Advertisement

Lionel Messi In Kolkata: বড় খবর! উত্তরবঙ্গে বন্যাত্রাণে মোটা টাকার চেক তুলে দেবেন মেসি

ডিসেম্বরে কলকাতায় আসছেন লিওনেল মেসি (Lionel Messi)। টিকিট বিক্রি শুরু হতেই তা দ্রুত শেষ হয়ে গিয়েছে। ইতিমধ্যেই টিকিটের হাহাকার গোটা শহরজুড়ে। তবে এর মধ্যেই বড় খবর সামনে এসেছে। উত্তরবঙ্গের বন্যাত্রানের  (North Bengal Flood) জন্য এই টিকিটের টাকা তুলে দেওয়া হবে বলে জানিয়ে দিয়েছেন উদ্যোক্তা শতদ্রু দত্ত (Shatadru Dutta)। মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের (Mamata Banerjee) হাতে সেই টাকা তুলে দেওয়া হবে। 

লিওনেল মেসিলিওনেল মেসি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 16 Oct 2025,
  • अपडेटेड 4:35 PM IST

ডিসেম্বরে কলকাতায় আসছেন লিওনেল মেসি (Lionel Messi)। টিকিট বিক্রি শুরু হতেই তা দ্রুত শেষ হয়ে গিয়েছে। ইতিমধ্যেই টিকিটের হাহাকার গোটা শহরজুড়ে। তবে এর মধ্যেই বড় খবর সামনে এসেছে। উত্তরবঙ্গের বন্যাত্রানের  (North Bengal Flood) জন্য এই টিকিটের টাকা তুলে দেওয়া হবে বলে জানিয়ে দিয়েছেন উদ্যোক্তা শতদ্রু দত্ত (Shatadru Dutta)। মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের (Mamata Banerjee) হাতে সেই টাকা তুলে দেওয়া হবে। 

জানা গিয়েছে, মেসি বাংলার মুখ্যমন্ত্রীর হাতে তুলে দেবেন দশ লক্ষ টাকা। সম্প্রতি ভয়ঙ্কর বন্যায় প্লাবিত হয়েছে উত্তরবঙ্গ। প্রাণহানির পাশাপাশি পাহাড়-সহ জলপাইগুড়ি, দার্জিলিং, কোচবিহার ও আলিপুরদুয়ার জেলার বিস্তীর্ণ অংশ বানভাসী হয়েছে। সহায়-সম্বল হারিয়ে গৃহহীন হয়েছেন প্রচুর মানুষ। তাঁদের সাহায্যকল্পেই এই টাকা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দেবেন মেসি।

বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে শতদ্রু লেখেন, 'গোট ট্যুরের (GOAT Tour) অংশ হিসাবে একজন স্পনসর কথা দিয়েছেন, উত্তরবঙ্গের বিপর্যয়ের জন্য দশ লক্ষ টাকা মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দেবেন। লিওনেল মেসি এই টাকা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দেবেন জনহিতকর প্রকল্পের অংশ হিসাবে।' 

২০১১ সালের আবারও কলকাতায় আসছেন লিওনেল মেসি (Lionel Messi)। মেসির কলকাতা সফরে বেশ কিছু গুরুত্বপূর্ণ সূচি রয়েছে। যার মধ্যে অন্যতম হল আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী এই অধিনায়ক দেখা করবেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। ইতিমধ্যেই মেসির সই করা জার্সি মমতা বন্দোপাধ্যায়ের হাতে তুলে দিয়েছেন শতদ্রু। সেই জার্সিতে মমতাকে 'দিদি' বলে সম্বোধন করেছেন বিশ্ব ফুটবলের রাজপুত্র। তবে দ্বিতীয়বার সাক্ষাৎ হবে ডিসেম্বর মাসে। 

শুধু কলকাতা নয়, গোটা দেশের মোট তিন শহরে যাবেন মেসি। তিন জায়গায় তাঁর গোট শো রয়েছে। যতই মেসির সফর এগিয়ে আসছে, ততই একের পর এক আপডেট সামনে আসছে। কিছুদিন আগেই শতদ্রু জানিয়েছিলেন, রাজুদার পরোটা খাওয়াবেন মেসিকে। আর এবার উত্তরবঙ্গের মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার করলেন তিনি। 
 

Advertisement

Read more!
Advertisement
Advertisement