Advertisement

Kolkata Derby Exclusive: ডার্বির আগে বিরাট ধাক্কা খেল মোহনবাগান, চোট পেলেন এই তারকা ফুটবলার

ডার্বির আগে বড় সমস্যায় মোহনবাগান সুপার জায়েন্ট। বুধবার দুপুরে অনুশীলনের সময় চোট পেলেন অনিরুদ্ধ থাপা। হ্যামস্ট্রিং-এ চোটের কারণে ডার্বি ম্যাচে অনিশ্চিত এই তারকা ফুটবলার। এর আগে আপুইয়ার চোট ছিল। এবার মাঝমাঠের আরও এক ফুটবলারের চোট মোহনবাগানের সমস্যা আরও বাড়িয়ে দিল বলেই মনে করছেন ফুটবল বিশেষজ্ঞরা।

ডার্বির আগে চোট অনিরুদ্ধ থাপার (গ্রাফিক-শুভঙ্কর মিত্র)ডার্বির আগে চোট অনিরুদ্ধ থাপার (গ্রাফিক-শুভঙ্কর মিত্র)
জাগৃক দে
  • কলকাতা,
  • 08 Jan 2025,
  • अपडेटेड 4:29 PM IST

ডার্বির (Kolkata Derby) আগে বড় সমস্যায় মোহনবাগান সুপার জায়েন্ট (Mohun Bagan Super Giant)। বুধবার দুপুরে অনুশীলনের সময় চোট পেলেন অনিরুদ্ধ থাপা (Anirudha Thapa)। হ্যামস্ট্রিং-এ চোটের কারণে ডার্বি ম্যাচে অনিশ্চিত এই তারকা ফুটবলার। এর আগে আপুইয়ার (Apuia Ralte) চোট ছিল। এবার মাঝমাঠের আরও এক ফুটবলারের চোট মোহনবাগানের সমস্যা আরও বাড়িয়ে দিল বলেই মনে করছেন ফুটবল বিশেষজ্ঞরা।

ডার্বির আগে আপুইয়ার চোট
বুধবার দুপুরে অনুশীলনে নেমেছিল হোসে মোলিনার দল। আর সেই অনুশীলনে ওয়ার্মআপের পরে বল নিয়ে অনুশীলন শুরু করতেই হ্যামস্ট্রিং-এ চোট পান অনিরুদ্ধ। ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ম্যাচে তাই অনিশ্চিত হয়ে পড়লেন আরও এক তারকা। এর আগে আশিক ক্রুনিয়ানও চোটের কবলে পড়েছিলেন। তিনিও খেলতে পারবেন না ডার্বিতে। ফলে ম্যাচের সময় যত এগোচ্ছে ততই সমস্যায় বাড়ছে মোহনবাগানের। 

ইস্টবেঙ্গলেও চোট সমস্যা
মাদিহ তালাল (Madih Talal) চোট পেয়ে আগেই গোটা মরসুমের জন্য ছিটকে গিয়েছেন। পরিবর্ত বিদেশি রিক্রুটও করে ফেলেছে ম্যানেজমেন্ট। তবে সল ক্রেসপোর (Saul Crespo) মাঠে ফিরতে আরও বেশ কয়েক সপ্তাহ। এর মধ্যেই মুম্বই সিটি এফসি ম্যাচে চোট পেয়েছেন আনোয়ার আলি। তবে সূত্রের খবর তিনি ডার্বি ম্যাচ খেলতে পারেন। 

অনিরুদ্ধ থাপা

ডার্বি নিয়ে টালবাহানা
ইতিমধ্যেই দীর্ঘ টালবাহানার পর, ডার্বি ম্যাচ গুয়াহাটিতে হবে বলে জানিয়ে দেওয়া হয়েছে এফএসডিএল-এর পক্ষ থেকে। ফলে এই ম্যাচের আয়োজক মোহনবাগান হলেও, এটা কার্যত অ্যাওয়ে ম্যাচ হতে যাচ্ছে তাদের জন্য। সেভাবেই নিজের দলকে তৈরি করছেন মোলিনাও। গঙ্গাসাগরের মেলার জন্য পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া সম্ভব নয় বলে আগেই জানিয়ে দিয়েছিল প্রশাসন। সেই কারণেই কলকাতায় ম্যাচ হচ্ছে না। বিকল্প হিসেবে জামশেদপুর ও ভুবনেশ্বর ছিল মোহনবাগানের পছন্দের মাঠ। তবে এই দুই মাঠে ম্যাচ করতে রাজি ছিল না আয়োজকরা। কারণ সেক্ষেত্রে সম্প্রচারের যন্ত্রপাতি গুয়াহাটি থেকে জামশেদপুর বা ভুবনেশ্বরে নিয়ে আসতে হবে। এমন অবস্থায় গুয়াহাটিকেই বেছে নেওয়া হয়। তবে পুলিশের অনুমতি মিলছিল না। শেষ অবধি বুধবার অনুমতি এসে যায়।        

Advertisement

Read more!
Advertisement
Advertisement