রিল মাস পর্যন্ত চলে এই আইএসএল। চলতি বছর ডিসেম্বর মাসে আইএসএল এবং এমআরএ-র চুক্তি শেষ হয়ে যাচ্ছে। এবার শুরু হয়ে গেলে মাঝখান থেকে এই টুর্নামেন্ট চালানো মুশকিল হয়ে যেতে পারে fsdl এর পক্ষে। তাই এটি শুরু থেকেই আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

FSDL-এর পক্ষ থেকে ক্লাবগুলিকে চিঠিতে জানানো হয়েছে, "যদিও FSDL এবং AIFF-এর মধ্যে MRA-এর সম্ভাব্য পুনর্নবীকরণ নিয়ে আলোচনা কয়েক মাস আগে শুরু হয়েছিল, তবুও এখনও তা অনিশ্চিত। ডিসেম্বরের পরে একটি সুনির্দিষ্ট চুক্তি কাঠামোর অভাবে, ২০২৫-২৬ ISL মরশুমের কার্যকরভাবে পরিকল্পনা, আয়োজন বা বাণিজ্যিকীকরণ করতে অক্ষম।"

আরও পড়ুন

তাঁরা আরও জানান, "এই পরিস্থিতির পরিপ্রেক্ষিতে, আমরা আপনাকে দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমরা বর্তমানে ২০২৫-২৬ আইএসএল মরশুম শুরু করার অবস্থানে নেই এবং বর্তমান এমআরএ মেয়াদের পরে চুক্তির কাঠামো সম্পর্কে আরও স্পষ্টতা না আসা পর্যন্ত এটি স্থগিত রাখছি।"

এর আগেই ক্লাবগুলোর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে আয়োজক এফএসডিএল স্পষ্ট জানিয়ে দিয়েছিল, মাস্টার রাইটস এগ্রিমেন্ট (এমআরএ) নিয়ে পুরোপুরি সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত নতুন মরশুমের আইএসএল শুরু করা সম্ভব নয়। কারণ, সুপ্রিম কোর্ট আগেই নির্দেশ দিয়েছে, সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সংশোধিত সংবিধান আদালত অনুমোদন না করা পর্যন্ত এফএসডিএল-এর সঙ্গে চুক্তি (এমআরএ) নবীকরণ নিয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া যাবে না।

২০১০ সালে এআইএফএফ-এর সঙ্গে রিলায়েন্স এবং স্টারের মধ্যে ১৫ বছরের মাস্টার রাইটস এগ্রিমেন্ট (এমআরএ) হয়। আইএসএল (ISL) পরিচালনার জন্য তৈরি হয় ফুটবল স্পোর্টস ডেভেলপমেন্ট লিমিটেড (এফএসডিএল)। এই চুক্তি অনুযায়ী এতদিন ধরে এফএসডিএল-এর কাছ থেকে প্রতি বছর ৫০ কোটি টাকা পেয়েছে এআইএফএফ। ১৫ বছরের চুক্তি শেষ হচ্ছে ডিসেম্বরে। কিন্তু আইএসএল ১৪ সেপ্টেম্বর শুরু হয়ে শেষ হওয়ার কথা আগামী বছরের এপ্রিল মাসে। এমআরএ চুক্তি নবীকরণ না হলে ডিসেম্বরের পর কীভাবে চলবে আইএসএল? এই অবস্থায় আইএসএল অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হল।

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement