Advertisement

Mohun Bagan Super Giant: কলকাতা লিগের শুরুটা কঠিন হতে পারে, কেন এমন আশঙ্কায় মোহনবাগান?

সোমবার পুলিশ এসি-র বিরুদ্ধে কলকাতা লিগ অভিযান শুরু করছে মোহনবাগান সুপার জায়েন্ট। সবুজ-মেরুনের প্রাথমিক লক্ষ্য সুপার সিক্সে জায়গা করে নেওয়া। তবে মাত্র ২ সপ্তাহের প্রি সিজনে কতটা ভাল ফল করা সম্ভব তা নিয়েই চিন্তায় কোচ ডেগি কার্ডোজো। পুলিশের বিরুদ্ধে নামার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই আশঙ্কার কথাই জানালেন তিনি।

মোহনবাগানমোহনবাগান
জাগৃক দে
  • কলকাতা,
  • 29 Jun 2025,
  • अपडेटेड 2:41 PM IST

সোমবার পুলিশ এসি-র বিরুদ্ধে কলকাতা লিগ অভিযান শুরু করছে মোহনবাগান সুপার জায়েন্ট। সবুজ-মেরুনের প্রাথমিক লক্ষ্য সুপার সিক্সে জায়গা করে নেওয়া। তবে মাত্র ২ সপ্তাহের প্রি সিজনে কতটা ভাল ফল করা সম্ভব তা নিয়েই চিন্তায় কোচ ডেগি কার্ডোজো। পুলিশের বিরুদ্ধে নামার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই আশঙ্কার কথাই জানালেন তিনি।

মোহনবাগান কোচ এদিন বলেন, 'আমাদের কিছুই করার ছিল না। মাত্র দুই সপ্তাহ ট্রেনিং করে নামতে হচ্ছে। শুরুটা নিয়ে কিছুটা চিন্তা। নেক্সট জেন কাপের জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। সেটা না থাকলে, আরও কিছুট আসময় পেতে পারতাম। তবে যা আছে সেটা নিয়েই খেলতে হবে।' তবে দলে থাকা তরুণ ফুটবলারদের প্রশংসা করে ডেগি বলেন, 'দারুণভাবে ফুটবলারদের স্কাউট করা হয়েছে। ওরা আত্মবিশ্বাসী। ভাল কিছু করে দেখাতে চায়।'

কলকাতা লিগে প্রথম দলের তারকা সুহেল ভাট ও দীপেন্দু বিশ্বাসকে খেলানো হবে কিনা তা এখনও নিশ্চিত করে বলতে পারছেন না ডেগি। তিনি বলেন, 'যারা মূল দলে খুব বেশি খেলার সুযোগ পায় না তারাই কলকাতা লিগে আসে। সুহেল বা দীপেন্দু কলকাতা লিগে খেলবে কিনা সেটা ম্যানেজমেন্ট ঠিক করবে। তবে এই দলেও প্রচুর তারকা আছে। তারা যথেষ্ট ভাল।' তাই ডিফেন্সে আদিত্য মন্ডল, অচিন্তদের দিয়েই দল সাজাবেন ডেগি।

২০১৮ সালের পর কলকাতা লিগ জিততে পারেনি সবুজ-মেরুন ব্রিগেড। আইএসএল-এ দারুণ পারফর্ম করলেও, স্থানীয় লিগে বারবার টেক্কা দিয়ে যাচ্ছে প্রবল প্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল। এবারেও কঠিন গ্রুপে পড়েছে মোহনবাগান। তবে সেসব ভাবতে নারাজ ডেগি। তাঁর মূল লক্ষ্য, সিনিয়র দলের সাপ্লাই লাইন তৈরি করা। ট্রফি জিততে না পারলেও, বিগত বেশকিছু বছরে সে কাজটা দারুণভাবে করে গিয়েছে মোহনবাগান। একের পর এক বাঙালি তারকা ফুটবলার তুলে আনার ক্ষেত্রে অন্য ক্লাবগুলো যখন হিমশিম খাচ্ছে, তখন নিজেদের লক্ষ্যে অবিচল মহনবাগা সুপার জায়েন্ট।     

Advertisement

Read more!
Advertisement
Advertisement