Advertisement

Mohun Bagan Super Giant: চাপের নাম 'সমর্থক', IFA শিল্ডে খেলতে বাধ্য হল মোহনবাগান

দীর্ঘ চারবছর পর ফিরতে চলেছে আইএফএ শিল্ড (IFA Shield)। ঐতিহ্যবাহী এই টুর্নামেন্টে মোহনবাগান সুপার জায়েন্টের (Mohun Bagan Super Giant) খেলা নিয়ে জল্পনা চলছিল। শনিবার অবশেষে সমস্যার সমাধান হল। আসন্ন আইএফএ শিল্ড খেলার বিষয় আইএফএ-কে সম্মতি মোহনবাগান সুপার জায়েন্ট। আইএফএ সূত্রের খবর, মোহনবাগান নিজেদের মাঠ, কিশোর ভারতী স্টেডিয়াম ও যুবভারতী ক্রীড়াঙ্গনে তাদের ম্যাচগুলি ফেলতে চেয়েছে।

মোহনবাগানমোহনবাগান
Aajtak Bangla
  • কলকাতা,
  • 28 Sep 2025,
  • अपडेटेड 12:56 PM IST

দীর্ঘ চারবছর পর ফিরতে চলেছে আইএফএ শিল্ড (IFA Shield)। ঐতিহ্যবাহী এই টুর্নামেন্টে মোহনবাগান সুপার জায়েন্টের (Mohun Bagan Super Giant) খেলা নিয়ে জল্পনা চলছিল। শনিবার অবশেষে সমস্যার সমাধান হল। আসন্ন আইএফএ শিল্ড খেলার বিষয় আইএফএ-কে সম্মতি মোহনবাগান সুপার জায়েন্ট। আইএফএ সূত্রের খবর, মোহনবাগান নিজেদের মাঠ, কিশোর ভারতী স্টেডিয়াম ও যুবভারতী ক্রীড়াঙ্গনে তাদের ম্যাচগুলি ফেলতে চেয়েছে।

সমর্থকদের চাপে পড়েই সিদ্ধান্ত বদলাতে বাধ্য হল মোহনবাগান?
বৃহস্পতিবার ফ্যান গ্রুপ মেরিনার্স বেস ক্যাম্প-আলট্রাস মোহনবাগান আইএফএকে চিঠি মারফত মোহনবাগানের জন্য একটি জায়গা ফাঁকা রাখতে অনুরোধ জানায়। শুধু তাই নয়, শিল্ড খেলতে না চাওয়ায়, ক্লাবের সামনে বিক্ষোভ দেখা গিয়েছে। সোশ্যাল মিডিয়া তো বটেই, ক্লাবের লনে বসে থাকা প্রবীন সদস্যরাও মনে করতে পারছিলেন না শেষ কবে এমন মোহনবাগানকে দেখেছেন। যারা একের পর এক টুর্নামেন্ট থেকে নিজেদের সরিয়ে রাখতে চায়? তবে এক্ষেত্রে কিছুটা হলেও স্বস্তি পেয়েছেন তাঁরা। আইএফএ অপেক্ষা করেছে,সম্মতি জানিয়ে সবুজ-মেরুন শিবিরও। এই আইএফএ শিল্ডের সঙ্গে মোহনবাগাদের গর্বের ইতিহাস জড়িয়ে রয়েছে।

কবে শুরু হবে শিল্ড?
আগমী ৮ অক্টোবর শুরু হবে এবারের আইএফএ শিল্ড। ফাইনাল ১৮ অক্টোবর। ছয়টি দলকে তিনটি করে দুটি গ্রুপে ভাগ করে ফেলা হবে। ইস্টবেঙ্গল শুরু থেকেই রাজি ছিল শিল্ড খেলতে। অন্যদিকে মহমেডান স্পোর্টিং এবং ডায়মন্ড হারবার ইতিমধ্যেই শিন্ডে না খেলার সিদ্ধান্ত জানিয়েছে আইএফএ-কে। 

কোন কোন দল খেলছে এবারের শিল্ডে?
ইতিমধ্যেই পঞ্জাব এফসি সহ আইএসএল ও আইলিগের অনেক ক্লাবের সঙ্গেই কথাবার্তা চলছে বলে জানিয়েছেন আইএফএ সচিব। বাইরের রাজ্য থেকে ফেলতে রাজি হয়েছে গেকুলাম কেরালা এফসি ও নামধারী এফসি। পাঞ্জাব এফসির সঙ্গে কথাবার্তা এগোলেও শেষমেশ তারা ফেলবে না বলেই খবর। খেলার সুযোগ পেতে পারে কলকাতা লিগের রানার্স আপ দল ইউনাইটেড স্পোর্টস ক্লাবও। আগমী সোমবার পর্যন্ত অপেক্ষা করতে হবে ষষ্ঠ দল হিসেবে কারা খেলবে আইএফএ শিল্ডে। সেটাই বড় প্রশ্ন। 

Advertisement
Read more!
Advertisement
Advertisement