Advertisement

Lionel Messi In Kolkata: বছরের শেষে কলকাতায় মেসি, কবে আসছেন?

আবার কলকাতায় আসছেন লিওনেল মেসি (Lionel Messi)। ২০১১ সালের পর প্রথমবার কলকাতায় আসছেন আর্জেন্টাইন (Argentina) সুপারস্টার। ২০১১ সালের সেপ্টেম্বর মাসে লিওনেল মেসি প্রথমবার ভারতে এসেছিলেন। খেলেছিলেন যুবভারতীতে। ভেনেজুয়েলার বিরুদ্ধে একটি ফ্রেন্ডলি ম্যাচ খেলেছিলেন তিনি। আর্জেন্তিনার হয়ে সেদিন গোল পাননি তিনি। আবার সেই মেসি আসছেন কলকাতায়।

Aajtak Bangla
  • কলকাতা,
  • 03 Aug 2025,
  • अपडेटेड 12:29 PM IST

আবার কলকাতায় আসছেন লিওনেল মেসি (Lionel Messi)। ২০১১ সালের পর প্রথমবার কলকাতায় আসছেন আর্জেন্টাইন (Argentina) সুপারস্টার। ২০১১ সালের সেপ্টেম্বর মাসে লিওনেল মেসি প্রথমবার ভারতে এসেছিলেন। খেলেছিলেন যুবভারতীতে। ভেনেজুয়েলার বিরুদ্ধে একটি ফ্রেন্ডলি ম্যাচ খেলেছিলেন তিনি। আর্জেন্তিনার হয়ে সেদিন গোল পাননি তিনি। আবার সেই মেসি আসছেন কলকাতায়।

এবারে ডিসেম্বরে শহরে আসছেন মেসি। তবে এবারের ব্যাপার একটু আলাদা। কারণ এখন মেসি বিশ্বকাপজয়ী। আর গত কয়েক বছরে তাঁর ফুটবল পায়ে ম্যাজিক অন্য মাত্রা পেয়েছে। তাই এখন সারা বিশ্বে তাঁর ভক্ত সংখ্যাও বেড়েছে। মেসিকে নিয়ে উন্মাদনা শুরু হয়ে গিয়েছে বিশ্বজুড়ে। 

কবে আসছেন মেসি?
বিশ্বকাপ, কোপা জেতার পর এবার কলকাতায় পা রাখবেন যেন অন্য মেসি! আর এই মেসিকে সামনে থেকে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন ভক্তরা। এবার তাঁদের সেই স্বপ্ন পূরণ হতে পারে। মুম্বই ও দিল্লিতেও মেসিকে ঘিরে একাধিক অনুষ্ঠান হওয়ার কথা। এখনও পর্যন্ত যা খবর, ১৩ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত মেসি কলকাতায় থাকবেন। মেসির সঙ্গে ইডেন গার্ডেন্সে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখাও করবেন।

ফুটবল ওয়ার্কশপ করাবেন মেসি
জানা যাচ্ছে, মেসি একটি ফুটবল ওয়ার্কশপ করবেন কলকাতায়। এমনকী একটি ফুটবল ক্লিনিকের উদ্বোধন করবেন। তাঁর সম্মানে গোট কাপের আয়োজন করা হবে। কলকাতার পর মেসি মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে যাবেন। সেখানেও বিভিন্ন অনুষ্ঠান রয়েছে। ২০১১ সালের সেপ্টেম্বর মাসে লিওনেল মেসি প্রথমবার ভারতে এসেছিলেন। খেলেছিলেন যুবভারতীতে। ভেনেজুয়েলার বিরুদ্ধে একটি ফ্রেন্ডলি ম্যাচ খেলেছিলেন তিনি। আর্জেন্তিনার হয়ে সেদিন গোল পাননি তিনি। আবার সেই মেসি আসছেন কলকাতায়।

এরপর মুম্বই, দিল্লিতেও যাবেন মেসি
কেরলের ক্রীড়ামন্ত্রী ভি আব্দুরহিমান জানিয়েছিলেন, মেসি অক্টোবর ও নভেম্বর মাসে কেরালে যাবেন। তবে আপাতত জানা যাচ্ছে, সেই সফর বাতিল হয়েছে। মেসি আসবেন কলকাতায়, তার পর মুম্বই ও দিল্লিতে যাবেন ফুটবলের রাজপুত্র।

Read more!
Advertisement
Advertisement