কলকাতা লিগে আজ জর্জ টেলিগ্রাফের বিরুদ্ধে নামছে মোহনবাগান সুপার জায়েন্ট। শুরুটা কিছুটা টালমাটাল হলেও, লড়াইয়ে ফিরে এসেছে সবুজ-মেরুন ব্রিগেড। সুপার সিক্সে ওঠাই প্রাথমিক লক্ষ্য। তবে কলকাতা লিগের সূচি নিয়ে ক্ষোভ আছেই। তবে দলের ফুটবলারদের আচরণও বিচলিত করেছে মোহনবাগান টিম ম্যানেজমেন্টকে।
জর্জের বিরুদ্ধেও তিনি বড় ভরসা কোচ ডেগির। তবে এই ম্যাচে জোড়া বদল করতে হবে মোহনবাগান কোচকে। শেষ ম্যাচে লাল কার্ড দেখেছেন ফরোয়ার্ড সালাউদ্দিন আদনান। তাঁর পরিবর্তে জর্জ ম্যাচে শুরু থেকে খেলতে পারেন শিবম মুণ্ডা। রেলের বিরুদ্ধে দর্শনীয় গোল করেছিলেন তিনি। পাশাপাশি পায়ের পেশিতে চোট রয়েছে মিডফিল্ডার মিংমা শেরপার। তাঁর জায়গায় গুরনাজ সিং গ্রেওয়ালের শুরু করার সম্ভাবনাই বেশি। কোচিং কোর্সের জন্য শেষ ম্যাচ না থাকলেও শুক্রবার ডাগআউটে থাকবেন ডেগি।
শেষ দু'ম্যাচে পাওয়া জয়ই আত্মবিশ্বাসী করছে মোহনবাগানকে। সেই আত্মবিশ্বাসে ভর করেই শুক্রবার জর্জ টেলিগ্রাফের বিরুদ্ধে জয়ের ধারা অব্যহত রাখার লক্ষ্যে নামছেন ডেগি কর্ডোজোর ছাত্ররা। সেখানে নৈহাটিতে প্রতিপক্ষের থেকে পয়েন্ট কাড়াই লক্ষ্য জর্জ কোচ সায়ন্তন দাস রায়ের।
প্রথম ম্যাচে পুলিশ এসি-র কাছে হারের পর প্রশ্ন উঠেছিল মোহনবাগানের দল নিয়ে। তবে পরের দু'ম্যাচে কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশন এবং রেলওয়ে এফসি-র বিরুদ্ধে জিতে সেসব প্রশ্নের জবাব অনেকটাই দিয়ে দিয়েছেন সন্দীপ মালিক, মার্শাল কিস্কুরা। বিশেষত অধিনায়ক সন্দীপ রয়েছেন দুরন্ত ফর্মে। পরপর দু'ম্যাচে দলের প্রথম গোলটা এসেছে তাঁর পা থেকেই।
তবে জর্জ ম্যাচের প্রস্তুতির মধ্যেই ডার্বির চোরাস্রোত রয়েছে সবুজ-মেরুন শিবিরে। তারই অঙ্গ হিসাবে দলের প্র্যাকটিসে হাজির হয়েছেন দীপেন্দু বিশ্বাস ও কিয়ান নাসিরি। তাঁরা যদিও জর্জ ম্যাচে খেলবেন না। শনিবার থেকে নামতে পারেন সুহেল ভাট, গ্লেন মার্টিন্সরা। কোচ ডেগি অবশ্য বলছেন, 'আপাতত একটা করে ম্যাচ নিয়ে ভাবছি। এখন শুধু কালকের ম্যাচ নিয়ে পরিকল্পনা সাজাতে চাই। ১৬ তারিখের ম্যাচের পর ডার্বি নিয়ে ভাবনাচিন্তা শুরু করব।'